ETV Bharat / state

ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল, জরুরি সেলের নম্বর দিয়ে সাহায্যের আশ্বাস - Guv visits Jalpaiguri

Governor visits storm-ravaged areas: জলপাইগুড়িতে ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ দুর্গতদের রাজভবনের জরুরি সেলের নম্বর দিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 2:01 PM IST

Updated : Apr 1, 2024, 2:20 PM IST

ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল

ময়নাগুড়ি, 1 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এ বার জলপাইগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে ময়নাগুড়ির ঝড়ে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল ৷ তিনি কথা বলেন ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ সবাইকে রাজভবনের জরুরি সেলের ফোন নম্বর দিয়ে যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

সোমবার সকালে রাজ্যপাল পৌঁছন ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ৷ ঝড়ের তাণ্ডবের রেশ চাক্ষুস করার পাশাপাশি দুর্গতদের অভাব অভিযোগের কথাও শোনেন রাজ্যপাল ৷ স্থানীয় মানুষেরাও রাজ্যপালকে কাছে পেয়ে কেউ চোখের জলে ভেঙে পড়েন, কেউ আর্জি জানান সাহায্যের ৷ ঝড়ের তাণ্ডবলীলা চলার পর রাজ্যভবনে একটি জরুরি সেল খোলা হয়েছে বলে জানানো হয়েছিল ৷ সেখানকার ফোন নম্বর এ দিন দুর্গতদের হাতে তুলে দেন রাজ্যপাল ৷ কেউ কোনও রকম অসুবিধায় সেই নম্বরে ফোন করলে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷

ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শনের পর এ দিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান রাজ্যপাল ৷ সেখানে গিয়ে আহতদের সঙ্গে ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ রাজ্যপালের তরফে দুর্গতদের যাবতীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

রবিবার কয়েক মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড পরিস্থিতি জলপাইগুড়ির ৷ গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের ৷ আহতের সংখ্যা প্রায় 500 ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালাচ্ছে ৷ গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শনের গিয়ে এলাকার মানুষের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্গতদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ গ্রামের মহিলাদের সামনে করজোড়ে পাশে থাকার কথা জানান মুখ্যমন্ত্রী । তবে নির্বাচনী আচরণবিধি বিধির কারণে সরাসরি আর্থিক সাহায্যের কথা ঘোষণা না করলেও তা দেওয়া হবে এবং প্রশাসন সবরকমভাবে দুর্গতদের সাহায্য করবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. প্রচারে 6 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই মমতা
  2. কালবৈশাখীতে মহিলা-সহ মৃত অন্তত 4, আহত শতাধিক; যাচ্ছেন মমতা-রাজ্যপাল
  3. ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল গুয়াহাটি বিমানবন্দরের ছাদের একাংশ

ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল

ময়নাগুড়ি, 1 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এ বার জলপাইগুড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে ময়নাগুড়ির ঝড়ে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল ৷ তিনি কথা বলেন ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ সবাইকে রাজভবনের জরুরি সেলের ফোন নম্বর দিয়ে যথাযথ সাহায্যের আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

সোমবার সকালে রাজ্যপাল পৌঁছন ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ৷ ঝড়ের তাণ্ডবের রেশ চাক্ষুস করার পাশাপাশি দুর্গতদের অভাব অভিযোগের কথাও শোনেন রাজ্যপাল ৷ স্থানীয় মানুষেরাও রাজ্যপালকে কাছে পেয়ে কেউ চোখের জলে ভেঙে পড়েন, কেউ আর্জি জানান সাহায্যের ৷ ঝড়ের তাণ্ডবলীলা চলার পর রাজ্যভবনে একটি জরুরি সেল খোলা হয়েছে বলে জানানো হয়েছিল ৷ সেখানকার ফোন নম্বর এ দিন দুর্গতদের হাতে তুলে দেন রাজ্যপাল ৷ কেউ কোনও রকম অসুবিধায় সেই নম্বরে ফোন করলে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল ৷

ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শনের পর এ দিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যান রাজ্যপাল ৷ সেখানে গিয়ে আহতদের সঙ্গে ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি ৷ রাজ্যপালের তরফে দুর্গতদের যাবতীয় সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিভি আনন্দ বোস ৷

রবিবার কয়েক মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড পরিস্থিতি জলপাইগুড়ির ৷ গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের ৷ আহতের সংখ্যা প্রায় 500 ৷ একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ৷ পুলিশ, দমকল ও পৌরসভার বিপর্যয় মোকাবিলা দল পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালাচ্ছে ৷ গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শনের গিয়ে এলাকার মানুষের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দুর্গতদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ৷ গ্রামের মহিলাদের সামনে করজোড়ে পাশে থাকার কথা জানান মুখ্যমন্ত্রী । তবে নির্বাচনী আচরণবিধি বিধির কারণে সরাসরি আর্থিক সাহায্যের কথা ঘোষণা না করলেও তা দেওয়া হবে এবং প্রশাসন সবরকমভাবে দুর্গতদের সাহায্য করবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন:

  1. প্রচারে 6 এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই মমতা
  2. কালবৈশাখীতে মহিলা-সহ মৃত অন্তত 4, আহত শতাধিক; যাচ্ছেন মমতা-রাজ্যপাল
  3. ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ল গুয়াহাটি বিমানবন্দরের ছাদের একাংশ
Last Updated : Apr 1, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.