ETV Bharat / state

'রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া', মন্তব্য শুভেন্দুর - Mamata Banerjee

Suvendu Adhikari slams Mamata Banerjee: ক্যাগ রিপোর্ট নিয়ে মমতা কেন বিধানসভায় আলোচনা করলেন না ? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু ৷ এছাড়া রাজ্যে খুব শীঘ্রই সিএএ লাগু হবে বলেও জানিয়েছেন বিজেপি বিধায়ক ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 10:03 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

চুঁচুড়া, 3 ফেব্রুয়ারি: "ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় পেশ করে আলোচনা করেননি কেন ?", প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার কলকাতায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ক্যাগ রিপোর্ট ভুল এবং মিথ্যা ৷ তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, "আমি তো বলব, রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর শুরু করার জন্য নির্দেশ দেওয়া ৷ এই মুখ্যমন্ত্রী চোর, চোরেদের রানি ৷"

এছাড়া এদিন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু স্পষ্ট জানান, শীঘ্রই সিএএ পোর্টাল চালু হবে ৷ আর এতেই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রসঙ্গে কিছুটা নরম সুরেই বলেন, "যিনি আটাকে কেজির বদলে লিটার বলেন ৷ কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবে ৷ রাহুলজির 54 বছর বয়স হয়ে গিয়েছে ৷ এত বছরের সাংসদ ৷ পরিণত বুদ্ধি রাখা উচিত ৷ চলতি কথায় আমাদের এখানে বোকা শব্দটা গাঁ-গঞ্জের ৷ চলতি কথায় বলে ফেলেছিলাম ৷ তাতে যদি কেউ আঘাত পান, তা অন্য কথা ৷ কিন্তু জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গেরা কার্যত মমতার পায়ে পড়েন ৷ মনু সিঙ্ঘভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন ৷"

ভারত জোড়ো যাত্রা নিয়ে তৃণমূলের কটাক্ষ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আজ তো তৃণমূল রাহুল গান্ধিকে বিড়িখোর বলেছে ৷ আমি আশা করব, আমার বিরুদ্ধে যেমন কংগ্রেস এফআইআর করছিল, মিছিল বের করছিল ৷ কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করা উচিত ৷"

কংগ্রেসের সঙ্গে মমতা গভীর সম্পর্কটিও উল্লেখ করেন বিজেপি বিধায়ক ৷ নন্দীগ্রামের বিধায়ক বলেন, "রাহুল গান্ধির বাবা যদি না থাকতেন, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না ৷ রাজীব গান্ধি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছেন ৷ কিন্তু তারপরেও এত রন্ধ্র রন্ধ্রে বেইমানি ৷ 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যা ফ্যা কর ঘুরছিলেন ৷ তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হত ৷ স্বাভাবিকভাবে তিনি (মমতা) যাঁদের কাছ থেকে উপকার পেয়েছেন, তাঁদেরই ব্যক্তিগত আক্রমণ করছেন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা সংশোধনী নাগরিকত্ব আইন লাগু নিয়ে সরব হচ্ছেন ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "ফেব্রুয়ারি মাসেই সিএএ লাগু হতে পারে ৷ আমার মাকে যেমন বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এরকম যাঁদের এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছে, তাঁদের সম-নাগরিকত্ব দেওয়া হবে ৷" তিনি আরও জানান, এই নাগরিকত্ব কালেক্টরদের হাতে ছিল ৷ সেই ক্ষমতা আর থাকবে না ৷ এবার ভারত সরকার সরাসরি অ্যাপের মধ্যে দিয়ে নথিভুক্তিকরণ করতে পারবে ।

আরও পড়ুন:

  1. কখন সরকারের প্রতি প্রেম-প্রীতি ভালোবাসার উদয় হয় কে জানে, রাজ্যপালকে কটাক্ষ শুভেন্দুর
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিতে ভয় পেয়েছে মমতা: শুভেন্দু
  3. বাজেট অধিবেশনে যোগ দিতে বাধা নেই, শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তুলোধনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

চুঁচুড়া, 3 ফেব্রুয়ারি: "ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় পেশ করে আলোচনা করেননি কেন ?", প্রশ্ন তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শুক্রবার কলকাতায় ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ক্যাগ রিপোর্ট ভুল এবং মিথ্যা ৷ তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, "আমি তো বলব, রাজ্যপালের উচিত ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে এফআইআর শুরু করার জন্য নির্দেশ দেওয়া ৷ এই মুখ্যমন্ত্রী চোর, চোরেদের রানি ৷"

এছাড়া এদিন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু স্পষ্ট জানান, শীঘ্রই সিএএ পোর্টাল চালু হবে ৷ আর এতেই আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে প্রাক্তন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি প্রসঙ্গে কিছুটা নরম সুরেই বলেন, "যিনি আটাকে কেজির বদলে লিটার বলেন ৷ কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবে ৷ রাহুলজির 54 বছর বয়স হয়ে গিয়েছে ৷ এত বছরের সাংসদ ৷ পরিণত বুদ্ধি রাখা উচিত ৷ চলতি কথায় আমাদের এখানে বোকা শব্দটা গাঁ-গঞ্জের ৷ চলতি কথায় বলে ফেলেছিলাম ৷ তাতে যদি কেউ আঘাত পান, তা অন্য কথা ৷ কিন্তু জয়রাম রমেশ, মল্লিকার্জুন খাড়গেরা কার্যত মমতার পায়ে পড়েন ৷ মনু সিঙ্ঘভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন ৷"

ভারত জোড়ো যাত্রা নিয়ে তৃণমূলের কটাক্ষ প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আজ তো তৃণমূল রাহুল গান্ধিকে বিড়িখোর বলেছে ৷ আমি আশা করব, আমার বিরুদ্ধে যেমন কংগ্রেস এফআইআর করছিল, মিছিল বের করছিল ৷ কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করা উচিত ৷"

কংগ্রেসের সঙ্গে মমতা গভীর সম্পর্কটিও উল্লেখ করেন বিজেপি বিধায়ক ৷ নন্দীগ্রামের বিধায়ক বলেন, "রাহুল গান্ধির বাবা যদি না থাকতেন, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ চিনত না ৷ রাজীব গান্ধি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনিয়েছেন ৷ কিন্তু তারপরেও এত রন্ধ্র রন্ধ্রে বেইমানি ৷ 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যা ফ্যা কর ঘুরছিলেন ৷ তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হত ৷ স্বাভাবিকভাবে তিনি (মমতা) যাঁদের কাছ থেকে উপকার পেয়েছেন, তাঁদেরই ব্যক্তিগত আক্রমণ করছেন ৷"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা সংশোধনী নাগরিকত্ব আইন লাগু নিয়ে সরব হচ্ছেন ৷ এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, "ফেব্রুয়ারি মাসেই সিএএ লাগু হতে পারে ৷ আমার মাকে যেমন বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এরকম যাঁদের এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে আসতে হয়েছে, তাঁদের সম-নাগরিকত্ব দেওয়া হবে ৷" তিনি আরও জানান, এই নাগরিকত্ব কালেক্টরদের হাতে ছিল ৷ সেই ক্ষমতা আর থাকবে না ৷ এবার ভারত সরকার সরাসরি অ্যাপের মধ্যে দিয়ে নথিভুক্তিকরণ করতে পারবে ।

আরও পড়ুন:

  1. কখন সরকারের প্রতি প্রেম-প্রীতি ভালোবাসার উদয় হয় কে জানে, রাজ্যপালকে কটাক্ষ শুভেন্দুর
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিতে ভয় পেয়েছে মমতা: শুভেন্দু
  3. বাজেট অধিবেশনে যোগ দিতে বাধা নেই, শুভেন্দুর সাসপেনশন তুলে নিলেন অধ্যক্ষ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.