ETV Bharat / state

মা দুর্গার শপথে বলছি, সঠিক বিচারের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: রাজ্যপাল - CV ANANDA BOSE

রাজভবনের কর্মীদের দ্বারা পরিচালিত দুর্গাপুজোর এবার 78 বছর ৷ মঙ্গলবার পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

Governor CV Ananda Bose
রাজভবনে দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2024, 3:07 PM IST

কলকাতা, 8 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের গণইস্তফা ও জুনিয়রদের অনশন প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, "মা দুর্গার শপথে বলছি, সঠিক বিচারের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।" মঙ্গলবার রাজভবনের কর্মীদের দ্বারা পরিচালিত দুর্গার পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল ৷ তার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন তিনি ৷

এবছর রাজভবনের কর্মীদের দ্বারা পরিচালিত পুজোর 78 বছর । প্রতিবছরের মতো এবারও বিশেষ আড়ম্বর ছিল না । সাবেকি দুর্গা প্রতিমা ও বাঁশ এবং কাপড়ের মণ্ডপ । পুজোর কয়েকদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তাঁর স্ত্রী পুজোর উদ্বোধন করেন ৷

Governor CV Ananda Bose
রাজভবনে দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ (নিজস্ব চিত্র)

উদ্বোধন শেষে প্রারম্ভিক ভাষণে রাজ্যপাল দুষ্টের বিনাশের কথাই বলেন । মা দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা করেন । বাংলায় বক্তৃতায় তিনি বলেন, "দুর্গাপুজা উপলক্ষ্যে, আমি পশ্চিমবঙ্গের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই । এই উৎসব, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে গভীরভাবে নিহিত, সকলস্তরের সম্প্রদায়কে একত্রিত করে, ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং বর্ণ, ধর্ম ও ধর্মের বাধা অতিক্রম করে ।’’

তিনি আরও বলেন, ‘‘দুর্গাপুজা শুধুমাত্র ভক্তি ও উদযাপনের সময়ই নয়, বরং সামাজিক ন্যায়বিচার, শান্তি ও জাতীয় অখণ্ডতার মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন । আমরা যেমন শক্তি এবং গুণের মূর্ত প্রতীক মা দুর্গার উপাসনা করি, আসুন আমরা আমাদের সমাজের মুখোমুখি চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করি । সম্প্রীতি ও অন্তর্ভুক্তির নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য আমাদের সম্মিলিত সংকল্পকে পুনর্ব্যক্ত করি ।’’

রাজ্যপাল সেখানে আরও বলেন, ‘‘উৎসবের চেতনায়, আসুন আমরা একত্রিত হই৷ সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকুক । একটি প্রগতিশীল, ন্যায়সঙ্গত এবং সকলের জন্য ন্যায্য সমাজের জন্য কাজ করি । মা দুর্গা সবাইকে শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল দান করুক ।"

কলকাতা, 8 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের গণইস্তফা ও জুনিয়রদের অনশন প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, "মা দুর্গার শপথে বলছি, সঠিক বিচারের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।" মঙ্গলবার রাজভবনের কর্মীদের দ্বারা পরিচালিত দুর্গার পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল ৷ তার পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন তিনি ৷

এবছর রাজভবনের কর্মীদের দ্বারা পরিচালিত পুজোর 78 বছর । প্রতিবছরের মতো এবারও বিশেষ আড়ম্বর ছিল না । সাবেকি দুর্গা প্রতিমা ও বাঁশ এবং কাপড়ের মণ্ডপ । পুজোর কয়েকদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তাঁর স্ত্রী পুজোর উদ্বোধন করেন ৷

Governor CV Ananda Bose
রাজভবনে দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ (নিজস্ব চিত্র)

উদ্বোধন শেষে প্রারম্ভিক ভাষণে রাজ্যপাল দুষ্টের বিনাশের কথাই বলেন । মা দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা করেন । বাংলায় বক্তৃতায় তিনি বলেন, "দুর্গাপুজা উপলক্ষ্যে, আমি পশ্চিমবঙ্গের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই । এই উৎসব, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে গভীরভাবে নিহিত, সকলস্তরের সম্প্রদায়কে একত্রিত করে, ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং বর্ণ, ধর্ম ও ধর্মের বাধা অতিক্রম করে ।’’

তিনি আরও বলেন, ‘‘দুর্গাপুজা শুধুমাত্র ভক্তি ও উদযাপনের সময়ই নয়, বরং সামাজিক ন্যায়বিচার, শান্তি ও জাতীয় অখণ্ডতার মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন । আমরা যেমন শক্তি এবং গুণের মূর্ত প্রতীক মা দুর্গার উপাসনা করি, আসুন আমরা আমাদের সমাজের মুখোমুখি চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করি । সম্প্রীতি ও অন্তর্ভুক্তির নীতিগুলিকে সমুন্নত রাখার জন্য আমাদের সম্মিলিত সংকল্পকে পুনর্ব্যক্ত করি ।’’

রাজ্যপাল সেখানে আরও বলেন, ‘‘উৎসবের চেতনায়, আসুন আমরা একত্রিত হই৷ সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকুক । একটি প্রগতিশীল, ন্যায়সঙ্গত এবং সকলের জন্য ন্যায্য সমাজের জন্য কাজ করি । মা দুর্গা সবাইকে শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল দান করুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.