কলকাতা, 4 নভেম্বর: রাজ্যে পরপর ঘটে চলা গণধর্ষণ ও হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে সাধারণ মানুষের আরও সজাগ ও সচেতন হওয়া উচিত ।" পাশাপাশি তিনি এইসব ঘটনা রুখতে রাজ্য সরকারকে কঠোর পদক্ষেপ করার আহ্বান জানান ।
এদিন রাজভবনে কার্গিল বিজয় উপলক্ষে জয় জওয়ান দিবস পালিত হল ৷ এই অনুষ্ঠানে রাজ্যপাল কার্গিল যুদ্ধের 25 বছর পূর্তি উপলক্ষে যুদ্ধে শহিদ পরিবারগুলির সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 19 জন শহিদের পরিবার, যে শহিদরা কার্গিল যুদ্ধে দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন ।
এই শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিয়ে রাজ্যপাল বলেন, "শহিদদের ত্যাগের জন্য গোটা দেশ চিরকাল কৃতজ্ঞ থাকবে ।" এ দিন রাজ্যপাল তাঁর ভাষণে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, "দেশের 140 কোটি নাগরিকের উচিত তাঁদের পাশে দাঁড়ানো ।" তিনি আরও উল্লেখ করেন, "সেনাবাহিনী দেশবাসীর সুরক্ষায় যে দায়িত্ব পালন করছে, তা অনস্বীকার্য ।"
উল্লেখ্য, আগামী 23 নভেম্বর রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের দু' বছর পূর্তি হতে চলেছে । এ কারণে একমাসব্যাপী সৃজনশীল ও গঠনমূলক কর্মসূচি গ্রহণ করেছেন তিনি ৷ রাজ্যের আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া হিংসা-বিধ্বস্ত 250টি গ্রাম পরিদর্শন করার লক্ষ্যমাত্রা নিয়েছেন রাজ্যপাল । এই কর্মসূচির আনুষ্ঠানিক নাম দিয়েছেন 'আপনা ভারত – জাগতা বেঙ্গল'। এই কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রবিবার থেকে । কর্মসূচির মূললক্ষ্য, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করা ।
সূত্রের খবর, এই কর্মসূচির আওতায় রাজ্যপাল বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন । বিশেষ গুরুত্ব দেওয়া হবে মানবপাচার বিরোধী কার্যক্রমে । মাদক বিরোধী উদ্যোগ, নারীর ক্ষমতায়ন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা, যুব সমাজের অংশগ্রহণ এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক উদ্যোগও থাকবে । যার মাধ্যমে শিক্ষিত যুবক-যুবতীরা তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে আলাপচারিতার সুযোগ পাবেন । এই উদ্যোগগুলির লক্ষ্য হবে সমাজের দুর্বল শ্রেণির কল্যাণ ।
পাশাপাশি নিজেদের সুরক্ষা যাতে মেয়েরা নিজেরাই করতে পারেন, তার জন্য 'অভয়া প্লাস' নামে এক প্রকল্প চালু করতে চলেছেন তিনি ৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে ৷ বাংলার রাজ্যপালের দায়িত্বে 2 বছর পূর্তিতে একইসঙ্গে আরও একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন সিভি আনন্দ বোস ৷