ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 5 কোটির সোনার ইট, গ্রেফতার পাচারকারী - Gold

Gold Recovered: নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 5 কোটি টাকা মূল্যের 6টি সোনার ইট উদ্ধার হয়েছে ৷ এক পাচারকারীকে আটক করেছে বিএসএফ ৷ পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যে সোনাগুলি পাচারের পরিকল্পনা ছিল ধৃতের ৷

Gold Recovered
সোনার ইট উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 8:38 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় সাফল্য ৷ দক্ষিণবঙ্গ সীমান্ত ফের সোনা পাচারের চেষ্টাকে ব্যর্থ করল বিএসএফ ৷ বুধবার নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাত কেজি সোনা উদ্ধার করলেন 84 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি রাউতুবাড়ির জওয়ানরা ৷ ঘটনায় ছ'টি সোনার ইট-সহ গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে ৷ ধৃত বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে । বাজেয়াপ্ত সোনার ইটের আনুমানিক মূল্য 4 কোটি 51 লক্ষ 18 হাজার 500 টাকা । ধৃত পাচারকারীর নাম সদরুল মণ্ডল ( 26) ৷ তিনি নদিয়ার হাতিশালা ঘোষপাড়ার বাসিন্দা ।

সূত্রের খবর, বিএসএফ জওয়ানরা গোয়েন্দা বিভাগ থেকে সোনা পাচারের তথ্য পান । এরপরে চাপড়া থানার হাতিশালা ট্রাই জংশনের এলাকায় অভিযান চালানো হয় । রাত সাড়ে আটটার নাগাদ মোটরসাইকেলে করে আসা সন্দেহভাজন ওই যুবককে গোয়েন্দা বিভাগ শনাক্ত করে । তারপরে জওয়ানরা তল্লাশিতে 6টি সোনার ইট এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করে তাঁর কাছ থেকে । জওয়ানরা সোনা বাজেয়াপ্ত করে পাচারকারীকে আটক করেন ।

Gold Recovered
ভারত-বাংলাদেশ সীমান্তে সোনার ইট-সহ গ্রেফতার পাচারকারী

ধৃত যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দ্রুত মোটা টাকা আয় করতে চোরাচালানের পথ বেছে নেন । কাঁঠালিয়া ঘাটের কাছের আলী মণ্ডলের কাছ থেকে সোনা সংগ্রহ করেন তিনি ৷ এরপর ভৈরব নদী পার হয়ে তিন গাছা ঘাট থেকে মোটরসাইকেল চেপে হাতিশালার দিকে এগতেই বিএসএফের দল তাঁকে সোনা-সহ ধরে ফেলে । সোনার এই চালানটি রামকৃষ্ণপুর, মহেশবাথান, নদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছে হস্তান্তর করার কথা ছিল সদরুলের ।

জওয়ানদের এই কৃতিত্বে প্রশংসা করেছেন দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক একে আর্য ৷ তিনি বলেছেন, 26 জানুয়ারির আগে ভারত-বাংলাদেশ সীমান্তে আরও সতর্ক রয়েছে জওয়ানরা ৷ নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷ যার ফলে মোট এই কয়েকদিনে সাড়ে 15 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ যার মোট মূল্য 9 কোটি 80 লক্ষ টাকা এবং তিন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভারত-বাংলাদেশ সীমান্তে 5 কোটিরও বেশি মূল্যের সোনা-সহ গ্রেফতার 2 পাচারকারী
  2. ভারত বাংলাদেশ সীমান্তে সোনার ইট উদ্ধার, গ্রেফতার পাচারকারী
  3. ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান, 56 গরু-সহ গ্রেফতার পাচারকারীরা

কলকাতা, 25 জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসের আগে বড়সড় সাফল্য ৷ দক্ষিণবঙ্গ সীমান্ত ফের সোনা পাচারের চেষ্টাকে ব্যর্থ করল বিএসএফ ৷ বুধবার নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাত কেজি সোনা উদ্ধার করলেন 84 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি রাউতুবাড়ির জওয়ানরা ৷ ঘটনায় ছ'টি সোনার ইট-সহ গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে ৷ ধৃত বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে । বাজেয়াপ্ত সোনার ইটের আনুমানিক মূল্য 4 কোটি 51 লক্ষ 18 হাজার 500 টাকা । ধৃত পাচারকারীর নাম সদরুল মণ্ডল ( 26) ৷ তিনি নদিয়ার হাতিশালা ঘোষপাড়ার বাসিন্দা ।

সূত্রের খবর, বিএসএফ জওয়ানরা গোয়েন্দা বিভাগ থেকে সোনা পাচারের তথ্য পান । এরপরে চাপড়া থানার হাতিশালা ট্রাই জংশনের এলাকায় অভিযান চালানো হয় । রাত সাড়ে আটটার নাগাদ মোটরসাইকেলে করে আসা সন্দেহভাজন ওই যুবককে গোয়েন্দা বিভাগ শনাক্ত করে । তারপরে জওয়ানরা তল্লাশিতে 6টি সোনার ইট এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করে তাঁর কাছ থেকে । জওয়ানরা সোনা বাজেয়াপ্ত করে পাচারকারীকে আটক করেন ।

Gold Recovered
ভারত-বাংলাদেশ সীমান্তে সোনার ইট-সহ গ্রেফতার পাচারকারী

ধৃত যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দ্রুত মোটা টাকা আয় করতে চোরাচালানের পথ বেছে নেন । কাঁঠালিয়া ঘাটের কাছের আলী মণ্ডলের কাছ থেকে সোনা সংগ্রহ করেন তিনি ৷ এরপর ভৈরব নদী পার হয়ে তিন গাছা ঘাট থেকে মোটরসাইকেল চেপে হাতিশালার দিকে এগতেই বিএসএফের দল তাঁকে সোনা-সহ ধরে ফেলে । সোনার এই চালানটি রামকৃষ্ণপুর, মহেশবাথান, নদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কাছে হস্তান্তর করার কথা ছিল সদরুলের ।

জওয়ানদের এই কৃতিত্বে প্রশংসা করেছেন দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক একে আর্য ৷ তিনি বলেছেন, 26 জানুয়ারির আগে ভারত-বাংলাদেশ সীমান্তে আরও সতর্ক রয়েছে জওয়ানরা ৷ নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷ যার ফলে মোট এই কয়েকদিনে সাড়ে 15 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে ৷ যার মোট মূল্য 9 কোটি 80 লক্ষ টাকা এবং তিন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. ভারত-বাংলাদেশ সীমান্তে 5 কোটিরও বেশি মূল্যের সোনা-সহ গ্রেফতার 2 পাচারকারী
  2. ভারত বাংলাদেশ সীমান্তে সোনার ইট উদ্ধার, গ্রেফতার পাচারকারী
  3. ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের অভিযান, 56 গরু-সহ গ্রেফতার পাচারকারীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.