ETV Bharat / state

অনুপ্রবেশ মোকাবিলায় নয়া পন্থা, কাঁটাতারে 'অ্যালার্ম' জোড়া কাচের বোতল - BSF ON INFILTRATION PREVENTION

কাঁটাতার ডিঙিয়ে হোক বা কেটে, অনুপ্রবেশ হলেই এবার দ্রুত জানতে পারবে সীমান্তরক্ষীবাহিনী ৷ বাংলাদেশিদের আটকাতে অভিনব উপায় বিএসএফের ৷

India Bangladesh Border
এভাবেই নির্দিষ্ট দূরত্ব অন্তর লাগানো হয়েছে জোড়া কাচের বোতল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2025, 7:37 PM IST

কোচবিহার, 17 জানুয়ারি: বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে এবার সীমান্তের কাঁটাতারে ঝোলানো হল জোড়া কাচের বোতল ৷ বিএসএফের দাবি, রাতে কাঁটাতার পেরনোর সময় অনুপ্রবেশকারীরা যখন তা কাটার চেষ্টা করবে, তখন দুটি কাচের বোতলের ঠোকাঠুকির আওয়াজ থেকে বিষয়টি টের পেয়ে যাবে সীমান্তরক্ষীবাহিনী ৷ সেই কারণেই এই পরিকল্পনা ৷

এর আগে বেশ কিছুদিন ধরেই কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল । দহগ্রাম- অঙ্গারপোতা এলাকায় বেড়া দেওয়া নিয়েও উত্তেজনা তৈরি হয়। এবার সেখানকার কাঁটাতারের বেড়াতেই বোতল লাগানো হল । এই কাঁটাতারের বেড়াগুলি উঁচু না হওয়ার কারণে বিভিন্ন সময় সুযোগ নিয়ে বাংলাদেশি চোরাচালানকারীরা রাতের গভীর অন্ধকারে প্রবেশের চেষ্টা করে বলে বিএসএফ জানিয়েছে ৷ যেহেতু শীতকাল এবং ঘন কুয়াশা থাকে তাই অনেকসময় তাদের অনুপ্রবেশ দ্রুত বোঝা যায় না ৷ কিন্তু কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় যদি আওয়াজ হয় তাহলে সহজেই কর্তব্যরত জওয়ানরা তাদের ধরতে পারবে ৷ সেই ভাবনাচিন্তা থেকেই দুটি করে কাচের বোতল লাগানো হয়েছে ৷

অনুপ্রবেশ রুখতে কাচের বোতল লাগানো নিয়ে স্থানীয় বাসিন্দার বক্তব্য (ইটিভি ভারত)

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ঘিসুরাম রায় জানান, অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গিয়েছিল ৷ বাংলাদেশিরা এসে যা পায় তাই লুঠ করে নিয়ে চলে যায় ৷ বিশেষ করে গবাদি পশুগুলিকে নিয়ে চলে যায় ৷ শীতের রাতে অন্ধকারেও যাতে তাদের অনুপ্রবেশ টের পাওয়া যায় তার জন্য এই কাচের বোতল লাগানো হয়েছে ৷ তাঁর মতো স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশই বিএসএফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এমনিতেই বাংলাদেশ বেশ কয়েকমাস ধরে অশান্ত। তারপর কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে বিএসএফের সঙ্গে অশান্তিও হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর। এমতাবস্থায় অভিনব কায়দায় বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে তৎপর হল বিএসএফ।

কোচবিহার, 17 জানুয়ারি: বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে এবার সীমান্তের কাঁটাতারে ঝোলানো হল জোড়া কাচের বোতল ৷ বিএসএফের দাবি, রাতে কাঁটাতার পেরনোর সময় অনুপ্রবেশকারীরা যখন তা কাটার চেষ্টা করবে, তখন দুটি কাচের বোতলের ঠোকাঠুকির আওয়াজ থেকে বিষয়টি টের পেয়ে যাবে সীমান্তরক্ষীবাহিনী ৷ সেই কারণেই এই পরিকল্পনা ৷

এর আগে বেশ কিছুদিন ধরেই কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল । দহগ্রাম- অঙ্গারপোতা এলাকায় বেড়া দেওয়া নিয়েও উত্তেজনা তৈরি হয়। এবার সেখানকার কাঁটাতারের বেড়াতেই বোতল লাগানো হল । এই কাঁটাতারের বেড়াগুলি উঁচু না হওয়ার কারণে বিভিন্ন সময় সুযোগ নিয়ে বাংলাদেশি চোরাচালানকারীরা রাতের গভীর অন্ধকারে প্রবেশের চেষ্টা করে বলে বিএসএফ জানিয়েছে ৷ যেহেতু শীতকাল এবং ঘন কুয়াশা থাকে তাই অনেকসময় তাদের অনুপ্রবেশ দ্রুত বোঝা যায় না ৷ কিন্তু কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় যদি আওয়াজ হয় তাহলে সহজেই কর্তব্যরত জওয়ানরা তাদের ধরতে পারবে ৷ সেই ভাবনাচিন্তা থেকেই দুটি করে কাচের বোতল লাগানো হয়েছে ৷

অনুপ্রবেশ রুখতে কাচের বোতল লাগানো নিয়ে স্থানীয় বাসিন্দার বক্তব্য (ইটিভি ভারত)

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা ঘিসুরাম রায় জানান, অনুপ্রবেশের সংখ্যা বেড়ে গিয়েছিল ৷ বাংলাদেশিরা এসে যা পায় তাই লুঠ করে নিয়ে চলে যায় ৷ বিশেষ করে গবাদি পশুগুলিকে নিয়ে চলে যায় ৷ শীতের রাতে অন্ধকারেও যাতে তাদের অনুপ্রবেশ টের পাওয়া যায় তার জন্য এই কাচের বোতল লাগানো হয়েছে ৷ তাঁর মতো স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশই বিএসএফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এমনিতেই বাংলাদেশ বেশ কয়েকমাস ধরে অশান্ত। তারপর কাঁটাতারের বেড়া লাগানো নিয়ে বিএসএফের সঙ্গে অশান্তিও হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর। এমতাবস্থায় অভিনব কায়দায় বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে তৎপর হল বিএসএফ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.