কলকাতা, 13 জুলাই: ক্যানসার এখনও মানুষের কাছে ভয়ের বিষয়। এই ভয়ের অন্যতম বড় কারণ চিকিৎসার খরচ । মূলত রোগের পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা- সবটাই খরচসাপেক্ষ । বহু মানুষের পক্ষেই সেই খরচ করা সম্ভব হয় না। তবে অধিকাংশ মানুষের রোগের মূল পরীক্ষা করাতেও প্রবল সমস্যার মুখে পড়েন। আর পরীক্ষায় দেরির কারণেই বহু মানুষ ক্যানসার আক্রান্ত হয়ে যান। শুধু তাই নয়, সেই তথ্য পেতেও সময় লেগে যায় ৷ এবার ব্যবস্থা নিল স্বাস্থ্যদফতর । জেলায় জেলায় শুরু হল বায়োপসি । তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে । স্বাস্থ্য দফতরের নতুন এই প্রয়াস, যার নাম 'ডিস্ট্রিক্ট ক্যানসার কেয়ার প্রোগ্রাম' ।
ভাবনাটা 2023 সালের ৷ বাস্তবায়িত হয়েছে 2024 সালে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর 38 টি জায়গায় শুরু হয়েছিল বায়োপসি করার কাজ । এর মধ্যে রয়েছে 24 টি মেডিক্যাল কলেজ এবং 14 টি জেলা হাসপাতালে হচ্ছে পরীক্ষা । মূলত এই টেস্ট করার জন্য প্রয়োজন ছিল অত্যাধুনিক কিছু যন্ত্রের । শুধু যন্ত্র নয়, তার সঙ্গে কর্মীদেরও যথাযথ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন ছিল । প্যাথোলজিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্টের মতো কর্মীদের এবং মাইক্রোটোমের মতো যন্ত্রপাতি চালাতে শেখায় স্বাস্থ্য দফতর । এরপর জেলায় জেলায় শুরু হয়েছে বিনামূল্যে বায়োপসি পরীক্ষা ।
স্বাস্থ্য ভবনের নয়া এই প্রয়াসের ফলে অনেকটাই সুবিধা হয়েছে বলেই মনে করা হচ্ছে । স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানান, মূলত বায়োপসি করার পরেই ক্যানসারের চিকিৎসা শুরু করা সম্ভব । জেলা স্তর থেকেই যদি বায়োপসি করানো যায় তাহলে সময় অনেকটা হাতে পাওয়া যাবে । বহু মানুষই চিকিৎসার জন্য কলকাতায় চলে আসেন, তার আর প্রয়োজন পড়বে না । এখন রোগী যে এলাকার বাসিন্দা সেখানেই পরীক্ষা করে বায়োপসি রিপোর্ট দেখে কেমো দেওয়ার কাজ শুরু করে দেওয়া যাচ্ছে । ক্যানসার চিকিৎসার জন্য সময় ও খরচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় । স্বাস্থ্য ভবনের এই প্রয়াসে এই দু'দিক থেকেই রোগীদের লাভ হচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা ।