ETV Bharat / state

অভিষেকের উপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় তদন্তকারীদের নজরে আরও চার, ডাকা হল লালবাজারে - Kolkata Police - KOLKATA POLICE

Kolkata Police: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রের মামলায় আরও চারজনের হদিশ পেয়েছে লালবাজারের গুন্ডা দমন শাখা ৷ ওই চারজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজারাম রেগে ৷ বুধবার তাঁদের লালবাজারে তলব করা হয়েছে ৷

FILE
FILE
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 1:15 PM IST

কলকাতা, 24 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রের মামলায় এবার লালবাজারের গুন্ডা দমন শাখার নজরে আরও চারজন । বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ওই চারজনকে তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁদের থেকে তদন্তকারীরা এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন বলেই লালবাজার সূত্রে খবর ৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রে মূল অভিযুক্ত রাজারাম রেগে ৷ তাঁকে আগেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তিনি এখন কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য় পেয়েছে কলকাতা পুলিশ ৷

লালবাজার সূত্রে আগেই জানা গিয়েছিল যে অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই রাজারাম ৷ এছাড়া আরও চারজনের সঙ্গে তিনি যোগাযোগ করেন বলে কলকাতা পুলিশ সূত্রে খবর ৷ ওই সূত্র জানিয়েছে যে সংশ্লিষ্ট চারজনের সঙ্গে দেখা করেছিলেন রাজারাম ৷ তাঁদের সঙ্গে রাজারামের নিয়মিত কথাও হতো৷ তদন্তকারীরা এখন জানতে চান যে ওই চারজনের সঙ্গে কোথায় কোথায় বৈঠক হয়েছিল রাজারামের ? কেন তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ? ওই চারজনের কি রাজ্যের প্রভাবশালীদের কাছে যাওয়ার মতো যোগাযোগ ছিল কি না !

রাজারামকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মুম্বই থেকে গ্রেফতার করে । সেই সময়ই জানা গিয়েছিল যে অভিষেকের বাড়ির সামনে এসে একাধিক ভিডিয়ো করেছিলেন রাজারাম ৷ সেই ভিডিয়ো অন্যত্র পাঠিয়েও দেন ৷ কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত একটি হোটেলে দু’রাত কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেন রাজারাম । ফলে তদন্তকারীরা জানতে চাইছেন যে নেপথ্যে আরও বড় কেউ জড়িত আছেন কি না ! আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই বা কেন টার্গেট করা হয়েছিল ?

অন্যদিকে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে গত 26/11-তে মুম্বই হামলার আগে মূলচক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রাজারামের দেখা হয় ৷ হেডলি যখন মুম্বই এসেছিল, তখনই দু’জনের সাক্ষাৎ হয় ৷ সেই সময় রাজারাম নিজেকে রাজনৈতিক নেতা বলে পরিচয় দিয়েছিলেন ৷ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করিয়ে দেবেন বলেও হেডলিকে আশ্বাস দিয়েছিলেন তিনি ৷ তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে সেই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও রাজনৈতিক নেতা ছিলেন কি না !

উল্লেখ্য়, 2013 সালের 24 জানুয়ারি ডেভিড হেডলিকে 35 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত । হামলার ষড়যন্ত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে পেতে 2015 সালের 10 ডিসেম্বর তাকে রাজসাক্ষী করতে রাজি হয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত । 2016 সালের 16 ফেব্রুয়ারি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুম্বই হাইকোর্টে সাক্ষ্য দিতে শুরু করে সে ।

আরও পড়ুন:

  1. অভিষেকের উপর হামলার ষড়যন্ত্র, মুম্বইয়ে গ্রেফতার অভিযুক্ত
  2. মমতার বাড়িতেও কি গিয়েছিল রাজারাম? তথ্য জানতে হেফাজতে নিল লালবাজার
  3. লালবাজারের নাকের ডগায় রাত কাটায় জঙ্গিরা, জানতেই পারেনি কেউ

কলকাতা, 24 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রের মামলায় এবার লালবাজারের গুন্ডা দমন শাখার নজরে আরও চারজন । বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ওই চারজনকে তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁদের থেকে তদন্তকারীরা এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন বলেই লালবাজার সূত্রে খবর ৷

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রে মূল অভিযুক্ত রাজারাম রেগে ৷ তাঁকে আগেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তিনি এখন কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য় পেয়েছে কলকাতা পুলিশ ৷

লালবাজার সূত্রে আগেই জানা গিয়েছিল যে অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই রাজারাম ৷ এছাড়া আরও চারজনের সঙ্গে তিনি যোগাযোগ করেন বলে কলকাতা পুলিশ সূত্রে খবর ৷ ওই সূত্র জানিয়েছে যে সংশ্লিষ্ট চারজনের সঙ্গে দেখা করেছিলেন রাজারাম ৷ তাঁদের সঙ্গে রাজারামের নিয়মিত কথাও হতো৷ তদন্তকারীরা এখন জানতে চান যে ওই চারজনের সঙ্গে কোথায় কোথায় বৈঠক হয়েছিল রাজারামের ? কেন তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ? ওই চারজনের কি রাজ্যের প্রভাবশালীদের কাছে যাওয়ার মতো যোগাযোগ ছিল কি না !

রাজারামকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মুম্বই থেকে গ্রেফতার করে । সেই সময়ই জানা গিয়েছিল যে অভিষেকের বাড়ির সামনে এসে একাধিক ভিডিয়ো করেছিলেন রাজারাম ৷ সেই ভিডিয়ো অন্যত্র পাঠিয়েও দেন ৷ কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত একটি হোটেলে দু’রাত কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেন রাজারাম । ফলে তদন্তকারীরা জানতে চাইছেন যে নেপথ্যে আরও বড় কেউ জড়িত আছেন কি না ! আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই বা কেন টার্গেট করা হয়েছিল ?

অন্যদিকে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে গত 26/11-তে মুম্বই হামলার আগে মূলচক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রাজারামের দেখা হয় ৷ হেডলি যখন মুম্বই এসেছিল, তখনই দু’জনের সাক্ষাৎ হয় ৷ সেই সময় রাজারাম নিজেকে রাজনৈতিক নেতা বলে পরিচয় দিয়েছিলেন ৷ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করিয়ে দেবেন বলেও হেডলিকে আশ্বাস দিয়েছিলেন তিনি ৷ তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে সেই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও রাজনৈতিক নেতা ছিলেন কি না !

উল্লেখ্য়, 2013 সালের 24 জানুয়ারি ডেভিড হেডলিকে 35 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত । হামলার ষড়যন্ত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে পেতে 2015 সালের 10 ডিসেম্বর তাকে রাজসাক্ষী করতে রাজি হয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত । 2016 সালের 16 ফেব্রুয়ারি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুম্বই হাইকোর্টে সাক্ষ্য দিতে শুরু করে সে ।

আরও পড়ুন:

  1. অভিষেকের উপর হামলার ষড়যন্ত্র, মুম্বইয়ে গ্রেফতার অভিযুক্ত
  2. মমতার বাড়িতেও কি গিয়েছিল রাজারাম? তথ্য জানতে হেফাজতে নিল লালবাজার
  3. লালবাজারের নাকের ডগায় রাত কাটায় জঙ্গিরা, জানতেই পারেনি কেউ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.