ETV Bharat / state

বাংলাদেশের তিস্তা থেকে উদ্ধার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ, ঘড়ি দেখে শনাক্তকরণ - FORMER MINISTER BODY FOUND - FORMER MINISTER BODY FOUND

Former Sikkim Minister RC Poudyal: তিস্তায় ভেসে উঠল দেহ । হাতের ঘড়ি দেখে মন্ত্রীকে শনাক্ত করল পরিবারের সদস্যরা । বাংলাদেশে পাওয়া গেল সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মৃতদেহ ।

Former Sikkim Minister RC Poudyal
তিস্তায় ভেসে উঠল সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মৃতদেহ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 12:07 PM IST

Updated : Jul 17, 2024, 1:23 PM IST

গ্যাংটক, 17 জুলাই: উদ্ধার হল সিকিমের প্রাক্তন মন্ত্রী অত্রিরাম চন্দ্র পৌডেলের দেহ ৷ নিখোঁজ হওয়ার ন’দিন পর বাংলাদেশের তিস্তা নদীতে তাঁর দেহ পাওয়া গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ফুলবাড়ীর থেকে 8 কিলোমিটার দূরে তিস্তা নদীতে 80 বছর বয়সি পৌডেলের দেহ ভাসতে দেখা যায় ।

উদ্ধার প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ (ইটিভি ভারত)

গত 6 জুলাই থেকে নিখোঁজ ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিকিম বিধানসভার ডেপুটি স্পিকার । পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের লালমণিরহাটের মহিষখোঁচা তিস্তার চরে উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রীর দেহ । হাতের ঘড়ি দেখে তাঁকে শনাক্ত করে পরিবারের লোক । ময়নাতদন্তের পর রাতেই বিএসএফের হাতে দেহ তুলে দিয়েছে বিজিবি ।

পূর্ব সিকিমের ছোট সিংথাম এলাকার বাসিন্দা ছিলেন অত্রিরাম চন্দ্র পৌডেল । 1975 থেকে 1979 পর্যন্ত সিকিমের শিক্ষামন্ত্রী ছিলেন । এরপর ভূমি ও ভূমি রাজস্ব, পর্যটন, বনমন্ত্রী হিসেবে দ্য রাইজিং সান দলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন । সিকিমের পাকয়ং থানায় গত 6 জুলাই তাঁর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরি করা হয় । এরপর থেকে তিস্তা নদীর বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজা হলেও পাওয়া যায়নি ।

Former Sikkim Minister RC Poudyal
সিকিমের প্রাক্তন মন্ত্রী অত্রিরাম চন্দ্র পৌডেল (ইটিভি ভারত)

গত সপ্তাহে তিস্তার জল বেড়ে যাওয়ায় মৃতদেহ বাংলাদেশে চলে যাওয়ার আশঙ্কাও করেছিলেন তদন্তকারীরা । ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড অব বাংলাদেশকে বিষয়টি জানানো হয়েছিল । গতকাল বাংলাদেশের লালমণির হাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা তিস্তা নদীর চরে দেহ ভেসে ওঠে । সেখানকার বাসিন্দারাই পুলিশকে খবর দেন । বাংলাদেশের পুলিশ কোচবিহারের মেখলিগঞ্জ পুলিশকে বিষয়টি জানায় । মৃতদেহ শনাক্তকরণের জন্য ভারত সরকার ও সিকিম প্রশাসনকে খবর পাঠানো হয় ।

মৃতের জামাই বলেন, ‘‘গত 6 তারিখ তিনি বাংলা সিকিম বর্ডার রংপোতে আসেন । এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন । আমরা সব জায়গায় খোঁজ চালাই । গতকাল মেখলিগঞ্জ পুলিশ আমাদের জানায়, বাংলাদেশে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে । আমরা ঘড়ি দেখে শ্বশুরের মৃতদেহ শনাক্ত করি ।’’

এদিকে বাংলাদেশ পুলিশ আধিকারিক মাহমুদ বলেন, ‘‘গত পরশু লালমণির হাট জেলার মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে মৃতদেহ উদ্ধার হয় । এরপর আমরা খোঁজাখুঁজি শুরু করি । ভারতকে জানানো হয় ৷ এরপর জানা যায়, সিকিমের এক ব্যক্তির মৃতদেহ এটি । ময়নাতদন্তের পরে আমরা মৃতদেহ তুলে দিয়েছি ।’’

মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, ‘‘বাংলাদেশে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে খবর পেয়েই আমরা শনাক্তকরণের কাজ শুরু করি। আগে থেকে সিকিমের প্রাক্তন মন্ত্রীর নিখোঁজের খবর ছিল । আমরা তাঁর পরিবারকে ডেকে মৃতদেহ শনাক্তকরণ করে বাংলাদেশে ময়নাতদন্তের পর রাতে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।’’

গ্যাংটক, 17 জুলাই: উদ্ধার হল সিকিমের প্রাক্তন মন্ত্রী অত্রিরাম চন্দ্র পৌডেলের দেহ ৷ নিখোঁজ হওয়ার ন’দিন পর বাংলাদেশের তিস্তা নদীতে তাঁর দেহ পাওয়া গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ফুলবাড়ীর থেকে 8 কিলোমিটার দূরে তিস্তা নদীতে 80 বছর বয়সি পৌডেলের দেহ ভাসতে দেখা যায় ।

উদ্ধার প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেহ (ইটিভি ভারত)

গত 6 জুলাই থেকে নিখোঁজ ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিকিম বিধানসভার ডেপুটি স্পিকার । পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের লালমণিরহাটের মহিষখোঁচা তিস্তার চরে উদ্ধার হয় প্রাক্তন মন্ত্রীর দেহ । হাতের ঘড়ি দেখে তাঁকে শনাক্ত করে পরিবারের লোক । ময়নাতদন্তের পর রাতেই বিএসএফের হাতে দেহ তুলে দিয়েছে বিজিবি ।

পূর্ব সিকিমের ছোট সিংথাম এলাকার বাসিন্দা ছিলেন অত্রিরাম চন্দ্র পৌডেল । 1975 থেকে 1979 পর্যন্ত সিকিমের শিক্ষামন্ত্রী ছিলেন । এরপর ভূমি ও ভূমি রাজস্ব, পর্যটন, বনমন্ত্রী হিসেবে দ্য রাইজিং সান দলের নির্বাচিত প্রতিনিধি ছিলেন । সিকিমের পাকয়ং থানায় গত 6 জুলাই তাঁর পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরি করা হয় । এরপর থেকে তিস্তা নদীর বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজা হলেও পাওয়া যায়নি ।

Former Sikkim Minister RC Poudyal
সিকিমের প্রাক্তন মন্ত্রী অত্রিরাম চন্দ্র পৌডেল (ইটিভি ভারত)

গত সপ্তাহে তিস্তার জল বেড়ে যাওয়ায় মৃতদেহ বাংলাদেশে চলে যাওয়ার আশঙ্কাও করেছিলেন তদন্তকারীরা । ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড অব বাংলাদেশকে বিষয়টি জানানো হয়েছিল । গতকাল বাংলাদেশের লালমণির হাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা তিস্তা নদীর চরে দেহ ভেসে ওঠে । সেখানকার বাসিন্দারাই পুলিশকে খবর দেন । বাংলাদেশের পুলিশ কোচবিহারের মেখলিগঞ্জ পুলিশকে বিষয়টি জানায় । মৃতদেহ শনাক্তকরণের জন্য ভারত সরকার ও সিকিম প্রশাসনকে খবর পাঠানো হয় ।

মৃতের জামাই বলেন, ‘‘গত 6 তারিখ তিনি বাংলা সিকিম বর্ডার রংপোতে আসেন । এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন । আমরা সব জায়গায় খোঁজ চালাই । গতকাল মেখলিগঞ্জ পুলিশ আমাদের জানায়, বাংলাদেশে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে । আমরা ঘড়ি দেখে শ্বশুরের মৃতদেহ শনাক্ত করি ।’’

এদিকে বাংলাদেশ পুলিশ আধিকারিক মাহমুদ বলেন, ‘‘গত পরশু লালমণির হাট জেলার মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে মৃতদেহ উদ্ধার হয় । এরপর আমরা খোঁজাখুঁজি শুরু করি । ভারতকে জানানো হয় ৷ এরপর জানা যায়, সিকিমের এক ব্যক্তির মৃতদেহ এটি । ময়নাতদন্তের পরে আমরা মৃতদেহ তুলে দিয়েছি ।’’

মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, ‘‘বাংলাদেশে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে খবর পেয়েই আমরা শনাক্তকরণের কাজ শুরু করি। আগে থেকে সিকিমের প্রাক্তন মন্ত্রীর নিখোঁজের খবর ছিল । আমরা তাঁর পরিবারকে ডেকে মৃতদেহ শনাক্তকরণ করে বাংলাদেশে ময়নাতদন্তের পর রাতে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।’’

Last Updated : Jul 17, 2024, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.