ঝাড়গ্রাম, 23 মে: লোকসভা নির্বাচনের শেষদিনের প্রচারে বৃহস্পতিবার ঝাড়গ্রামে নাচে গানে মাতল তৃণমূল ৷ 'নাকফুলটা হারায় গেল কলাবনির বনে', জঙ্গলমহলের লোকপ্রিয় এই ঝুমুর গান বেজে উঠতেই তৃণমূলের মিছিলে নৃত্যে মেতে উঠলেন মহিলারা । তাঁদের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, 500 থেকে হাজার টাকা করে দিয়েছেন । ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিচ্ছেন তাই আমরা আনন্দে নাচ করছি ।"
অপরদিকে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন বীরবাহা সরেন টুডুর দাবি, "মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন ৷ তাঁরা এখন স্বাধীন । তাই তাঁদের ইচ্ছেমত জিনিসপত্র কিনতে পারছেন । কলাবনির বনে হারিয়ে যাওয়া নাকফুলটা দিদি তাঁদের ফিরিয়ে দিয়েছে । সেই আনন্দে তাঁরা আনন্দিত হয়ে নিজের মতো আনন্দ করছে ।"
কেবলমাত্র মহিলারা নয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতোকেও দু'হাত তুলে নাচতে দেখা গিয়েছে এদিন ৷ তাঁর দাবি,"এই এলাকার মানুষজন পঞ্চায়েত নির্বাচনে আমাদের ভুল বুঝে দূরে সরে গিয়েছে । আজ এখানেই মিছিল হচ্ছে এই মিছিলে যারা পঞ্চায়েত নির্বাচনে দূরে দূরে সরে গিয়েছিল তারাই স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করেছে । দিদির উন্নয়নের জোয়ার বইছে জঙ্গলমহলে । আমাদের দলের প্রার্থী কালীপদ সরেন বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করতে চলেছে । আমি এই আনন্দে নিজেকে আর আটকে রাখতে পারলাম না ।"
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবীন টুডুু, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন বীরবাহা সরেন টুডু, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো, ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন মাহাতো, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা-সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা ।
আরও পড়ুন :