ETV Bharat / state

'রাজনীতি ছেড়ে ব্যবসা সামলান', পাহাড়ে দলীয় কর্মীদের উপর ক্ষুব্ধ ফিরহাদ - Firhad Hakim - FIRHAD HAKIM

Firhad Hakim in North Bengal: পাহাড়ে সংগঠনকে শক্তিশালী করতে দাওয়াই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ৷ ব্যবসার সঙ্গে যুক্ত দলের কর্মীদের রাজনীতি ছেড়ে দেওয়ার পরামর্শও দিলেন তিনি ৷ সেইসঙ্গে তিনি সাফ জানালেন, রাজনীতি করতে হলে সম্পূর্ণ সময় দিতে হবে ৷

Firhad Hakim in North Bengal
পাহাড়ে সংগঠনকে শক্তিশালী করতে বৈঠক ফিরহাদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 8:36 AM IST

Updated : Jun 12, 2024, 9:35 AM IST

দার্জিলিং, 12 জুন: সংগঠনকে শক্তিশালী করতে 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাওয়াইকেই এবার কাজে লাগালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । ব্যবসা, ঠিকাদারি, প্রোমোটিং-এর সঙ্গে যুক্ত দলের কর্মীদের রাজনীতি ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি ৷ রাজনীতি করতে হলে সম্পূর্ণ সময় দলের জন্য দিতে হবে বলে সাফ জানিয়ে দিলেন তিনি ।

ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

মঙ্গলবার রাতে দার্জিলিং জেলার দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম । বৈঠকে ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ দলের মহিলা, ছাত্র, যুব নেতৃত্ব এবং কাউন্সিলাররা । লোকসভা নির্বাচনে দার্জিলিং জেলায় দলের ভরাডুবি হওয়ার কারণ নিয়ে আলোচনা করেন রাজ্যের নগরোন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী ।

এবারের লোকসভা নির্বাচনে পাহাড়ে বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান কমলেও সমতলের তিনটি ব্লকে উলটে ব্যবধান বেড়েছে বিজেপির । অথচ, শিলিগুড়ি পৌরনিগম ও মহকুমা পরিষদ শাসকদলের দখলে রয়েছে । কিন্তু তা সত্ত্বেও কেন এই ফলাফল, তা নিয়ে পর্যালোচনা করেন ফিরহাদ হাকিম । এই আলোচনার পর কলকাতায় দলীয় নেতৃত্বকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তিনি । দলীয় সূত্রে খবর, জেলার নেতৃত্বদের বুথ স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী । সেইসঙ্গে নিজেদের নিজেদের এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন জেলা নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের ৷

জানা গিয়েছে, দলের যে সমস্ত নেতা-কর্মীরা রাজনীতির নাম করে প্রোমোটিং, ঠিকাদারি করছেন তাঁদের দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী । যদি রাজনীতি করতে হয় তবে ফুলটাইম রাজনীতি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি । ফিরহাদ বলেন, "আমি অভিষেকের মন্তব্যকে সমর্থন করি । যারা প্রোমোটিং, কন্ট্রাক্টরি করছেন তারা ব্যবসা সামলাক । রাজনীতি করতে হলে ফুলটাইম দিতে হবে । মুখ্যমন্ত্রী বাংলার আবেগ । সেই আবেগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে ।"

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসে বুথ, ব্লক থেকে শুরু করে জেলা নেতৃত্ব, জনপ্রতিনিধিদের মধ্যে এমন অনেক নেতা আছেন যাঁরা প্রোমোটিং, ঠিকাদারির মতো ব্যবসা করে থাকে। দীর্ঘদিনের অভিযোগ, দল ও নিজের দলীয় ক্ষমতাকে ব্যবহার করে তারা সেইসব ব্যবসা চালাচ্ছেন । এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । বিষয়টি নজরে আসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । দলীয় বৈঠক ও সভামঞ্চে সেই বিষয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি । এবার সেই সুর শোনা গেল মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতেও ৷

দার্জিলিং, 12 জুন: সংগঠনকে শক্তিশালী করতে 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাওয়াইকেই এবার কাজে লাগালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । ব্যবসা, ঠিকাদারি, প্রোমোটিং-এর সঙ্গে যুক্ত দলের কর্মীদের রাজনীতি ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন তিনি ৷ রাজনীতি করতে হলে সম্পূর্ণ সময় দলের জন্য দিতে হবে বলে সাফ জানিয়ে দিলেন তিনি ।

ফিরহাদ হাকিম (ইটিভি ভারত)

মঙ্গলবার রাতে দার্জিলিং জেলার দলীয় নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী ফিরহাদ হাকিম । বৈঠকে ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী-সহ দলের মহিলা, ছাত্র, যুব নেতৃত্ব এবং কাউন্সিলাররা । লোকসভা নির্বাচনে দার্জিলিং জেলায় দলের ভরাডুবি হওয়ার কারণ নিয়ে আলোচনা করেন রাজ্যের নগরোন্নয়ন ও পৌরবিষয়ক মন্ত্রী ।

এবারের লোকসভা নির্বাচনে পাহাড়ে বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান কমলেও সমতলের তিনটি ব্লকে উলটে ব্যবধান বেড়েছে বিজেপির । অথচ, শিলিগুড়ি পৌরনিগম ও মহকুমা পরিষদ শাসকদলের দখলে রয়েছে । কিন্তু তা সত্ত্বেও কেন এই ফলাফল, তা নিয়ে পর্যালোচনা করেন ফিরহাদ হাকিম । এই আলোচনার পর কলকাতায় দলীয় নেতৃত্বকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তিনি । দলীয় সূত্রে খবর, জেলার নেতৃত্বদের বুথ স্তরের কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী । সেইসঙ্গে নিজেদের নিজেদের এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন জেলা নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের ৷

জানা গিয়েছে, দলের যে সমস্ত নেতা-কর্মীরা রাজনীতির নাম করে প্রোমোটিং, ঠিকাদারি করছেন তাঁদের দল থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী । যদি রাজনীতি করতে হয় তবে ফুলটাইম রাজনীতি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি । ফিরহাদ বলেন, "আমি অভিষেকের মন্তব্যকে সমর্থন করি । যারা প্রোমোটিং, কন্ট্রাক্টরি করছেন তারা ব্যবসা সামলাক । রাজনীতি করতে হলে ফুলটাইম দিতে হবে । মুখ্যমন্ত্রী বাংলার আবেগ । সেই আবেগকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে ।"

দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসে বুথ, ব্লক থেকে শুরু করে জেলা নেতৃত্ব, জনপ্রতিনিধিদের মধ্যে এমন অনেক নেতা আছেন যাঁরা প্রোমোটিং, ঠিকাদারির মতো ব্যবসা করে থাকে। দীর্ঘদিনের অভিযোগ, দল ও নিজের দলীয় ক্ষমতাকে ব্যবহার করে তারা সেইসব ব্যবসা চালাচ্ছেন । এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে । বিষয়টি নজরে আসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । দলীয় বৈঠক ও সভামঞ্চে সেই বিষয়ে একাধিকবার সরব হয়েছেন তিনি । এবার সেই সুর শোনা গেল মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতেও ৷

Last Updated : Jun 12, 2024, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.