ETV Bharat / state

ঢাকুরিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন, গৃহহীনদের জটলায় বন্ধ ট্রেন চলাচল - Fire in Dhakuria slum - FIRE IN DHAKURIA SLUM

Fire in Dhakuria slum: ঢাকুরিয়ায় গোবিন্দপুর বস্তির রেললাইন পাড়ের ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগল ৷ গৃহহীনরা আতঙ্কে রেললাইনের উপর জটলা করায় বন্ধ করে দেওয়া হয় শিয়ালদহ-বজবজ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 3:09 PM IST

Updated : Mar 27, 2024, 3:33 PM IST

ঢাকুরিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন

কলকাতা, 27 মার্চ: বিধ্বংসী অগ্নিকাণ্ড ঢাকুরিয়ার বস্তিতে ৷ গোবিন্দপুর বস্তির রেললাইন পাড়ের ঝুপড়িতে আজ দুপুরে ভয়াবহ আগুন লাগে ৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্ততপক্ষে 20টি ঝুপড়ি । গৃহহীন বহু অসহায় গরিব মানুষ । আগুন লাগার পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ৷ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ।

রেলের তরফে জানানো হয়েছে, দুপুর একটা নাগাদ ঢাকুরিয়ার রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লাগে । অগ্নিকাণ্ডের পর আতঙ্কে রেললাইনের উপর উঠে আসেন ঝুপড়ির বাসিন্দারা । যার ফলে আপ ও ডাউন লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে । দুপুর দেড়টা নাগাদ দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । দুপুর দুটোর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর । কিন্তু এখনও পর্যন্ত ঝুপড়ির বাসিন্দারা রেললাইনের উপরেই জড়ো হয়ে আছেন । ফলে রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে ।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা যায় । কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি । আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা ৷ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল ৷ স্থানীয় থানায় দমকলের তরফ থেকে এফআইআর করা হবে বলে জানা গিয়েছে ৷ যেহেতু বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তাই সেখানে বেআইনিভাবে কোনও গ্যাস সিলিন্ডার মজুত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

দিনকয়েক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চেতলার বস্তিতেও ৷ সেই ঘটনায় বেআইনি সিলিন্ডার বিস্ফোরণের তত্ত্ব সামনে এসেছিল ৷

আরও পড়ুন:

  1. মোবাইলে শর্টসার্কিট, ঘরে আগুন লেগে ঝলসে মৃত 4 শিশু
  2. রাসয়নিক কারখানায় আগুন, ঝলসে মৃত্যু 5 শ্রমিকের
  3. বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকুরিয়ার বস্তিতে বিধ্বংসী আগুন

কলকাতা, 27 মার্চ: বিধ্বংসী অগ্নিকাণ্ড ঢাকুরিয়ার বস্তিতে ৷ গোবিন্দপুর বস্তির রেললাইন পাড়ের ঝুপড়িতে আজ দুপুরে ভয়াবহ আগুন লাগে ৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্ততপক্ষে 20টি ঝুপড়ি । গৃহহীন বহু অসহায় গরিব মানুষ । আগুন লাগার পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ৷ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ।

রেলের তরফে জানানো হয়েছে, দুপুর একটা নাগাদ ঢাকুরিয়ার রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লাগে । অগ্নিকাণ্ডের পর আতঙ্কে রেললাইনের উপর উঠে আসেন ঝুপড়ির বাসিন্দারা । যার ফলে আপ ও ডাউন লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে । দুপুর দেড়টা নাগাদ দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । দুপুর দুটোর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর । কিন্তু এখনও পর্যন্ত ঝুপড়ির বাসিন্দারা রেললাইনের উপরেই জড়ো হয়ে আছেন । ফলে রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে ।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পর বিস্ফোরণের শব্দও শোনা যায় । কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি । আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা ৷ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল ৷ স্থানীয় থানায় দমকলের তরফ থেকে এফআইআর করা হবে বলে জানা গিয়েছে ৷ যেহেতু বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, তাই সেখানে বেআইনিভাবে কোনও গ্যাস সিলিন্ডার মজুত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

দিনকয়েক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চেতলার বস্তিতেও ৷ সেই ঘটনায় বেআইনি সিলিন্ডার বিস্ফোরণের তত্ত্ব সামনে এসেছিল ৷

আরও পড়ুন:

  1. মোবাইলে শর্টসার্কিট, ঘরে আগুন লেগে ঝলসে মৃত 4 শিশু
  2. রাসয়নিক কারখানায় আগুন, ঝলসে মৃত্যু 5 শ্রমিকের
  3. বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
Last Updated : Mar 27, 2024, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.