কচুবেড়িয়া, 12 জানুয়ারি: মঙ্গলে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান ৷ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন বহু পুণ্যার্থী ৷ রবিবার সন্ধ্যায় কচুবেড়িয়া এলাকায় সুন্দরবন পুলিশ জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আগুন লাগল ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় কচুবেড়িয়া আশ্রম মোড়ের কাছে সুন্দরবন পুলিশ জেলার অস্থায়ী পুলিশ ক্যাম্পে আগুন লাগে। এই ঘটনায় এখনও হতাহতের কোনও খবর মেলেনি কিন্তু বেশ কিছু অস্থায়ী ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের খানিকটা বেগ পেতে হয়েছে ৷ পুলিশকর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনার জন্য হাত লাগান।
তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ দমকলের প্রাথমিক অনুমান, অস্থায়ী ওই পুলিশ ক্যাম্পে গ্যাস সিলিন্ডার ছিল ৷ কোনও কারণে গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন পুলিশকর্মীরা। এমনটাই মত স্থানীয়দের।
উল্লেখ্য, প্রতিবছর গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কচুবেড়িয়া থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম অস্থায়ী ক্যাম্প করা হয়। এই সমস্ত অস্থায়ী ক্যাম্পে মূলত গঙ্গাসাগরে আসার আগে বিভিন্ন ড্রপ গেট গুলির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা থাকেন। এখানেই তাঁরা খাওয়া সারেন, বিশ্রাম নেন।
এবিষয়ে, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের কচুবেড়িয়া আশ্রমরের কাছে যে অস্থায়ী ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে হঠাৎই আগুন লেগে যায়। অত্যন্ত দ্রুতদার সঙ্গে সেই আগুন নিভিয়ে দেন কর্তব্যরত পুলিশকর্মীরা এবং দমকলের আধিকারিকরা। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত শুরু করা হয়েছে।