ঝাড়গ্রাম, 13 ফেব্রুয়ারি: কলাইকুণ্ডা এয়ারবাসের অন্তর্গত বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াসা এলাকায় ভেঙে পড়ল যুদ্ধবিমান। প্যারাসুটের মাধ্যমে নীচে নেমে প্রাণে বাঁচেন বিমানের দুই পাইলট। আজ, মঙ্গলবার দুপুর আনুমানিক 3টে 35 মিনিট নাগাদ দিয়াসা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ঘটনায় স্বভাবতই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় । কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছয় কলাইকুণ্ডা এয়ারবাসের বায়ুসেনার অফিসাররা ৷
মুরকুনিয়া গ্রামের বাসিন্দা সুকল সিং বলেন, "আমরা বাড়িতে ছিলাম। হঠাৎ করে জমির দিক থেকে বিকট একটি আওয়াজ কানে আসে। গ্রামের সবাই বলতে থাকে যুদ্ধবিমান ভেঙে পড়েছে। বাড়ি থেকে ছুটে এসে দেখি জমির মধ্যে একটি বিমান পড়ে রয়েছে। যুদ্ধ বিমানটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যুদ্ধবিমান থেকে কিছুটা দূরে পাইলট পড়ে রয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে করে এখানে কলাইকুণ্ডা এয়ারবাসের বায়ুসেনার অফিসাররা পৌঁছয়।"
জানা গিয়েছে যুদ্ধবিমানটির নাম 'হক'। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত অবশ্য জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা। যদিও ঘটনাপ্রসঙ্গে বায়ুসেনার তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সোমবার দুপুরেও কলাইকুণ্ডা এয়ারবাসের বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন একটি যুদ্ধবিমান টার্গেট মিস করে সাঁকরাইল থানার অন্তর্গত চামটিডাঙ্গা গ্রাম সংলগ্ন ধান জমিতে বোম ফেলে দেয়।
দুর্ঘটনার জেরে ধানজমির পাশ দিয়ে যাওয়া চার লক্ষ ভোল্টেজের হাইটেনশন বিদ্যুতের তার একটি ছিঁড়ে দেয় এবং ধান জমিকে পুকুরে পরিণত করে। মৃলত বায়ুসেনার ফাইটার বিমান কলাইকুণ্ডা এয়ারবাস থেকে উড়ান শুরু করে সাঁকরাইল থানার অন্তর্গত আগাননালীর বোম্বিং এরিয়ায় বোমা নিক্ষেপ করে।
আরও পড়ুন: