ETV Bharat / state

5 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ! পুলিশি জেরায় স্বীকার বাবার - MAN STRANGLES DAUGHTER TO DEATH

বাজারে অনেক ধার দেনা ৷ মেয়েকে হত্যা করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা ছিল বাবার ৷ মেয়ের মৃত্যু হতেই গ্রেফতার বাবা ৷

Father Kills Daughter
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 10:44 PM IST

রায়গঞ্জ, 29 অক্টোবর: পাঁচ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ৷ পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার ধৃত বাবার ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় । জানা গিয়েছে, মৃত শিশুর বাবা পেশায় ব্যবসায়ী ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকালে আচমকাই মেয়ের অচেতন দেহ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে যান অভিযুক্ত ৷ সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । এরপর অভিযুক্ত বাবা শিশুটির মৃতদেহ নিয়ে বেড়িয়ে যেতে গেলে চিকিৎসক ও মেডিক্যালের কর্মীরা বাধা দেন । কর্তব্যরত পুলিশ পরিস্থিতি সামাল দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ ।

5 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন (ইটিভি ভারত)

জিজ্ঞাসাবাদের পরেই কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত ৷ স্বীকার করেন, তিনিই তাঁর মেয়ে শ্বাসরোধ করে খুন করেছেন । পুলিশকে জানান, পরিকল্পনা ছিল, মেয়েকে হত্যার পর আত্মঘাতী হবেন ৷ বাজারে বেশ কিছু জায়গায় দেনা হয়ে গিয়েছিল ৷ কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি মরে গেলে তাঁর মেয়েকে কেউ সঠিকভাবে দেখভাল করবে না । সেই ভয় থেকেই মেয়েকে খুন করেছেন ।

এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রায়গঞ্জ থানায় ইনফরমেশন আসে যে, একটি পাঁচ বছরের শিশুকন্যাকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে । বিভিন্ন সিসিটিভি ফুটেজ-সহ সব কিছু খতিয়ে দেখা হয় । সিসিটিভিতে দেখা যায় ঘটনা ঘটার কিছুক্ষণ আগে মেয়েটিকে নিয়ে তার বাবা অফিস রুমে যায় । আর কিছুক্ষণ পরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় । অন্যান্য সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয় । জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেন ৷ বুধবার অভিযুক্তকে পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হবে ।

রায়গঞ্জ, 29 অক্টোবর: পাঁচ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন ৷ পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার ধৃত বাবার ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় । জানা গিয়েছে, মৃত শিশুর বাবা পেশায় ব্যবসায়ী ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকালে আচমকাই মেয়ের অচেতন দেহ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে যান অভিযুক্ত ৷ সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । এরপর অভিযুক্ত বাবা শিশুটির মৃতদেহ নিয়ে বেড়িয়ে যেতে গেলে চিকিৎসক ও মেডিক্যালের কর্মীরা বাধা দেন । কর্তব্যরত পুলিশ পরিস্থিতি সামাল দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ ।

5 বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন (ইটিভি ভারত)

জিজ্ঞাসাবাদের পরেই কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত ৷ স্বীকার করেন, তিনিই তাঁর মেয়ে শ্বাসরোধ করে খুন করেছেন । পুলিশকে জানান, পরিকল্পনা ছিল, মেয়েকে হত্যার পর আত্মঘাতী হবেন ৷ বাজারে বেশ কিছু জায়গায় দেনা হয়ে গিয়েছিল ৷ কিছুদিন থেকেই ভাবছিলেন তিনি মরে গেলে তাঁর মেয়েকে কেউ সঠিকভাবে দেখভাল করবে না । সেই ভয় থেকেই মেয়েকে খুন করেছেন ।

এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রায়গঞ্জ থানায় ইনফরমেশন আসে যে, একটি পাঁচ বছরের শিশুকন্যাকে মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে । বিভিন্ন সিসিটিভি ফুটেজ-সহ সব কিছু খতিয়ে দেখা হয় । সিসিটিভিতে দেখা যায় ঘটনা ঘটার কিছুক্ষণ আগে মেয়েটিকে নিয়ে তার বাবা অফিস রুমে যায় । আর কিছুক্ষণ পরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায় । অন্যান্য সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয় । জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেন ৷ বুধবার অভিযুক্তকে পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.