ETV Bharat / state

6 মাস ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন বাবার ! থানায় গেলেন মা - MAN RAPES DAUGHTER - MAN RAPES DAUGHTER

Man Rapes Minor Daughter: নাবালিকাকে 6 মাস ধরে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ ৷ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 'গুণধর' বাবা ৷ নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Man Raped Minor Daughter
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 4:13 PM IST

নবদ্বীপ, 1 অক্টোবর: নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ব্যক্তিকে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় ৷

নাবালিকার মায়ের অভিযোগ, 14 বছর বয়সি মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেন তাঁর স্বামী ৷ এমনকি নাবালিকার মুখ বন্ধ রাখার জন্য তাকে ভয়ও দেখান ওই ব্যক্তি ৷ ভয়ে ওই কিশোরী প্রথমে কিছু বলেনি ৷ কিন্তু অবশেষে কয়েকদিন আগে তার উপর হওয়া যৌন নির্যাতনের কথা সে মাকে জানায় । এরপরেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নাবালিকার মা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধেয় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ।

পুলিশ সূত্রে খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে ছ'মাস ধরে নাবালিকার উপর অত্যাচার চালাচ্ছিল অভিযুক্ত বাবা । কিন্তু ভয়ে মুখ খোলেনি ওই নাবালিকা । দিনকয়েক আগে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে সে মাকে সমস্ত ঘটনাটি জানায় । পুলিশ জানিয়েছে, নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয়দের দাবি, পেশায় খোলবাদক অভিযুক্ত ৷ এলাকাবাসীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন তিনি । অভিযুক্ত নিজের স্ত্রী ও মায়ের সঙ্গেও খারাপ আচরণ করতেন ৷ অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি এসে তাঁদের মারধর করতেন ৷ এমনকি বাড়িতে মদের আসরও বসাতেন বলে অভিযোগ ।স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ৷ অভিযুক্তের এহেন জঘন্যতম কাজের জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা ।

অন্যদিকে, অভিযুক্তের বাড়ির ভাড়াটের কথায়, মাঝে মাঝে অভিযুক্তের বাড়িতে ঝগড়া হত ৷ তবে তাঁদের সঙ্গে ভালোই ব্যবহার করতেন অভিযুক্ত ৷ প্রকৃত ঘটনা কী মেডিক্যাল রিপোর্ট দেখে এবং নাবালিকার সঙ্গে আলাদাভাবে কথা বলে জানার চেষ্টা করছে নবদ্বীপ থানার পুলিশ ।

নবদ্বীপ, 1 অক্টোবর: নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ব্যক্তিকে ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানা এলাকায় ৷

নাবালিকার মায়ের অভিযোগ, 14 বছর বয়সি মেয়েকে একাধিকবার যৌন নির্যাতন করেন তাঁর স্বামী ৷ এমনকি নাবালিকার মুখ বন্ধ রাখার জন্য তাকে ভয়ও দেখান ওই ব্যক্তি ৷ ভয়ে ওই কিশোরী প্রথমে কিছু বলেনি ৷ কিন্তু অবশেষে কয়েকদিন আগে তার উপর হওয়া যৌন নির্যাতনের কথা সে মাকে জানায় । এরপরেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নাবালিকার মা ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধেয় গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে ।

পুলিশ সূত্রে খবর, তদন্তে পুলিশ জানতে পেরেছে ছ'মাস ধরে নাবালিকার উপর অত্যাচার চালাচ্ছিল অভিযুক্ত বাবা । কিন্তু ভয়ে মুখ খোলেনি ওই নাবালিকা । দিনকয়েক আগে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে সে মাকে সমস্ত ঘটনাটি জানায় । পুলিশ জানিয়েছে, নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।

স্থানীয়দের দাবি, পেশায় খোলবাদক অভিযুক্ত ৷ এলাকাবাসীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন তিনি । অভিযুক্ত নিজের স্ত্রী ও মায়ের সঙ্গেও খারাপ আচরণ করতেন ৷ অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি এসে তাঁদের মারধর করতেন ৷ এমনকি বাড়িতে মদের আসরও বসাতেন বলে অভিযোগ ।স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কে রয়েছেন ৷ অভিযুক্তের এহেন জঘন্যতম কাজের জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা ।

অন্যদিকে, অভিযুক্তের বাড়ির ভাড়াটের কথায়, মাঝে মাঝে অভিযুক্তের বাড়িতে ঝগড়া হত ৷ তবে তাঁদের সঙ্গে ভালোই ব্যবহার করতেন অভিযুক্ত ৷ প্রকৃত ঘটনা কী মেডিক্যাল রিপোর্ট দেখে এবং নাবালিকার সঙ্গে আলাদাভাবে কথা বলে জানার চেষ্টা করছে নবদ্বীপ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.