কলকাতা, 16 সেপ্টেম্বর: দেশের একমাত্র মেয়র হিসেবে মস্কোয় আসন্ন ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন কলকাতার মেয়র । তবে কেন্দ্রের ছাড়পত্র না-মেলায় এই সম্মেলনে উপস্থিত থাকা হচ্ছে না ফিরহাদ হাকিমের ৷ ব্রিকস সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকলেও, বিদেশ মন্ত্রকের অনুমতি না-পাওয়ায় যেতে পারবেন না কলকাতার মহানাগরিক ৷ 17 থেকে 21 সেপ্টেম্বর রাশিয়ার রাজধানী মস্কোতে হচ্ছে ব্রিকস সম্মেলন ৷
সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের তরফে অনুমোদন বাতিলের কারণ হিসেবে জানানো হয়েছে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করেই এই সফরের অনুমোদন দেওয়া হয়নি। তার এই সফর কেন বাতিল করা হল এক্কেবারে শেষ মুহূর্তে, সেই নিয়েই গুঞ্জন তৈরি হয়েছে কলকাতা কর্পোরেশনে। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্র অনুমতি দেয়নি রাশিয়া সফর করার। তাই ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ রক্ষা করা যাবে না। তবে কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাতিল হল সেটা কেন্দ্রের তরফে খোলসা করা হয়নি।
দেশের একমাত্র কলকাতার মেয়র সম্মানজনকভাবেই এবার রাশিয়ার রাজধানী মস্কোয় ব্রিকস সম্মেলনে হাজির হওয়ার আমন্ত্রণ পান। এই সম্মেলনে থাকবে ভারত ও রাশিয়া ছাড়াও, ব্রাজিল, চিন-সহ বেশ কয়েকটি দেশ। সেখানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে সেই সফরেই ফিরহাদ হাকিমকে না-করেছে বিদেশ মন্ত্রক। যদিও স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র পেয়েছিলেন।
এই সম্মেলনের আমন্ত্রণ পেয়ে নিয়ম মেনেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরে আবেদন করে ছাড়পত্র নেন হাকিম। পরে কেন্দ্রের কাছে সেই অনুমতি-সহ আবেদন করে। কেন্দ্রের স্বরাষ্ট্র ও বিদেশে দুই মন্ত্রকেই আবেদন করতে হয়। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি মঞ্জুর করলেও জয়শঙ্করের বিদেশ মন্ত্রকের অনুমতি মেলনি ৷
এই ঘটনায় রাজনৈতিক মহলে বিশেষ করে শাসক শিবিরে ক্ষোভ ছড়িয়েছে। অনেকের কথায়, সত্যি এমন সম্মানজনক মঞ্চে যেতে না-দিয়ে কেন্দ্রের বিজেপি রাজনীতিই করেছে। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল করেছিল মোদি সরকার। তবে পাল্টা বিজেপির তরফে বলা হয়েছে, নেদারল্যান্ডসে পুরস্কার নিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বেশ কিছুদিন আগে ফ্রান্স সফরেও গিয়েছিলেন। কেন্দ্রে তার নিজস্ব নিয়ম মেনে নির্দিষ্ট কোনও কারণে বাতিল করেছে। এই নিয়ে অযথা জল ঘোলা ঠিক নয়।