ETV Bharat / state

'সন্দীপ তুই বদলে গেলি? কী করে তোকে বন্ধু বলি!' প্রতিবাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সহপাঠীদের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Sandip Ghosh Classmates Marched Against RG Kar Incident: আরজি কর কাণ্ডে সিবিআই ব়্যাডারে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এই আবহে এবার সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামলেন তাঁর বনগাঁ হাইস্কুলের সহপাঠীরা ৷ প্লাকার্ড হাতে প্রশ্ন তুললেন, 'সন্দীপ তুই বদলে গেলি? কি করে তোকে বন্ধু বলি' ৷

Sandip Ghosh Classmates Protest
সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রতিবাদ তাঁর স্কুলের সহপাঠীদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 9:37 AM IST

বনগাঁ, 26 অগস্ট: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য তথা দেশ ৷ 9 অগস্টের নৃশংস সেই ঘটনার তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ৷ তিলোত্তমার যোগ্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন শতাধিক সাধারণ মানুষ ৷ ঘটনায় বারবার উঠে এসেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন আম জনতা ৷ এবার তাঁকে নিয়ে 'ছিঃ, ছিঃ' করছেন তাঁর সহপাঠীরা । চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের সুবিচার চেয়ে এবার পথে নেমেছেন সন্দীপের স্কুলের প্রাক্তনীরা ।

প্লাকার্ড হাতে প্রতিবাদে সন্দীপ ঘোষের বন্ধুরা (ইটিভি ভারত)

রবিবার রাতে উত্তর 24 পরগনার সীমান্ত শহরে প্রতিবাদ মিছিল করেন বনগাঁ হাইস্কুল-সহ শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরা। প্লাকার্ড হাতে 'বন্ধু' সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁর সহপাঠীরা। প্লাকার্ডে লেখা, "সন্দীপ তুই বদলে গেলি? কী করে তোকে 'বন্ধু' বলি !" বনগাঁ হাইস্কুলের প্রাক্তন কৃতি ছাত্র আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । 1989 সালে 79.7 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তিনি । হয়েছেন ডাক্তার ৷ আরজি কর কাণ্ডে নাম জরিয়েছে তাঁর । উঠছে আর্থিক দুর্নীতির অভিযোগও । সিবিআই একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ।

এদিন, বনগাঁ হাইস্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলের প্রথম সারিতে দেখা গিয়েছে সন্দীপের অনেক সহপাঠীকে । তাঁদের কেউ ডাক্তার, কেউ বা স্কুল শিক্ষক । তাঁদের হাতে প্লাকার্ডে লেখা ছিল, "ছিঃ সন্দীপ ছিঃ, লোকে তোকে বলছে কী ৷" সন্দীপের সহপাঠী অরিন্দম ঘোষ বলেন, "সন্দীপকে আমরা যেভাবে চিনি আর সন্দীপকে আমরা যেভাবে আজকে দেখছি এবং যা শুনছি তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে । আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি, এমন কোনও দিন আসবে, আমাদেরকে এই ধরনের প্লাকার্ড ধরতে হবে।" তিনি আরও বলেন, "সন্দীপ সুনামের সঙ্গে তাঁর সমস্ত ছাত্রজীবন অতিবাহিত করেছেন । কিন্তু, এই সনাতনী শিক্ষা যে একটা মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না, তার সমস্ত রকম উদাহরণ আজকের সন্দীপ ।"

মিছিলে ছিলেন সন্দীপের আরও এক সহপাঠী পবিত্র জ্যোতি মণ্ডল । তিনি পেশায় শিক্ষক । তাঁর কথায়, "আরজি করে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত জঘন্য এবং নৃশংস । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই । এই ঘটনার সঙ্গে আমাদের সহপাঠী সন্দীপের নাম জড়িয়ে আছে । এই কারণে আমরা সহপাঠী হিসাবে লজ্জিত ৷ ওঁকে বন্ধু বলতে লজ্জা বোধ করছে ।"

তবে শুধু বনগাঁ হাইস্কুল নয় ৷ রবিবার নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরা ৷ মিছিল বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে শুরু হয়ে সম্পূর্ণ শহরটি পরিক্রম করে ৷ সকলের মুখে একটাই স্লোগান "উই ওয়ান্ট জাস্টিস ।" তাঁরা চাইছেন, আরজি করের ঘটনার দ্রুত বিচার হোক । যাঁরা প্রকৃত দোষী, তাদের গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ৷

বনগাঁ, 26 অগস্ট: আরজি কর কাণ্ডে তোলপাড় রাজ্য তথা দেশ ৷ 9 অগস্টের নৃশংস সেই ঘটনার তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ৷ তিলোত্তমার যোগ্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন শতাধিক সাধারণ মানুষ ৷ ঘটনায় বারবার উঠে এসেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন আম জনতা ৷ এবার তাঁকে নিয়ে 'ছিঃ, ছিঃ' করছেন তাঁর সহপাঠীরা । চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের সুবিচার চেয়ে এবার পথে নেমেছেন সন্দীপের স্কুলের প্রাক্তনীরা ।

প্লাকার্ড হাতে প্রতিবাদে সন্দীপ ঘোষের বন্ধুরা (ইটিভি ভারত)

রবিবার রাতে উত্তর 24 পরগনার সীমান্ত শহরে প্রতিবাদ মিছিল করেন বনগাঁ হাইস্কুল-সহ শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরা। প্লাকার্ড হাতে 'বন্ধু' সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁর সহপাঠীরা। প্লাকার্ডে লেখা, "সন্দীপ তুই বদলে গেলি? কী করে তোকে 'বন্ধু' বলি !" বনগাঁ হাইস্কুলের প্রাক্তন কৃতি ছাত্র আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । 1989 সালে 79.7 শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তিনি । হয়েছেন ডাক্তার ৷ আরজি কর কাণ্ডে নাম জরিয়েছে তাঁর । উঠছে আর্থিক দুর্নীতির অভিযোগও । সিবিআই একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ।

এদিন, বনগাঁ হাইস্কুলের প্রাক্তনীদের প্রতিবাদ মিছিলের প্রথম সারিতে দেখা গিয়েছে সন্দীপের অনেক সহপাঠীকে । তাঁদের কেউ ডাক্তার, কেউ বা স্কুল শিক্ষক । তাঁদের হাতে প্লাকার্ডে লেখা ছিল, "ছিঃ সন্দীপ ছিঃ, লোকে তোকে বলছে কী ৷" সন্দীপের সহপাঠী অরিন্দম ঘোষ বলেন, "সন্দীপকে আমরা যেভাবে চিনি আর সন্দীপকে আমরা যেভাবে আজকে দেখছি এবং যা শুনছি তার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে । আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি, এমন কোনও দিন আসবে, আমাদেরকে এই ধরনের প্লাকার্ড ধরতে হবে।" তিনি আরও বলেন, "সন্দীপ সুনামের সঙ্গে তাঁর সমস্ত ছাত্রজীবন অতিবাহিত করেছেন । কিন্তু, এই সনাতনী শিক্ষা যে একটা মানুষকে প্রকৃত মানুষ করতে পারে না, তার সমস্ত রকম উদাহরণ আজকের সন্দীপ ।"

মিছিলে ছিলেন সন্দীপের আরও এক সহপাঠী পবিত্র জ্যোতি মণ্ডল । তিনি পেশায় শিক্ষক । তাঁর কথায়, "আরজি করে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত জঘন্য এবং নৃশংস । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই । এই ঘটনার সঙ্গে আমাদের সহপাঠী সন্দীপের নাম জড়িয়ে আছে । এই কারণে আমরা সহপাঠী হিসাবে লজ্জিত ৷ ওঁকে বন্ধু বলতে লজ্জা বোধ করছে ।"

তবে শুধু বনগাঁ হাইস্কুল নয় ৷ রবিবার নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন শহরের একাধিক স্কুলের প্রাক্তনীরা ৷ মিছিল বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে শুরু হয়ে সম্পূর্ণ শহরটি পরিক্রম করে ৷ সকলের মুখে একটাই স্লোগান "উই ওয়ান্ট জাস্টিস ।" তাঁরা চাইছেন, আরজি করের ঘটনার দ্রুত বিচার হোক । যাঁরা প্রকৃত দোষী, তাদের গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.