ETV Bharat / state

অতি-উৎসাহীরা ক্যামেরা তাক করতেই রেগে আগুন গজরাজ, দেখুন রোমহর্ষক ভিডিয়ো - Elephant Attack - ELEPHANT ATTACK

শনিবার কলাবাড়ির জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসে পূর্ণবয়স্ক হাতি ৷ এশিয়ান হাইওয়ে পার করার সময় লোকজন দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে সে ৷

ELEPHANT ATTACK
ক্ষিপ্ত গজরাজ ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 5:24 PM IST

শিলিগুড়ি, 6 অক্টোবর: সে নিজের মতো করে রাস্তা পার হচ্ছিল ৷ হঠাৎই উঠল ক্ষেপে ৷ আর সোজা ধেয়ে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী গাড়ির দিকে ৷ কাছে পৌঁছাতেই ভেঙে দিল গাড়ির উইন্ডশিল্ড ৷ কথা হচ্ছে পূর্ণবয়স্ক এক হাতির ৷ শনিবার শিলিগুড়ির বাগডোগরার অটল চা-বাগান এলাকায় এশিয়ান হাইওয়ের উপর ঘটেছে ঘটনাটি ৷

জানা গিয়েছে, বাগডোগরার কলাবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল হাতিটি ৷ বন দফতরের কর্মীরা তার উপর নজর রাখছিলেন ৷ তাকে তাড়া করে টুকুরিয়াঝাড় জঙ্গলে পাঠানো হচ্ছিল ৷ বনকর্মীরা তাতে সফলও হয়েছেন ৷ তবে, তার আগে ক্ষিপ্ত গজরাজ একটি গাড়ির ক্ষতি করে দিয়েছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

এশিয়ান হাইওয়েতে গাড়ির কাঁচ ভাঙল হাতি ৷ (ইটিভি ভারত)

সেখানে দেখা যাচ্ছে, হাতিটি এশিয়ান হাইওয়ে পার করছে ৷ কিন্তু, হঠাৎই সে বাঁ-দিকে ঘুরে যায় ও দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী গাড়ির দিকে তেড়ে আসে ৷ আর সোজা তার দাঁত দিয়ে গাড়ির উইন্ডশিল্ডে ভেঙে দেয় ৷ ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতর থেকেই পুরো ভিডিয়োটি করেছেন এক সওয়ারি ৷

ঠিক কী ঘটেছিল ? এ নিয়ে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, পূর্ণবয়স্ক হাতিটিকে এশিয়ান হাইওয়ে পার করে টুকুরিয়াঝাড় জঙ্গলে পাঠানোর হচ্ছিল ৷ বন দফতরের কর্মীরা তার উপর নজর রাখছিলেন ৷ হাতি রাস্তা পার করার আগেই দু’দিক থেকে আসা গাড়িগুলিকে থামিয়ে দেওয়া হয় ৷ কিন্তু, একটি গাড়ির চালক অতি-উৎসাহে হাতি পারাপারের রাস্তার কাছে চলে যান ৷ সেখানে স্থানীয় লোকজনও ভিড় করেছিলেন ৷ রাস্তা পার করার সময় লোকজনের চিৎকারে ক্ষিপ্ত হয়ে যায় হাতিটি ৷ আর তেড়ে গিয়ে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেয় সে ৷

তৎক্ষণাৎ সাইরেন বাজিয়ে হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয় বনকর্মীরা ৷ ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ সোনম ভুটিয়া বলেন, "একটি হাতি রাস্তা পার করার সময় একটি গাড়ির উপর হামলা চালায় ৷ তবে, কোনও বড় ক্ষতি হয়নি ৷ হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷"

শিলিগুড়ি, 6 অক্টোবর: সে নিজের মতো করে রাস্তা পার হচ্ছিল ৷ হঠাৎই উঠল ক্ষেপে ৷ আর সোজা ধেয়ে গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী গাড়ির দিকে ৷ কাছে পৌঁছাতেই ভেঙে দিল গাড়ির উইন্ডশিল্ড ৷ কথা হচ্ছে পূর্ণবয়স্ক এক হাতির ৷ শনিবার শিলিগুড়ির বাগডোগরার অটল চা-বাগান এলাকায় এশিয়ান হাইওয়ের উপর ঘটেছে ঘটনাটি ৷

জানা গিয়েছে, বাগডোগরার কলাবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল হাতিটি ৷ বন দফতরের কর্মীরা তার উপর নজর রাখছিলেন ৷ তাকে তাড়া করে টুকুরিয়াঝাড় জঙ্গলে পাঠানো হচ্ছিল ৷ বনকর্মীরা তাতে সফলও হয়েছেন ৷ তবে, তার আগে ক্ষিপ্ত গজরাজ একটি গাড়ির ক্ষতি করে দিয়েছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷

এশিয়ান হাইওয়েতে গাড়ির কাঁচ ভাঙল হাতি ৷ (ইটিভি ভারত)

সেখানে দেখা যাচ্ছে, হাতিটি এশিয়ান হাইওয়ে পার করছে ৷ কিন্তু, হঠাৎই সে বাঁ-দিকে ঘুরে যায় ও দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী গাড়ির দিকে তেড়ে আসে ৷ আর সোজা তার দাঁত দিয়ে গাড়ির উইন্ডশিল্ডে ভেঙে দেয় ৷ ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতর থেকেই পুরো ভিডিয়োটি করেছেন এক সওয়ারি ৷

ঠিক কী ঘটেছিল ? এ নিয়ে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, পূর্ণবয়স্ক হাতিটিকে এশিয়ান হাইওয়ে পার করে টুকুরিয়াঝাড় জঙ্গলে পাঠানোর হচ্ছিল ৷ বন দফতরের কর্মীরা তার উপর নজর রাখছিলেন ৷ হাতি রাস্তা পার করার আগেই দু’দিক থেকে আসা গাড়িগুলিকে থামিয়ে দেওয়া হয় ৷ কিন্তু, একটি গাড়ির চালক অতি-উৎসাহে হাতি পারাপারের রাস্তার কাছে চলে যান ৷ সেখানে স্থানীয় লোকজনও ভিড় করেছিলেন ৷ রাস্তা পার করার সময় লোকজনের চিৎকারে ক্ষিপ্ত হয়ে যায় হাতিটি ৷ আর তেড়ে গিয়ে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেয় সে ৷

তৎক্ষণাৎ সাইরেন বাজিয়ে হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয় বনকর্মীরা ৷ ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি ৷ সোনম ভুটিয়া বলেন, "একটি হাতি রাস্তা পার করার সময় একটি গাড়ির উপর হামলা চালায় ৷ তবে, কোনও বড় ক্ষতি হয়নি ৷ হাতিটিকে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.