ETV Bharat / state

মালদায় বিজেপি নেতার গাড়িতে লক্ষ লক্ষ টাকা! বাজেয়াপ্ত করল কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lakhs seized from BJP Leader's Car: বিজেপির চাঁচল বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইনচার্জের গাড়ি থেকে নগদ প্রায় 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের সার্ভেলেন্স টিম ৷

ETV Bharat
বিজেপি নেতার গাড়ি থেকে বাজেয়াপ্ত 8 লক্ষ টাকা
author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 7:30 AM IST

মালদা, 2 মে: বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন ৷ বুধবার রাতে চাঁচলের পাহাড়পুর বাইপাস এলাকা থেকে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূলের তরফে এই ঘটনাটি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করো হয়েছে ৷

এই মুহূর্তে জেলাজুড়ে তৎপর রয়েছে কমিশনের সার্ভিল্যান্স টিম ৷ দু’দিন আগে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে আরেক বিজেপি নেতা শান্তনু ঘোষের গাড়ি থেকে 1 লক্ষ 95 হাজার টাকা বাজেয়াপ্ত করে কমিশন ৷ গতকাল রাতে চাঁচলের পাহাড়পুর বাইপাসের সামসী এলাকায় বিজেপির প্রতীক লাগানো একটি চারচাকার সাদা গাড়ি আটক করে কমিশনের সার্ভিল্যান্স টিমের ফ্লাইং স্কোয়াড ৷ গাড়িটিতে বিজেপির ঝান্ডা, ফেস্টুন-সহ বিভিন্ন নথিপত্র ছিল ৷ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নমুনা ব্যালটও গাড়িতে ছিল ৷ সেই গাড়িরই পিছনের সিটে রাখা ছিল 7 লক্ষ 86 হাজার টাকা ৷ ওই টাকার উৎস সংক্রান্ত সঠিক নথিপত্র দেখাতে পারেননি বিজেপি নেতা ৷ ফলে কমিশন ওই টাকা বাজেয়াপ্ত করে ৷

জানা গিয়েছে, গাড়িটি এলাকার ব্যবসায়ী তথা বিজেপির চাঁচল বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইনচার্জ তিলক রামের ৷ এ বিষয়ে তিনি বলেন, "নির্বাচনে বুথ খরচের জন্য আমরা কিছু টাকা নিয়ে আসছিলাম ৷ দলের জেলা পার্টি অফিস থেকেই এই টাকা দেওয়া হয়েছিল ৷ গাড়িতে প্রায় আট লক্ষ টাকা ছিল ৷ টাকা নিয়ে আসা বিষয়ে নির্বাচন কমিশনের সঠিক নির্দেশিকা আমার জানা ছিল না ৷ কমিশন সম্পূর্ণ টাকা বাজেয়াপ্ত করেছে ৷ আদালতের মাধ্যমে আমি টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করব ৷" বিষয়টি নিয়ে তৃণমূলের চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি শেখ আফসার আলি বলেন, "এটাই বিজেপির কালচার ৷ ওরা আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল ৷ সেই টাকাই এখন বিলি করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে 9 কেজি বোমা তৈরির মশলা-সহ গ্রেফতার চার, প্রশ্নের মুখে নিরাপত্তা
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের

মালদা, 2 মে: বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় আট লক্ষ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন ৷ বুধবার রাতে চাঁচলের পাহাড়পুর বাইপাস এলাকা থেকে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূলের তরফে এই ঘটনাটি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করো হয়েছে ৷

এই মুহূর্তে জেলাজুড়ে তৎপর রয়েছে কমিশনের সার্ভিল্যান্স টিম ৷ দু’দিন আগে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে আরেক বিজেপি নেতা শান্তনু ঘোষের গাড়ি থেকে 1 লক্ষ 95 হাজার টাকা বাজেয়াপ্ত করে কমিশন ৷ গতকাল রাতে চাঁচলের পাহাড়পুর বাইপাসের সামসী এলাকায় বিজেপির প্রতীক লাগানো একটি চারচাকার সাদা গাড়ি আটক করে কমিশনের সার্ভিল্যান্স টিমের ফ্লাইং স্কোয়াড ৷ গাড়িটিতে বিজেপির ঝান্ডা, ফেস্টুন-সহ বিভিন্ন নথিপত্র ছিল ৷ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নমুনা ব্যালটও গাড়িতে ছিল ৷ সেই গাড়িরই পিছনের সিটে রাখা ছিল 7 লক্ষ 86 হাজার টাকা ৷ ওই টাকার উৎস সংক্রান্ত সঠিক নথিপত্র দেখাতে পারেননি বিজেপি নেতা ৷ ফলে কমিশন ওই টাকা বাজেয়াপ্ত করে ৷

জানা গিয়েছে, গাড়িটি এলাকার ব্যবসায়ী তথা বিজেপির চাঁচল বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ইনচার্জ তিলক রামের ৷ এ বিষয়ে তিনি বলেন, "নির্বাচনে বুথ খরচের জন্য আমরা কিছু টাকা নিয়ে আসছিলাম ৷ দলের জেলা পার্টি অফিস থেকেই এই টাকা দেওয়া হয়েছিল ৷ গাড়িতে প্রায় আট লক্ষ টাকা ছিল ৷ টাকা নিয়ে আসা বিষয়ে নির্বাচন কমিশনের সঠিক নির্দেশিকা আমার জানা ছিল না ৷ কমিশন সম্পূর্ণ টাকা বাজেয়াপ্ত করেছে ৷ আদালতের মাধ্যমে আমি টাকা ফেরত পাওয়ার ব্যবস্থা করব ৷" বিষয়টি নিয়ে তৃণমূলের চাঁচল 1 নম্বর ব্লক সভাপতি শেখ আফসার আলি বলেন, "এটাই বিজেপির কালচার ৷ ওরা আমাদের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছিল ৷ সেই টাকাই এখন বিলি করা হচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. ভোটের মুখে 9 কেজি বোমা তৈরির মশলা-সহ গ্রেফতার চার, প্রশ্নের মুখে নিরাপত্তা
  2. 'ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব', হুঁশিয়ারি দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.