বাগদা, 10 জুলাই: বাগদা বিধানসভা উপনির্বাচনেও উত্তাপের আঁচ ৷ বিজেপি প্রার্থীকে হেনস্থা করার অভিযোগে অ্য়াকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে ৷ রায়গঞ্জ, রানাঘাটের পর এবার বাগদা থেকেও অশান্তির খবর এসেছে ৷ বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার ডিহিলদহ 82 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে হেনস্থা করেছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে, তৃণমূলের কর্মীরা এলাকায় বুথ জ্যাম করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। আর সেই অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী ঘটনাস্থলে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। আর ডিহিলদহের সেই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
অন্যদিকে, এদিন সকাল থেকেই বাগদায় বুথ জ্যামের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী ৷ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে বাগদা বিধানসভায়। আর ভোট শুরু হতেই বুথ জ্যামের পাশাপাশি একাধিক অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। তাঁর দাবি, কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 193 নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, তাদের কাছে খবর আছে বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে এলাকায়। আর তারাই বুথ জ্য়াম করছে ৷ যেখানে নিষ্ক্রিয় পুলিশ ৷ সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ৷ যদিও বিজেপি প্রার্থীর দাবি, তাঁরা সর্বশক্তি দিয়ে লড়াই করবেন।
অন্যদিকে, এদিন বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর সময় তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি প্রার্থীকে মারধরেরও অভিযোগ উঠেছে ৷ ভেঙে দেওয়া হয়েছে তাঁর গাড়ির কাচও ৷ কোনও মতে এদিন সেখান থেকে বিজেপি প্রার্থীকে বের করে নিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের কর্মীরা ৷