ETV Bharat / state

গাইডলাইন মেনেই কপ্টারে তল্লাশি বলেও রিপোর্ট তলব কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: গাইডলাইন মেনেই অভিষেকের হেলিকপ্টার তল্লাশি চালানো হয়েছে ৷ তারপরও ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 10:34 AM IST

রিপোর্ট তলব কমিশনের

কলকাতা, 16 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তল্লাশি নিয়ে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সোমবার এমনটাই জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফ থেকে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এও জানানো হয়েছ, নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই কমিশনের এজেন্সি কাজ করেছে।

নির্বাচনের মুখে রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের তল্লাশি চালানো হয়। এরপর সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির কপ্টারেও তল্লাশি চালাতে দেখা যায় আয়কর বিভাগের আধিকারিকদের ৷ যা নিয়ে দুই শিবিরের তরফেই কমিশনের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগা হয়েছে একের পর এক ৷ রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, একটি রাজনৈতিক দলের থেকে অভিযোগ পেয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী অধিকারীদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে যে, জাতীয় নির্বাচন কমিশনের এই সংক্রান্ত যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ীই কমিশনের এজেন্সি কাজ করে থাকে।

অন্যদিকে, এদিন মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশকে অন্যত্র বদলি করে দেওয়ার পরে বিকেল পাঁচটার মধ্যে তিন জনের নামের প্যানেল রাজ্যের তরফে পাঠানোর কথা ছিল কমিশনে ৷ রাজ্য সরকার সেই নির্দেশ অনুসারে তিন জনের নাম পাঠিয়েছে কমিশনে ৷ ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায় ও দেবস্মিতা দাসের নাম পাঠিয়েছে রাজ্য ৷

এছাড়াও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল পদ্ধতিতে স্লিপ দেওয়া হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে ব্রেইল স্লিপ পৌঁছ দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় জন্য অবজার্ভারদেরও নিয়োগ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি, সিভিজিলেও একাধিক অভিযোগ জমা পড়েছে। নাকা চেকিং, ফ্লাইং স্কোয়াড টিম এবং স্টেটিক সার্ভিলেন্স টিম কাজ করছে বলেও জানিয়েছে কমিশন।

সারা দেশে 2019 সালের তুলনায় এবার অনেক বেশি নগদ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মোট 13 কোটি 29 লক্ষ টাকা উদ্ধার করেছে কমিশন। এছাড়াও মাদক, সোনা উদ্ধার করা হয়েছে 223 কোটি 41 লক্ষ টাকার। এরপরই নাকা চেকিংয়ে আরও কড়াকড়ি করেছে কমিশন ৷ রাজ্যের অন্দরের সীমান্ত এলাকায় 105টি এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 642টি, মোট 747টি নাকা এই মুহূর্তে সক্রিয়।

আরও পড়ুন

নির্বাচনী বন্ড নিয়ে মন্তব্য, মোদিকে একযোগে তোপ সিপিএম-কংগ্রেস-তৃণমূলের

কপ্টারে আয়কর হানা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

রিপোর্ট তলব কমিশনের

কলকাতা, 16 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার তল্লাশি নিয়ে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সোমবার এমনটাই জানানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফ থেকে। তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে এও জানানো হয়েছ, নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে তা মেনেই কমিশনের এজেন্সি কাজ করেছে।

নির্বাচনের মুখে রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের তল্লাশি চালানো হয়। এরপর সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির কপ্টারেও তল্লাশি চালাতে দেখা যায় আয়কর বিভাগের আধিকারিকদের ৷ যা নিয়ে দুই শিবিরের তরফেই কমিশনের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগা হয়েছে একের পর এক ৷ রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, একটি রাজনৈতিক দলের থেকে অভিযোগ পেয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচনী অধিকারীদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তবে এও জানানো হয়েছে যে, জাতীয় নির্বাচন কমিশনের এই সংক্রান্ত যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ীই কমিশনের এজেন্সি কাজ করে থাকে।

অন্যদিকে, এদিন মুর্শিদাবাদের ডিআইজি শ্রী মুকেশকে অন্যত্র বদলি করে দেওয়ার পরে বিকেল পাঁচটার মধ্যে তিন জনের নামের প্যানেল রাজ্যের তরফে পাঠানোর কথা ছিল কমিশনে ৷ রাজ্য সরকার সেই নির্দেশ অনুসারে তিন জনের নাম পাঠিয়েছে কমিশনে ৷ ওয়াকার রাজা, রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায় ও দেবস্মিতা দাসের নাম পাঠিয়েছে রাজ্য ৷

এছাড়াও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল পদ্ধতিতে স্লিপ দেওয়া হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে ব্রেইল স্লিপ পৌঁছ দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় জন্য অবজার্ভারদেরও নিয়োগ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি, সিভিজিলেও একাধিক অভিযোগ জমা পড়েছে। নাকা চেকিং, ফ্লাইং স্কোয়াড টিম এবং স্টেটিক সার্ভিলেন্স টিম কাজ করছে বলেও জানিয়েছে কমিশন।

সারা দেশে 2019 সালের তুলনায় এবার অনেক বেশি নগদ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মোট 13 কোটি 29 লক্ষ টাকা উদ্ধার করেছে কমিশন। এছাড়াও মাদক, সোনা উদ্ধার করা হয়েছে 223 কোটি 41 লক্ষ টাকার। এরপরই নাকা চেকিংয়ে আরও কড়াকড়ি করেছে কমিশন ৷ রাজ্যের অন্দরের সীমান্ত এলাকায় 105টি এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় 642টি, মোট 747টি নাকা এই মুহূর্তে সক্রিয়।

আরও পড়ুন

নির্বাচনী বন্ড নিয়ে মন্তব্য, মোদিকে একযোগে তোপ সিপিএম-কংগ্রেস-তৃণমূলের

কপ্টারে আয়কর হানা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.