কলকাতা, 3 মার্চ: লোকসভা নির্বাচনের বাদ্যি বাজতে শুরু করেছে ৷ আজ রবিবারই, রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে বঙ্গে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও 12 জন নির্বাচনী আধিকারিক ৷ রাজ্যে পৌঁছেই সন্ধ্যা 6-7টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন ৷
নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এরপর সোমবার রাজ্যের সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ এছাড়া জেলাশাসক এবং পুলিশ সুপারিনটেনটেন্ডদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ৷ লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি কেমন তা সরেজমিনে খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা ৷ এছাড়া আসন্ন ভোটের প্রস্তুতি পর্বও দেখবেন তাঁরা ৷
4 মার্চ সকাল থেকেই দফায় দফায় চলবে বৈঠক ৷ ওই দিন সকাল 9টা 30 মিনিট থেকে বেলা 11টা 30 মিনিট পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রাজীব কুমার এবং অন্য আধিকারিকদের ৷ এই বৈঠকে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব-সহ কমিশনের অন্য আধিকারিকরাও উপস্থিত থাকবেন ৷ জানা গিয়েছে, প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে 15 মিনিট করে বৈঠক করবেন তাঁরা ৷ ওই দিনই বেলা 11টা 30 মিনিট থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত সব নির্বাচনী আধিকারিক, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজি দের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷
দ্বিতীয় দিন অর্থাৎ 5 মার্চ, মঙ্গলবার সকাল 9টা 30 মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক হবে ৷ এর পর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে বৈঠকে বসবে ফুল বেঞ্চ ৷ তারপর বেলা 12টা 30 মিনিট থেকে 1টা 30টা পর্যন্ত দু'দিনে কী কী হল এবং কতখানি কাজ এগোল, এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবে জাতীয় নির্বাচন কমিশন ৷ ওইদিনই তাঁরা দিল্লির উদ্দেশে রওনা হবেন ৷
আরও পড়ুন:
3 মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক
ফুল বেঞ্চ আসার আগে জেলাশাসক ও এসপিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক