ETV Bharat / state

বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ; টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা ! গ্রেফতার প্রৌঢ়

মূক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাবও দেওয়া হয় পরিবারকে ৷

Kultali Specially Abled Woman Rape Case
কুলতলিতে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 1:51 PM IST

Updated : Oct 31, 2024, 2:58 PM IST

কুলতলি, 31 অক্টোবর: বিশেষভাবে সক্ষম মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ তাঁর বয়স 58 ৷ বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় দু'জনকে দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর পাচুয়াখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নির্যাতিতার পরিবারকে টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় ৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন ৷ বুধবার দুপুরে আড়াইটের সময় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি । তিনি সাধারণত বাড়ির আশপাশে ঘুরে বেড়ান ৷ তাঁকে খুঁজতে শুরু করেন বাড়ির লোকজন ৷ চিৎকার শুনে তাঁরা বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়িতে প্রৌঢ়ার সঙ্গে মূক মহিলাকে দেখতে পান ৷ প্রৌঢ়াকে চাপ দিলে সে ধর্ষণের কথা স্বীকার করে ৷

কুলতলিতে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ (প্রতীকী ছবি)

এরপরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ কুলতলি থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় এবং পরে গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ নির্যাতিতার আত্মীয়া বলেন, "আমাদের বড় ননদ, বিশেষভাবে সক্ষম ৷ তিনি কথা বলতে পারেন না ৷ বাড়ির আশপাশে ঘুরে বেড়ান ৷ বাদল নামের একজন পাশের বাড়িতে থাকে ৷ সে ননদকে জবরদস্তি একটা পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করেছে ৷ আমরা গিয়ে দেখতে পেলাম ৷ ননদ তখন চিৎকার করছিলেন ৷"

এরপর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ এই কারণে নির্যাতিতার বাড়ি এসে বাকি সদস্যদের হুমকি দিয়েছে অভিযুক্ত এবং তার সঙ্গীরা ৷ তাদের মধ্যে অন্যতম প্রহ্লাদ নস্কর নামের এক ব্যক্তি ৷ সে পাচুয়াখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ৷

আত্মীয়া বলেন, "গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসে আমাদের বলছে, তোমরা এটা জানালে কেন ? আমাদের মান-সম্মানের বিষয় ৷ আমরা এটা চেপে দিতে পারতাম ৷ আমাদের দিদি কথা বলতে পারে না ৷ এখানে কার সম্মান গিয়েছে ?" তিনি জানান, এই ধর্ষণের বিষয়টি লুকিয়ে রাখতে বসে মীমাংসা করার প্রস্তাব দিয়েছিল ওই সদস্য ৷ তিনি বলেন, "আমরা টাকা দিচ্ছি, মীমাংসা করে নাও ৷ হাতে পায়ে ধরছি, তোমরা এটা মিটিয়ে নাও ৷ 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল ৷" পরিবার অভিযুক্তের সাজার দাবি জানিয়েছে ৷

বেসরকারি ক্লিনিকে চিকিৎসার ছলে মহিলাকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

কুলতলি, 31 অক্টোবর: বিশেষভাবে সক্ষম মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ তাঁর বয়স 58 ৷ বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় দু'জনকে দেখতে পাওয়া যায় বলে জানা গিয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পর পাচুয়াখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নির্যাতিতার পরিবারকে টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় ৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই মহিলা মা-ভাইয়ের সঙ্গে থাকেন ৷ বুধবার দুপুরে আড়াইটের সময় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি । তিনি সাধারণত বাড়ির আশপাশে ঘুরে বেড়ান ৷ তাঁকে খুঁজতে শুরু করেন বাড়ির লোকজন ৷ চিৎকার শুনে তাঁরা বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়িতে প্রৌঢ়ার সঙ্গে মূক মহিলাকে দেখতে পান ৷ প্রৌঢ়াকে চাপ দিলে সে ধর্ষণের কথা স্বীকার করে ৷

কুলতলিতে বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ (প্রতীকী ছবি)

এরপরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ কুলতলি থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় এবং পরে গ্রেফতার করে । পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ নির্যাতিতার আত্মীয়া বলেন, "আমাদের বড় ননদ, বিশেষভাবে সক্ষম ৷ তিনি কথা বলতে পারেন না ৷ বাড়ির আশপাশে ঘুরে বেড়ান ৷ বাদল নামের একজন পাশের বাড়িতে থাকে ৷ সে ননদকে জবরদস্তি একটা পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করেছে ৷ আমরা গিয়ে দেখতে পেলাম ৷ ননদ তখন চিৎকার করছিলেন ৷"

এরপর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ৷ এই কারণে নির্যাতিতার বাড়ি এসে বাকি সদস্যদের হুমকি দিয়েছে অভিযুক্ত এবং তার সঙ্গীরা ৷ তাদের মধ্যে অন্যতম প্রহ্লাদ নস্কর নামের এক ব্যক্তি ৷ সে পাচুয়াখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ৷

আত্মীয়া বলেন, "গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এসে আমাদের বলছে, তোমরা এটা জানালে কেন ? আমাদের মান-সম্মানের বিষয় ৷ আমরা এটা চেপে দিতে পারতাম ৷ আমাদের দিদি কথা বলতে পারে না ৷ এখানে কার সম্মান গিয়েছে ?" তিনি জানান, এই ধর্ষণের বিষয়টি লুকিয়ে রাখতে বসে মীমাংসা করার প্রস্তাব দিয়েছিল ওই সদস্য ৷ তিনি বলেন, "আমরা টাকা দিচ্ছি, মীমাংসা করে নাও ৷ হাতে পায়ে ধরছি, তোমরা এটা মিটিয়ে নাও ৷ 2 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল ৷" পরিবার অভিযুক্তের সাজার দাবি জানিয়েছে ৷

বেসরকারি ক্লিনিকে চিকিৎসার ছলে মহিলাকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত

Last Updated : Oct 31, 2024, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.