ETV Bharat / state

শিক্ষকদের জন্য সুখবর! শিক্ষা দফতরে সূচনা 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যার'-এর - FILE TRACKING SOFTWARE

শুক্রবার রাতে মালদা জেলা শিক্ষা দফতরে 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যারে'র উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ৷ আগামী দিনে রাজ্যের সব জেলায় সফটওয়্যার চালুর ভাবনা ৷

FILE TRACKING SOFTWARE
'ফাইল ট্র্যাকিং সফটওয়্যার' চালু মালদা জেলা শিক্ষা দফতরে ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 4:20 PM IST

মালদা, 30 নভেম্বর: শিক্ষকরা তাঁদের জরুরি কোনও ফাইল জেলা শিক্ষা দফতরে জমা দিলে, তা নানা কারণে বিভিন্ন টেবিলে আটকে থাকার অভিযোগ উঠত ৷ একমাস বা দু’মাস নয়, বছরের পর বছর ৷ এমনকি কাগজপত্র হারিয়ে গিয়েছে, এমন বলা হতো শিক্ষকদের ৷ সেই সব সমস্যার সমাধানে এবার নয়া ব্যবস্থা চালু করল শিক্ষা দফতর ৷ মালদা জেলায় চালু করা হল 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যার' ৷ যার মাধ্যমে কোনও ফাইল কোনও টেবিলে ও কেন আটকে রয়েছে, তা সহজেই জানা যাবে ৷

শুক্রবার এই সফ্টওয়্যারের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ৷ রাত 10টার পর তিনি মালদা জেলা শিক্ষা দফতরে উপস্থিত হন ৷ সেখানেই জেলা শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যারে'র উদ্বোধন করেন ৷ উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস ৷ মালদা জেলাতেই প্রথম এই সফটওয়্যার চালু হল ৷ ভবিষ্যতে রাজ্যের বাকি জেলাগুলিতেও এই ব্যবস্থাপনা চালু হবে বলে জানান মন্ত্রী ৷

শিক্ষকদের জন্য সুখবর! শিক্ষা দফতরে সূচনা 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যার'-এর (ইটিভি ভারত)

তিনি বলেন, "মালদার ডিআই-এর উদ্যোগে 'ফাইল ট্র্যাকিং সিস্টেম' চালু হল ৷ আজ সেই ব্যবস্থার উদ্বোধন হল ৷ এই ব্যবস্থার ফলে কোনও শিক্ষক যদি তাঁর ফাইল শিক্ষা দফতরে জমা করে থাকেন, খুব সহজেই তার সন্ধান পাওয়া যাবে ৷ এতে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার উপকার হবে ৷ অফিসের কর্মীদেরও সুবিধে হবে ৷"

এর ব্যাখ্যা দিয়ে সত্যজিৎ বর্মন বলেন, "শিক্ষক-শিক্ষিকার কোনও ফাইল ডিআই বা এসআই অফিসে জমা দিলে, বর্তমান ব্যবস্থায় অনেক সময় কাগজের সেই ফাইল খুঁজে পাওয়া যায় না ৷ কিন্তু, সেই ফাইল যদি নাম দিয়ে কম্পিউটারের নথিতে তোলা থাকে, তা দ্রুত খুঁজে পাওয়া যাবে ৷ মালদা থেকে এই ব্যবস্থা শুরু হল ৷ আগামিদিনে হয়তো গোটা রাজ্যেই এই ব্যবস্থা চালু করা হবে ৷"

File Tracking Software
মালদায় 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যারে'র উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ৷ (নিজস্ব চিত্র)

জেলা শিক্ষা দফতরের কর্মীদের একাংশ জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে শিক্ষা দফতর কার্যত ঘুঘুর বাসা তৈরি হয়ে গিয়েছিল ৷ তথাকথিত শিক্ষক নেতাদের একটা অংশ গোটা দফতর নিয়ন্ত্রণ করছিলেন বলে অভিযোগ ৷ গুরুত্বপূর্ণ বহু ফাইল তাঁরাই নিয়ন্ত্রণ করতেন ৷ নিজেদের ইচ্ছেমতো বেশ কিছু ফাইল বছরের পর বছর আটকে রাখার অভিযোগ উঠেছে ৷

একাংশের অভিযোগ, তাঁরা সবাই শাসকদলের ছত্রছায়ায় থাকায় কর্মীদেরও কিছু করার ছিল না ৷ তাঁদের কথা না-শোনায় কয়েকজন কর্মীকে হুমকির মুখেও পড়তে হয়েছে ৷ এই সমস্ত নেতাদের শিক্ষা দিতে এমনই ব্যবস্থা চালু করা ভীষণ প্রয়োজন ছিল বলে জানাচ্ছেন তাঁরা ৷

কীভাবে কাজ করবে এই সফটওয়্যার ?

শনিবার জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস বলেন, "এই সফটওয়্যারে নির্দিষ্ট ডকেট নম্বর দিয়ে সার্চ করলে সেই ফাইল কোন টেবিলে, কার কাছে, কেন আটকে রয়েছে, তার বিস্তারিত তথ্য উঠে আসবে ৷ এর ফলে কোনও শিক্ষকের ফাইল দীর্ঘদিন দফতরে আটকে থাকবে না ৷ অনেক শিক্ষকের অভিযোগ ছিল, তাঁরা বহুদিন আগে প্রয়োজনীয় ফাইল জমা দিলেও কাজ হয়নি ৷ অনেকসময় তাঁদের বলা হয় ফাইল হারিয়ে গিয়েছে ৷ এই সমস্যার সমাধানেই এই সফটওয়্যার চালু করা হয়েছে ৷ জেলা শিক্ষা দফতরের তিনজন আধিকারিক এই সফ্টওয়্যার তৈরি করেছেন ৷ গতকাল রাতে মন্ত্রী সফটওয়্যার উদ্বোধন করেছেন ৷ আজ থেকেই সেটি চালু করে দেওয়া হয়েছে ৷"

শুক্রবার রাতে ট্যাবের টাকার প্রতারণা নিয়েও মন্তব্য করেন তিনি৷ সত্যজিৎ বর্মন বলেন, "পড়ুয়াদের সরকারি ট্যাবের টাকা নিয়ে যারা দুর্নীতি করেছে, তারা শাস্তি পাবে ৷ এই ঘটনা নিয়ে তদন্ত চলছে ৷ কিছু অপরাধী ধরাও পড়েছে ৷ আরও যদি কেউ এই দুর্নীতিতে জড়িত থাকে, তারাও খুব দ্রুত ধরা পড়বে ৷ স্কুলের শিক্ষক কিংবা দফতরের কর্মীদের কেউ যদি এই দুর্নীতিতে জড়িত থাকেন, তাঁদেরও ছেড়ে কথা বলা হবে না ৷ ইতিমধ্যে, রাজ্য সরকারের তরফে সবাইকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কেউ যদি তা না পেয়ে থাকে, সরকারের কাছে আবেদন জানালেই টাকা পেয়ে যাবে ৷"

মালদা, 30 নভেম্বর: শিক্ষকরা তাঁদের জরুরি কোনও ফাইল জেলা শিক্ষা দফতরে জমা দিলে, তা নানা কারণে বিভিন্ন টেবিলে আটকে থাকার অভিযোগ উঠত ৷ একমাস বা দু’মাস নয়, বছরের পর বছর ৷ এমনকি কাগজপত্র হারিয়ে গিয়েছে, এমন বলা হতো শিক্ষকদের ৷ সেই সব সমস্যার সমাধানে এবার নয়া ব্যবস্থা চালু করল শিক্ষা দফতর ৷ মালদা জেলায় চালু করা হল 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যার' ৷ যার মাধ্যমে কোনও ফাইল কোনও টেবিলে ও কেন আটকে রয়েছে, তা সহজেই জানা যাবে ৷

শুক্রবার এই সফ্টওয়্যারের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ৷ রাত 10টার পর তিনি মালদা জেলা শিক্ষা দফতরে উপস্থিত হন ৷ সেখানেই জেলা শিক্ষা আধিকারিকদের উপস্থিতিতে 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যারে'র উদ্বোধন করেন ৷ উপস্থিত ছিলেন জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস ৷ মালদা জেলাতেই প্রথম এই সফটওয়্যার চালু হল ৷ ভবিষ্যতে রাজ্যের বাকি জেলাগুলিতেও এই ব্যবস্থাপনা চালু হবে বলে জানান মন্ত্রী ৷

শিক্ষকদের জন্য সুখবর! শিক্ষা দফতরে সূচনা 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যার'-এর (ইটিভি ভারত)

তিনি বলেন, "মালদার ডিআই-এর উদ্যোগে 'ফাইল ট্র্যাকিং সিস্টেম' চালু হল ৷ আজ সেই ব্যবস্থার উদ্বোধন হল ৷ এই ব্যবস্থার ফলে কোনও শিক্ষক যদি তাঁর ফাইল শিক্ষা দফতরে জমা করে থাকেন, খুব সহজেই তার সন্ধান পাওয়া যাবে ৷ এতে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার উপকার হবে ৷ অফিসের কর্মীদেরও সুবিধে হবে ৷"

এর ব্যাখ্যা দিয়ে সত্যজিৎ বর্মন বলেন, "শিক্ষক-শিক্ষিকার কোনও ফাইল ডিআই বা এসআই অফিসে জমা দিলে, বর্তমান ব্যবস্থায় অনেক সময় কাগজের সেই ফাইল খুঁজে পাওয়া যায় না ৷ কিন্তু, সেই ফাইল যদি নাম দিয়ে কম্পিউটারের নথিতে তোলা থাকে, তা দ্রুত খুঁজে পাওয়া যাবে ৷ মালদা থেকে এই ব্যবস্থা শুরু হল ৷ আগামিদিনে হয়তো গোটা রাজ্যেই এই ব্যবস্থা চালু করা হবে ৷"

File Tracking Software
মালদায় 'ফাইল ট্র্যাকিং সফটওয়্যারে'র উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ৷ (নিজস্ব চিত্র)

জেলা শিক্ষা দফতরের কর্মীদের একাংশ জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে শিক্ষা দফতর কার্যত ঘুঘুর বাসা তৈরি হয়ে গিয়েছিল ৷ তথাকথিত শিক্ষক নেতাদের একটা অংশ গোটা দফতর নিয়ন্ত্রণ করছিলেন বলে অভিযোগ ৷ গুরুত্বপূর্ণ বহু ফাইল তাঁরাই নিয়ন্ত্রণ করতেন ৷ নিজেদের ইচ্ছেমতো বেশ কিছু ফাইল বছরের পর বছর আটকে রাখার অভিযোগ উঠেছে ৷

একাংশের অভিযোগ, তাঁরা সবাই শাসকদলের ছত্রছায়ায় থাকায় কর্মীদেরও কিছু করার ছিল না ৷ তাঁদের কথা না-শোনায় কয়েকজন কর্মীকে হুমকির মুখেও পড়তে হয়েছে ৷ এই সমস্ত নেতাদের শিক্ষা দিতে এমনই ব্যবস্থা চালু করা ভীষণ প্রয়োজন ছিল বলে জানাচ্ছেন তাঁরা ৷

কীভাবে কাজ করবে এই সফটওয়্যার ?

শনিবার জেলা স্কুল পরিদর্শক বাণীব্রত দাস বলেন, "এই সফটওয়্যারে নির্দিষ্ট ডকেট নম্বর দিয়ে সার্চ করলে সেই ফাইল কোন টেবিলে, কার কাছে, কেন আটকে রয়েছে, তার বিস্তারিত তথ্য উঠে আসবে ৷ এর ফলে কোনও শিক্ষকের ফাইল দীর্ঘদিন দফতরে আটকে থাকবে না ৷ অনেক শিক্ষকের অভিযোগ ছিল, তাঁরা বহুদিন আগে প্রয়োজনীয় ফাইল জমা দিলেও কাজ হয়নি ৷ অনেকসময় তাঁদের বলা হয় ফাইল হারিয়ে গিয়েছে ৷ এই সমস্যার সমাধানেই এই সফটওয়্যার চালু করা হয়েছে ৷ জেলা শিক্ষা দফতরের তিনজন আধিকারিক এই সফ্টওয়্যার তৈরি করেছেন ৷ গতকাল রাতে মন্ত্রী সফটওয়্যার উদ্বোধন করেছেন ৷ আজ থেকেই সেটি চালু করে দেওয়া হয়েছে ৷"

শুক্রবার রাতে ট্যাবের টাকার প্রতারণা নিয়েও মন্তব্য করেন তিনি৷ সত্যজিৎ বর্মন বলেন, "পড়ুয়াদের সরকারি ট্যাবের টাকা নিয়ে যারা দুর্নীতি করেছে, তারা শাস্তি পাবে ৷ এই ঘটনা নিয়ে তদন্ত চলছে ৷ কিছু অপরাধী ধরাও পড়েছে ৷ আরও যদি কেউ এই দুর্নীতিতে জড়িত থাকে, তারাও খুব দ্রুত ধরা পড়বে ৷ স্কুলের শিক্ষক কিংবা দফতরের কর্মীদের কেউ যদি এই দুর্নীতিতে জড়িত থাকেন, তাঁদেরও ছেড়ে কথা বলা হবে না ৷ ইতিমধ্যে, রাজ্য সরকারের তরফে সবাইকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কেউ যদি তা না পেয়ে থাকে, সরকারের কাছে আবেদন জানালেই টাকা পেয়ে যাবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.