ETV Bharat / state

সন্দীপ-বিপ্লব-আফসারকে জেলে গিয়ে জেরা করবে ইডি, সিবিআই হেফাজতে আশিস - RG KAR CORRUPTION CASE

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ ও আফসার আলিকে জেলা গিয়ে জেরা করতে পারবে ইডি ৷ অনুমতি আদালতের ৷

SANDIP GHOSH
সন্দীপ-বিপ্লব-আফসারকে জেলে গিয়ে জেরা করবে ইডি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 8:04 PM IST

কলকাতা, 7 অক্টোবর: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় এবার সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বিপ্লব সিংহ ও সন্দীপের প্রাক্তন দেহরক্ষী আফসার আলিকে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি ।

এই ঘটনায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই আবেদন করেছিল ইডি । আদালত সূত্রের খবর, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে । ফলে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ, বিপ্লব ও আফসারকে জেরা করবে ইডি । তবে তারা কবে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাদের জেরা করবেন, তা এখনও স্পষ্ট নয় ।

ইডি সূত্রে খবর, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির ঘটনার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দক্ষিণ 24 পরগনায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় । এছাড়াও সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ-সহ আফসার আলির নামে বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ তারা পেয়েছে । এ ছাড়াও সংশ্লিষ্ট হাসপাতালের ভিতরে যে আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখানে সরাসরি সন্দীপ ঘোষ ও তাঁর এই দুই সহযোগী তাঁকে সাহায্য করেছেন ।

সিবিআই হেফাজতে আশিস পাণ্ডে

আশিস পাণ্ডেকে 11 দিনের সিবিআই হেফাজত পেল সিবিআই । সোমবার আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয় যে সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই আশিস পাণ্ডে ।

অভিযোগ, এই সুবাদেই তিনি হাউস স্টাফ হয়ে যান । পরে আরজি কর হাসপাতালে কারা হবেন হাউসস্টাফ, তার জন্য টাকা তুলতেন আশিস । কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিবিআই । পাশাপাশি এই আশিস পান্ডে শুধুমাত্র টাকা তেমনটা নয়, বরং সিনিয়র চিকিৎসকদেরও রীতিমতো হুমকি দিত । এরপরেই বিচারক তাঁকে 11 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় । সম্প্রতি আশিস পাণ্ডেকে আরজ কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় ।

সিবিআই সূত্রে খবর, তাঁকে জেরার পর জানা যায় যে তিনি কোটি কোটি টাকা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে । আরজি কর হাসপাতালের মধ্যে কোথায় ক্যান্টিন হবে কিংবা কোথায় গ্যারেজ হবে এবং সেই কাজের বরাত কোন সংস্থাকে দেওয়া হবে, তা ঠিক করতেন এবং সেখান থেকে লক্ষাধিক টাকার কমিশন নিতেন । মূলত, এই কাজগুলি একেবারে আইনের বিরুদ্ধে । আদালত থেকে আশিস পাণ্ডেকে এনে ফের জেরা পর্ব শুরু করবে ।

অন্যদিকে গত 14 অগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগেরদিন আরজি কর হাসপাতালের যে ভাঙচুর হয়েছিল, সেই ঘটনায় 88 জনকে গ্রেফতার করেছিল । তাদের আজ শিয়লদা আদালতে অন্তর্বর্তী জামিন হয়েছে ৷

কলকাতা, 7 অক্টোবর: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় এবার সংশ্লিষ্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বিপ্লব সিংহ ও সন্দীপের প্রাক্তন দেহরক্ষী আফসার আলিকে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি ।

এই ঘটনায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এই আবেদন করেছিল ইডি । আদালত সূত্রের খবর, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে । ফলে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সন্দীপ, বিপ্লব ও আফসারকে জেরা করবে ইডি । তবে তারা কবে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে তাদের জেরা করবেন, তা এখনও স্পষ্ট নয় ।

ইডি সূত্রে খবর, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির ঘটনার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা দক্ষিণ 24 পরগনায় একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় । এছাড়াও সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ-সহ আফসার আলির নামে বিপুল পরিমাণে সম্পত্তির হদিশ তারা পেয়েছে । এ ছাড়াও সংশ্লিষ্ট হাসপাতালের ভিতরে যে আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেখানে সরাসরি সন্দীপ ঘোষ ও তাঁর এই দুই সহযোগী তাঁকে সাহায্য করেছেন ।

সিবিআই হেফাজতে আশিস পাণ্ডে

আশিস পাণ্ডেকে 11 দিনের সিবিআই হেফাজত পেল সিবিআই । সোমবার আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয় যে সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই আশিস পাণ্ডে ।

অভিযোগ, এই সুবাদেই তিনি হাউস স্টাফ হয়ে যান । পরে আরজি কর হাসপাতালে কারা হবেন হাউসস্টাফ, তার জন্য টাকা তুলতেন আশিস । কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে সিবিআই । পাশাপাশি এই আশিস পান্ডে শুধুমাত্র টাকা তেমনটা নয়, বরং সিনিয়র চিকিৎসকদেরও রীতিমতো হুমকি দিত । এরপরেই বিচারক তাঁকে 11 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় । সম্প্রতি আশিস পাণ্ডেকে আরজ কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় ।

সিবিআই সূত্রে খবর, তাঁকে জেরার পর জানা যায় যে তিনি কোটি কোটি টাকা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রয়েছে । আরজি কর হাসপাতালের মধ্যে কোথায় ক্যান্টিন হবে কিংবা কোথায় গ্যারেজ হবে এবং সেই কাজের বরাত কোন সংস্থাকে দেওয়া হবে, তা ঠিক করতেন এবং সেখান থেকে লক্ষাধিক টাকার কমিশন নিতেন । মূলত, এই কাজগুলি একেবারে আইনের বিরুদ্ধে । আদালত থেকে আশিস পাণ্ডেকে এনে ফের জেরা পর্ব শুরু করবে ।

অন্যদিকে গত 14 অগস্ট স্বাধীনতা দিবসের ঠিক আগেরদিন আরজি কর হাসপাতালের যে ভাঙচুর হয়েছিল, সেই ঘটনায় 88 জনকে গ্রেফতার করেছিল । তাদের আজ শিয়লদা আদালতে অন্তর্বর্তী জামিন হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.