ETV Bharat / state

শাহজাহানকে তৃতীয় নোটিশ দিল ইডি, আজ হাজিরা না দিলে আইনি পদক্ষেপ - সন্দেশখালি

ED summons Shahjahan: সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে আজ তৃতীয় বারের জন্য নোটিশ পাঠিয়েছে ইডি ৷ আজ তিনি হাজিরা না দিলে শাহজাহানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে খবর ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 10:01 AM IST

Updated : Feb 12, 2024, 10:17 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি: প্রথম এবং দ্বিতীয় নোটিশে সাড়া না মেলায় এবার তৃতীয় বারের জন্য নোটিশ দেওয়া হল সন্দেশখালির বেতাজ বাদশা পলাতক শেখ শাহজাহানকে । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, আজ তাঁকে ইমেল মারফৎ নোটিশ পাঠিয়ে বেলা 11টার মধ্যে একাধিক নথিপত্র নিয়ে ইডি দফতরে দেখা করতে বলা হয়েছে ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, শেখ শাহজাহান যদি তাদের দেওয়া তৃতীয় নোটিশেও সাড়া না দেন, সে ক্ষেত্রে সরাসরি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে । যদিও ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । ইডি সূত্রের খবর, যদি শেখ শাহজাহান আজ বেলা এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে না যান, সেই ক্ষেত্রে তারা দিল্লিতে তাদের লিগাল সেলের সঙ্গে কথা বলতে বাধ্য হবেন । পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে একটি চিঠি লিখে ইডির তরফ থেকে জানানো হয়েছে যে, সন্দেশখালির পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে যেন গ্রেফতার করা হয় ।

গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সঙ্গে ছিলেন সিআরপিএফের জওয়ানরাও । দীর্ঘক্ষণ ধরে তাঁকে ডাকাডাকির পর শেখ শাহজাহানের বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না মেলায় অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাঁর বাড়ির কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করেন ৷ আর সেই সময় তাঁদের উপর আক্রমণ চালানো শুরু হয় । এলাকার শাহজাহান ঘনিষ্ঠ কয়েকশো বাসিন্দা এসে তাঁদের রীতিমতো ঘিরে ফেলেন । ছিনিয়ে নেওয়া হয় তাঁদের ল্যাপটপ, মোবাইল এবং কাগজপত্র । সে দিন কোনও প্রকারে প্রাণে বেঁচে কলকাতায় ফিরে আসেন ইডি'র তদন্তকারী আধিকারিকরা ।

তবে এরপরেও আরেকবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন তদন্তকারীরা । কিন্তু আজ পর্যন্ত তিনবার নোটিশ পাঠানো সত্ত্বেও শেখ শাহজাহানের দেখা মেলেনি । রাজ্য রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর অবশেষে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার করেন তদন্তকারীরা ৷ এরপরেই উঠে আসে সন্দেশখালির বাঘ হিসেবে পরিচিত শেখ শাহজাহানের নাম । সেই সূত্রেই গত 5 জানুয়ারি তাঁর সন্দেশখালির বাড়িতে তদন্ত করতে হাজির হয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে বেসুরো চিরঞ্জিত ! শাহজাহান-শিবুকে গ্রেফতার করা উচিত, দাবি তৃণমূল বিধায়কের
  2. কোথায় শিবু-শাহজাহান? উত্তম সর্দারের 'সাসপেনশন' নিয়ে প্রশ্ন বিরোধীদের
  3. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান !

কলকাতা, 12 ফেব্রুয়ারি: প্রথম এবং দ্বিতীয় নোটিশে সাড়া না মেলায় এবার তৃতীয় বারের জন্য নোটিশ দেওয়া হল সন্দেশখালির বেতাজ বাদশা পলাতক শেখ শাহজাহানকে । সিজিও কমপ্লেক্স সূত্রের খবর, আজ তাঁকে ইমেল মারফৎ নোটিশ পাঠিয়ে বেলা 11টার মধ্যে একাধিক নথিপত্র নিয়ে ইডি দফতরে দেখা করতে বলা হয়েছে ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, শেখ শাহজাহান যদি তাদের দেওয়া তৃতীয় নোটিশেও সাড়া না দেন, সে ক্ষেত্রে সরাসরি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে । যদিও ইতিমধ্যেই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । ইডি সূত্রের খবর, যদি শেখ শাহজাহান আজ বেলা এগারোটার মধ্যে সিজিও কমপ্লেক্সে না যান, সেই ক্ষেত্রে তারা দিল্লিতে তাদের লিগাল সেলের সঙ্গে কথা বলতে বাধ্য হবেন । পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে একটি চিঠি লিখে ইডির তরফ থেকে জানানো হয়েছে যে, সন্দেশখালির পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানকে যেন গ্রেফতার করা হয় ।

গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের সন্দেশখালির বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সঙ্গে ছিলেন সিআরপিএফের জওয়ানরাও । দীর্ঘক্ষণ ধরে তাঁকে ডাকাডাকির পর শেখ শাহজাহানের বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না মেলায় অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তাঁর বাড়ির কোলাপসিবল গেটের তালা ভাঙার চেষ্টা করেন ৷ আর সেই সময় তাঁদের উপর আক্রমণ চালানো শুরু হয় । এলাকার শাহজাহান ঘনিষ্ঠ কয়েকশো বাসিন্দা এসে তাঁদের রীতিমতো ঘিরে ফেলেন । ছিনিয়ে নেওয়া হয় তাঁদের ল্যাপটপ, মোবাইল এবং কাগজপত্র । সে দিন কোনও প্রকারে প্রাণে বেঁচে কলকাতায় ফিরে আসেন ইডি'র তদন্তকারী আধিকারিকরা ।

তবে এরপরেও আরেকবার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন তদন্তকারীরা । কিন্তু আজ পর্যন্ত তিনবার নোটিশ পাঠানো সত্ত্বেও শেখ শাহজাহানের দেখা মেলেনি । রাজ্য রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর অবশেষে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার করেন তদন্তকারীরা ৷ এরপরেই উঠে আসে সন্দেশখালির বাঘ হিসেবে পরিচিত শেখ শাহজাহানের নাম । সেই সূত্রেই গত 5 জানুয়ারি তাঁর সন্দেশখালির বাড়িতে তদন্ত করতে হাজির হয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডে বেসুরো চিরঞ্জিত ! শাহজাহান-শিবুকে গ্রেফতার করা উচিত, দাবি তৃণমূল বিধায়কের
  2. কোথায় শিবু-শাহজাহান? উত্তম সর্দারের 'সাসপেনশন' নিয়ে প্রশ্ন বিরোধীদের
  3. লেখাপড়া করা উচিত না, 'চিল্লার পার্টি' বানিয়ে শিশুদের মগজ ধোলাই করত শাহজাহান !
Last Updated : Feb 12, 2024, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.