কলকাতা, 23 জানুয়ারি: শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ সরকারকে এবার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে শিক্ষা দুর্নীতির কালো টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিতেন পার্থ সরকার নিজেই। তিনি আবার পার্থের পাড়ার কাউন্সিলরও বটে। মঙ্গলবার দিনভর পার্থকেই জিজ্ঞাসাবাদ করল ইডি। এর আগে ইডির তলব এড়ালেও মঙ্গলবার তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসেন বলে জানা গিয়েছে । বিকেল পর্যন্ত সল্টলেক সিজিও কমপ্লেক্সের ভিতরেই ছিলেন পার্থ সরকার ৷
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ রাজনৈতিক মহলে ‘ভজা’ নামেই অধিক পরিচিত। ইডির জেরার মুখে এই ভজার নাম প্রথম জানিয়েছিলেন নিয়োগ মামলায় প্রথম গ্রেফতার হওয়া ও তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ নিজেই। ইডি সূত্রে খবর, কুন্তল বলেছিলেন, বিভিন্ন চাকরিপ্রার্থীর থেকে টাকা তোলার পর যাঁদের হাতে প্রায় ১০ কোটি টাকা তিনি তুলে দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন 'ভজা' ওরফে পার্থ দা। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ একাধিক অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা এবং কয়েক কোটি টাকা 'ভজা'র মাধ্যমেই চলে যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে।
নিয়োগ মামলার তদন্তে ইডি পার্থ সরকারকে বহুবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠালেও বারবার তিনি তা এড়িয়ে গিয়েছেন ৷ বেশ কয়েকবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু ইডির সমন এড়িয়ে গিয়েছেন। জানা গিয়েছে, এর আগে গত ডিসেম্বরে মাত্র এক বার ইডির সমন গিয়েছিল তাঁর কাছে। তখন কিছু দিনের সময় চেয়েছিলেন তিনি। শিক্ষাদুর্নীতি কাণ্ডে ফের গত 19 জানুয়ারি পার্থ সরকারকে ইডির তরফে সমন পাঠানো হয়। এবারে তিনি আসেন সিজিও কমপ্লেক্সে।
আরও পড়ুন:
1. নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কাউন্সিলরকে ফের তলব ইডির
2. শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব ইডির