ETV Bharat / state

শিয়রে শেষ দফার ভোট, তার আগেই বাংলায় ফের প্রশাসনিক রদবদল নির্বাচন কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Transfer of WB Police Officers: শেষ দফার নির্বাচনের আগে ফের রাজ্যের একাধিক পুলিশ আধিকারিককে বদলি করল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার এই প্রসঙ্গে দুটি বিবৃতি জারি করেছে কমিশন ৷

Election Commission Transfers Officers
শেষ দফার নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 2:55 PM IST

Updated : May 28, 2024, 3:42 PM IST

কলকাতা, 28 মে: শেষ দফার নির্বাচনের আগে রাজ্যে ফের পুলিশ আধিকারিক বদল ৷ ভোটের কাজ থেকে সরানো হল সুন্দরবন পুলিশ জেলার এসপি, বসিরহাট পুলিশ জেলার এসডিপিও এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানার আইসি-কে। মঙ্গলবার এই প্রসঙ্গে দুটি বিবৃতি জারি করেছে কমিশন

আগামী 1 জুন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে শেষ তথা সপ্তম দফার লোকসভা নির্বাচন ৷ এই দফায় রাজ্যের 9টি আসনে ভোট হবে ৷ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, মথুরাপুর, জয়নগর এবং বারাসত কেন্দ্রে ভোট হবে ৷ তার আগে তিন পুলিশ আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ৷ কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরানো হয়েছে সুন্দরবন পুলিশ জেলার এসপি তথা আইপিএস কোটেশ্বরা রাও, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং দমদম লোকসভা কেন্দ্রের 109 খড়দা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানার আইসি দেবাশীষ সরকারকে ৷

কমিশনের বিবৃতি অনুযায়ী, লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এই তিন আধিকারিক ৷ ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই সংক্রান্ত নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে জানান হয়েছে, মঙ্গলবার বেলা 3টের মধ্যে নয়া আধিকারিকদের তিনজনের একটি প্যানেল কমিশনে পাঠাতে হবে ৷ সেই ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে ৷

সম্প্রতি কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ডঃ রশ্মি কামাল ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গনাথনকে সরানোর সিদ্ধান্ত নেয় কমিশন। প্রকাশিত বিবৃতিতে কমিশনের তরফে স্পষ্ট জানান হয়, "কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ডঃ রশ্মি কামাল ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গনাথন, এই দুই আধিকারিককে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । তাঁদের পরবর্তী বদলি এমন জায়গায় করতে হবে, যাতে তাঁরা লোকসভা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে না পারেন ।" সেই ঘটনার পর ফের প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ৷

কলকাতা, 28 মে: শেষ দফার নির্বাচনের আগে রাজ্যে ফের পুলিশ আধিকারিক বদল ৷ ভোটের কাজ থেকে সরানো হল সুন্দরবন পুলিশ জেলার এসপি, বসিরহাট পুলিশ জেলার এসডিপিও এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানার আইসি-কে। মঙ্গলবার এই প্রসঙ্গে দুটি বিবৃতি জারি করেছে কমিশন

আগামী 1 জুন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে শেষ তথা সপ্তম দফার লোকসভা নির্বাচন ৷ এই দফায় রাজ্যের 9টি আসনে ভোট হবে ৷ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, মথুরাপুর, জয়নগর এবং বারাসত কেন্দ্রে ভোট হবে ৷ তার আগে তিন পুলিশ আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ৷ কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সরানো হয়েছে সুন্দরবন পুলিশ জেলার এসপি তথা আইপিএস কোটেশ্বরা রাও, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খান এবং দমদম লোকসভা কেন্দ্রের 109 খড়দা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানার আইসি দেবাশীষ সরকারকে ৷

কমিশনের বিবৃতি অনুযায়ী, লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এই তিন আধিকারিক ৷ ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই সংক্রান্ত নির্দেশও পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে জানান হয়েছে, মঙ্গলবার বেলা 3টের মধ্যে নয়া আধিকারিকদের তিনজনের একটি প্যানেল কমিশনে পাঠাতে হবে ৷ সেই ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে ৷

সম্প্রতি কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ডঃ রশ্মি কামাল ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গনাথনকে সরানোর সিদ্ধান্ত নেয় কমিশন। প্রকাশিত বিবৃতিতে কমিশনের তরফে স্পষ্ট জানান হয়, "কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক ডঃ রশ্মি কামাল ও বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক দিব্যা লঙ্গনাথন, এই দুই আধিকারিককে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । তাঁদের পরবর্তী বদলি এমন জায়গায় করতে হবে, যাতে তাঁরা লোকসভা নির্বাচনের কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে না পারেন ।" সেই ঘটনার পর ফের প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ৷

Last Updated : May 28, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.