কলকাতা, 2 জুন: ভোট শেষ হয়েও যেন শেষ হল না। আগামিকাল অর্থাৎ, সোমবার রাজ্যের দুই কেন্দ্রে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন হবে বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের । রবিবার সন্ধেয় নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, গত 1 জুন রাজ্যে শেষ হয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। নির্বাচন হয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসত, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে। অন্যদিকে উপনির্বাচন হয়েছে বরানগর কেন্দ্রে। রবিবার ছিল চূড়ান্ত ভোটদানের শতাংশ প্রকাশের দিন। তবে এদিন সন্ধেয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সোমবার 17 নম্বর বারাসত লোকসভা কেন্দ্রের 120 নম্বর দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি 120 নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্রের 131 নম্বর কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আরেকটি বুথেও পুনর্নির্বাচন হবে।
স্বাভাবিক নিয়ম মেনে সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পুনর্নির্বাচন চলবে এই দুই বুথে। 120 নম্বর দেগঙ্গা বিধানসভার 61 নম্বর কদম্বগাছি সর্দার পাড়া এফপি স্কুলে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে 26 নম্বর আদ্দির মহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফসি স্কুলেও সোমবার পুনরায় ভোটগ্রহণ হবে। সপ্তম দফার পর ভারতীয় জনতা পার্টি একাধিক কারণ দেখিয়ে 131 নম্বর কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র-সহ আরও একাধিক জায়গায় পুনরায় নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল ৷
এছাড়া, 156 বজবজ বিধানসভা কেন্দ্র, 144 ফলতা বিধানসভা কেন্দ্র, 155 মহেশতলা বিধানসভা, 143 ডায়মন্ড হারবার বিধানসভা, 146 বিষ্ণুপুর বিধানসভা, 146 সাতগাছিয়া বিধানসভা এবং 157 মেটিয়াব্রুজ বিধানসভায় পুনরায় নির্বাচনের দাবি করা হয় বিজেপির তরফে ৷ বিজেপি'র সমস্ত অভিযোগ খতিয়ে দেখে শেষমেশ দু'টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল কমিশন ৷