ETV Bharat / state

আসছে না গঙ্গা মাটি, থমকে দুর্গা প্রতিমা গড়ার কাজ - Durga Puja 2024 - DURGA PUJA 2024

Durga Puja 2024: গত মার্চ মাস থেকেই আসানসোলের কুমোরটুলি মহিশীলাতে আসছে না গঙ্গা মাটি ৷ তার জেরে থমকে গিয়েছে প্রতিমা গড়ার কাজ । কীভাবে সময়ে প্রতিমা মণ্ডপে পাঠাবেন তাঁরা, তা নিয়ে কপালে রীতিমতো চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের ৷

Durga idol
গঙ্গা মাটির অভাবে দুর্গাপ্রতিমা গড়ার কাজে ক্ষতি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 6:12 PM IST

আসানসোল, 31 জুলাই: উমা আসছে বাপের বাড়ি ৷ অপেক্ষা হাতে গোনা মাত্র দু'মাসের ৷ এই সময়ে আসানসোলের কুমোরটুলি মহিশীলাতে থাকে চরম ব্যস্ততা । কিন্তু এ বছর যেন একেবারে অন্য চিত্র সেখানে ৷ থমকে দাঁড়িয়ে আছে কাজ । কারণ হিসাবে মৃৎশিল্পীরা জানাচ্ছেন, গত মার্চ মাস থেকেই আসছে না গঙ্গা মাটি । ফলে অনিশ্চিত হয়ে পড়েছে দুর্গা প্রতিমা গড়ার কাজ ৷ কী করে যে সমাধান হবে, তা কেউ বলতে পারছে না ।

গঙ্গা মাটি না মেলায় চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে (ইটিভি ভারত)

মৃৎশিল্পী হরিরঞ্জন ও অভিজিৎ রুদ্র পালদের কথায়, "গঙ্গামাটি প্রতিমা গড়ে তোলার ক্ষেত্রে এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ৷ গঙ্গার বেলে মাটি ও চলতি ভাষায় আটা মাটি মিশিয়ে প্রতিমার মূল অঙ্গগুলি তৈরি হয় । গঙ্গামাটি ছাড়া প্রতিমার মুখ, আঙ্গুল তৈরি করা যায় না । বিশেষ করে ফিনিশিং ক্ষেত্রে গঙ্গামাটি অত্যন্ত প্রয়োজনীয় । কিন্তু প্রশাসনিক জটিলতায় গত মার্চ মাসের শেষ থেকেই আসানসোলের কুমোরটুলি মহিশীলা কলোনিতে গঙ্গামাটি এসে পৌঁছচ্ছে না ।"

Durga idol
প্রতিমার কাজ সঠিক সময়ে শেষ করা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, অতীতে দুর্গাপুজোর আগে ট্রাকে করে গঙ্গামাটি আসত । সেই মাটি ভাগ করে নিতেন মৃৎশিল্পীরা । কিন্তু এবছর মার্চ মাসের পরে আর মাটি ভর্তি সেই লরি আসেনি ৷ ফলে থমকে গিয়েছে ঠাকুর গড়ার কাজ ৷ আসানসোলের মহিশীলা কলোনিতে গিয়ে দেখা গেল বহু প্রতিমার আঙুল, মুখ-সহ অন্যান্য কাজ বাকি ৷ গঙ্গামাটির অভাবে প্রতিমা গড়ার কাজ শেষ করা যাচ্ছে না ।

কিন্তু কেন এই অন্তরায় ?

মৃৎশিল্পীরা জানাচ্ছেন, আসানসোলে মূলত পূর্ব বর্ধমানের কালনা, ধাত্রীগ্রাম থেকে গঙ্গা মাটি আসত । কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশিকা পাওয়ার পরেই প্রশাসনের তরফে গঙ্গার চর থেকে মাটি তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে মাটি আর আসছে না ৷ আসানসোলের মৃৎশিল্পীদের স্পষ্ট বক্তব্য, গঙ্গা মাটি না পাওয়া গেলে প্রতিমার কাজ সম্পূর্ণ হবে না ৷ ফলে পুজোয় প্রতিমা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের কাছে । শিল্পী ও কারিগরদের আর্জি, অবিলম্বে এই সমস্যা মিটুক এবং যত দ্রুত সম্ভব গঙ্গামাটি আসুক মহিশীলায় মৃৎশিল্পীদের কারখানায় ৷

Durga idol
থমকে গিয়েছে দুর্গা প্রতিমা গড়ার কাজ (নিজস্ব ছবি)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীর বুক থেকে বালি তোলার ফলে নদীর জল শোষণ ক্ষমতা কমে যাচ্ছে ৷ সেখানে রাফ বালি তোলার নাম করে নদীগর্ভ থেকে মাটি তুলে পাচার করা হচ্ছে ৷ কেটে নেওয়া হয় নদীর উর্বর মাটি ৷ এর ফলে একদিকে যেমন নদী তার অস্তিত্ব হারাচ্ছে, অন্যদিকে ভূগর্ভের জলস্তর নেমে যাচ্ছে ।

Durga idol
মার্চ মাস থেকে যোগান নেই গঙ্গামাটির (নিজস্ব ছবি)

পূর্ব বর্ধমানের কালনা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কালনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ বাগ ইটিভি ভারতকে জানিয়েছেন, "নদীর বুক থেকে বালি বা মাটি তোলার ফলে নদীর ক্ষতি হচ্ছে । তাই প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে নদীর বুক থেকে মাটি বা বালি কাটার কাজ বন্ধ রাখা হয়েছে ৷ মাস ছয়েক আগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷" কী করে মাটি সমস্যার সমাধান বেরবে, তা নিয়ে মৃৎশিল্পীদের মাথায় হাত ৷ তাঁরা চাইছেন, দ্রুত এই সমস্যার রফাসূত্র বের করে সমাধান করুক রাজ্য প্রশাসন ৷

শুধুমাত্র আসানসোল নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জায়গা থেকে এই কুমোরটুলি মহিশীলা কলোনিতে আসে দুর্গাপুজোর প্রতিমা বানানোর বরাত ৷ আর তাই, অগস্ট মাসের শুরুর দিক থেকে চরম ব্যস্ততা বাড়ে এই মূর্তি তৈরির কারখানাগুলিতে ৷ এবারে সেই ছবিতেই বদল ঘটেছে ৷

আসানসোল, 31 জুলাই: উমা আসছে বাপের বাড়ি ৷ অপেক্ষা হাতে গোনা মাত্র দু'মাসের ৷ এই সময়ে আসানসোলের কুমোরটুলি মহিশীলাতে থাকে চরম ব্যস্ততা । কিন্তু এ বছর যেন একেবারে অন্য চিত্র সেখানে ৷ থমকে দাঁড়িয়ে আছে কাজ । কারণ হিসাবে মৃৎশিল্পীরা জানাচ্ছেন, গত মার্চ মাস থেকেই আসছে না গঙ্গা মাটি । ফলে অনিশ্চিত হয়ে পড়েছে দুর্গা প্রতিমা গড়ার কাজ ৷ কী করে যে সমাধান হবে, তা কেউ বলতে পারছে না ।

গঙ্গা মাটি না মেলায় চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে (ইটিভি ভারত)

মৃৎশিল্পী হরিরঞ্জন ও অভিজিৎ রুদ্র পালদের কথায়, "গঙ্গামাটি প্রতিমা গড়ে তোলার ক্ষেত্রে এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ৷ গঙ্গার বেলে মাটি ও চলতি ভাষায় আটা মাটি মিশিয়ে প্রতিমার মূল অঙ্গগুলি তৈরি হয় । গঙ্গামাটি ছাড়া প্রতিমার মুখ, আঙ্গুল তৈরি করা যায় না । বিশেষ করে ফিনিশিং ক্ষেত্রে গঙ্গামাটি অত্যন্ত প্রয়োজনীয় । কিন্তু প্রশাসনিক জটিলতায় গত মার্চ মাসের শেষ থেকেই আসানসোলের কুমোরটুলি মহিশীলা কলোনিতে গঙ্গামাটি এসে পৌঁছচ্ছে না ।"

Durga idol
প্রতিমার কাজ সঠিক সময়ে শেষ করা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা (নিজস্ব ছবি)

জানা গিয়েছে, অতীতে দুর্গাপুজোর আগে ট্রাকে করে গঙ্গামাটি আসত । সেই মাটি ভাগ করে নিতেন মৃৎশিল্পীরা । কিন্তু এবছর মার্চ মাসের পরে আর মাটি ভর্তি সেই লরি আসেনি ৷ ফলে থমকে গিয়েছে ঠাকুর গড়ার কাজ ৷ আসানসোলের মহিশীলা কলোনিতে গিয়ে দেখা গেল বহু প্রতিমার আঙুল, মুখ-সহ অন্যান্য কাজ বাকি ৷ গঙ্গামাটির অভাবে প্রতিমা গড়ার কাজ শেষ করা যাচ্ছে না ।

কিন্তু কেন এই অন্তরায় ?

মৃৎশিল্পীরা জানাচ্ছেন, আসানসোলে মূলত পূর্ব বর্ধমানের কালনা, ধাত্রীগ্রাম থেকে গঙ্গা মাটি আসত । কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশিকা পাওয়ার পরেই প্রশাসনের তরফে গঙ্গার চর থেকে মাটি তোলার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে মাটি আর আসছে না ৷ আসানসোলের মৃৎশিল্পীদের স্পষ্ট বক্তব্য, গঙ্গা মাটি না পাওয়া গেলে প্রতিমার কাজ সম্পূর্ণ হবে না ৷ ফলে পুজোয় প্রতিমা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের কাছে । শিল্পী ও কারিগরদের আর্জি, অবিলম্বে এই সমস্যা মিটুক এবং যত দ্রুত সম্ভব গঙ্গামাটি আসুক মহিশীলায় মৃৎশিল্পীদের কারখানায় ৷

Durga idol
থমকে গিয়েছে দুর্গা প্রতিমা গড়ার কাজ (নিজস্ব ছবি)

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীর বুক থেকে বালি তোলার ফলে নদীর জল শোষণ ক্ষমতা কমে যাচ্ছে ৷ সেখানে রাফ বালি তোলার নাম করে নদীগর্ভ থেকে মাটি তুলে পাচার করা হচ্ছে ৷ কেটে নেওয়া হয় নদীর উর্বর মাটি ৷ এর ফলে একদিকে যেমন নদী তার অস্তিত্ব হারাচ্ছে, অন্যদিকে ভূগর্ভের জলস্তর নেমে যাচ্ছে ।

Durga idol
মার্চ মাস থেকে যোগান নেই গঙ্গামাটির (নিজস্ব ছবি)

পূর্ব বর্ধমানের কালনা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা কালনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ বাগ ইটিভি ভারতকে জানিয়েছেন, "নদীর বুক থেকে বালি বা মাটি তোলার ফলে নদীর ক্ষতি হচ্ছে । তাই প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা জুড়ে নদীর বুক থেকে মাটি বা বালি কাটার কাজ বন্ধ রাখা হয়েছে ৷ মাস ছয়েক আগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷" কী করে মাটি সমস্যার সমাধান বেরবে, তা নিয়ে মৃৎশিল্পীদের মাথায় হাত ৷ তাঁরা চাইছেন, দ্রুত এই সমস্যার রফাসূত্র বের করে সমাধান করুক রাজ্য প্রশাসন ৷

শুধুমাত্র আসানসোল নয়, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া প্রভৃতি জায়গা থেকে এই কুমোরটুলি মহিশীলা কলোনিতে আসে দুর্গাপুজোর প্রতিমা বানানোর বরাত ৷ আর তাই, অগস্ট মাসের শুরুর দিক থেকে চরম ব্যস্ততা বাড়ে এই মূর্তি তৈরির কারখানাগুলিতে ৷ এবারে সেই ছবিতেই বদল ঘটেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.