ETV Bharat / state

হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ব্যাহত হবে পরিষেবা, যাত্রী দুর্ভোগের আশঙ্কা - TRAIN CANCELLATION IN HOWRAH

জনাই রোড স্টেশনে জরুরি কাজের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ৷

TRAIN CANCELLATION IN HOWRAH
হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, ব্যাহত হবে পরিষেবা, যাত্রী দুর্ভোগের আশঙ্কা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2024, 4:56 PM IST

হাওড়া, 14 ডিসেম্বর: ফের ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে হাওড়া ডিভিশনে ৷ কারণ, এই ডিভিশনের জনাই রোডে 14-16 ডিসেম্বর (শনিবার থেকে সোমবার) জরুরি কাজের জন্য একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হবে বলেই জানিয়েছে পূর্ব রেল ।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার তালিকা -

14-15 ডিসেম্বর (শনি-রবিবার):

আপ কর্ড লাইন -

  • হাওড়া-বর্ধমান : 36811, 36817, 36827, 36855, 36823 ও 36851
  • হাওড়া-মশাগ্রাম: 36081, 36083 (শুধু শনিবার বাতিল), 36085 ও 36087
  • হাওড়া-গুড়াপ: 36071
  • হাওড়া-চন্দনপুর : 36031, 36033, 36035 ও36037
  • হাওড়া-বারুইপাড়া: 36011
  • শিয়ালদা-বারুইপাড়া: 32411 ও 32413

ডাউন কর্ড লাইন -

  • বর্ধমান- হাওড়া: 36812, 36814, 36818, 36838, 36852 ও 36856
  • চন্দনপুর-হাওড়া: 36032, 36034, 36036 ও 36038
  • গুড়াপ-হাওড়া: 36072
  • মশাগ্রাম-হাওড়া: 36082, 36084 (শুধু রবিবার বাতিল), 36086 ও 36088
  • বারুইপাড়া-হাওড়া: 36012
  • বারুইপাড়া-শিয়ালদা: 32412 ও 32414

আপ মেইন লাইন-

  • হাওড়া-ব্যান্ডেল: 37243, 37245 ও 37283
  • হাওড়া-মেমারি: 37655
  • হাওড়া-শেওড়াফুলি: 37059

ডাউন মেইন লাইন -

  • ব্যান্ডেল-হাওড়া: 37216, 37222 ও 37240
  • মেমারি-হাওড়া: 37656
  • শেওড়াফুলি-হাওড়া: 37060

16 ডিসেম্বর (সোমবার):

আপ কর্ড লাইন -

  • হাওড়া-বর্ধমান: 36811
  • হাওড়া-মশাগ্রাম: 36081
  • হাওড়া-গুড়াপ: 36071

ডাউন কর্ড লাইন -

  • বর্ধমান-হাওড়া: 36821
  • মশাগ্রাম-হাওড়া: 36082
  • গুড়াপ-হাওড়া: 36072

জারি করা একটি নির্দেশিকাতে পূর্ব রেল জানিয়েছে, ওই উল্লেখিত তিনদিন একাধিক ট্রেনকে অন্য পথে চালানো হবে ।

14 ডিসেম্বর যে ট্রেনগুলি আপ লাইনে নৈহাটি হয়ে ব্যান্ডেল-বর্ধমান পথে চালানো হবে, সেগুলি হল -

  • 12363 কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 12357 কলকাতা-অমৃৎসর দুর্গিয়ানা এক্সপ্রেস
  • 19414 কলকাতা-আমেদাবাদ জংশন এক্সপ্রেস
  • 12359 কলকাতা-পাটনা জংশন গরিব রথ এক্সপ্রেস
  • 13165 কলকাতা-সিতামারহি জংশন এক্সপ্রেস

15 ডিসেম্বর যে ট্রেনগুলি আপ লাইনে নৈহাটি হয়ে ব্যান্ডেল-বর্ধমান পথে চালানো হবে, সেগুলি হল -

  • 13161 কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
  • 13121 কলকাতা-গাজীপুর সিটি এক্সপ্রেস

14 ও 15 ডিসেম্বর 12377 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ও 12987 শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস নৈহাটি হয়ে ব্যান্ডেল-বর্ধমান পথে চালানো হবে ৷ 14 ডিসেম্বর ব্যান্ডেল-বর্ধমান রুট হয়ে চলবে 12311 হাওড়া-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷

ব্যান্ডেল-বর্ধমান রুট হয়ে শনিবার ও রবিবার চলবে 12369 হাওড়া-দেরদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12341 হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, 12333 হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, 11448 হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, 12311 হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ও 12321 হাওড়া-মুম্বই মেল ৷

14 ডিসেম্বর ডাউন লাইনে 13162 বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস ও 15 ডিসেম্বর 13168 আগ্রা ক্যান্টনমেন্ট-কলকাতা এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-নৈহাটি হয়ে চলবে ৷ ওই একই রুট দিয়ে 12988 আজমের-শিয়ালদহ এক্সপ্রেস শনি ও রবিবার চলবে ৷

16 ডিসেম্বর (সোমবার) 12360 পটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস, 15-16 ডিসেম্বর 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-নৈহাটি রুট হয়ে চলবে ৷

বর্ধমান-ব্যান্ডেল হয়ে যে ট্রেনগুলি চলবে, সেগুলি হল -

14 ডিসেম্বর (শনিবার)

  • 12332 জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস ৷

15 ডিসেম্বর (রবিবার)

  • 12370 দেরদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
  • 12342 আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস
  • 12334 প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি
  • 12312 কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস
  • 12342 আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস
  • 12334 প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস
  • 12312 কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস

14-15 ডিসেম্বর (শনি ও রবিবার)

  • 12322 মুম্বই-হাওড়া মেল
  • 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস
  • 11447 জব্বলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস

16 ডিসেম্বর (সোমবার)

  • 12328 দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস

এছাড়া 14 ও 15 ডিসেম্বর 13023 হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া থেকে 10 মিনিট দেরিতে ছাড়বে ।

হাওড়া, 14 ডিসেম্বর: ফের ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে হাওড়া ডিভিশনে ৷ কারণ, এই ডিভিশনের জনাই রোডে 14-16 ডিসেম্বর (শনিবার থেকে সোমবার) জরুরি কাজের জন্য একাধিক ট্রেনের পরিষেবা ব্যাহত হবে বলেই জানিয়েছে পূর্ব রেল ।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তার তালিকা -

14-15 ডিসেম্বর (শনি-রবিবার):

আপ কর্ড লাইন -

  • হাওড়া-বর্ধমান : 36811, 36817, 36827, 36855, 36823 ও 36851
  • হাওড়া-মশাগ্রাম: 36081, 36083 (শুধু শনিবার বাতিল), 36085 ও 36087
  • হাওড়া-গুড়াপ: 36071
  • হাওড়া-চন্দনপুর : 36031, 36033, 36035 ও36037
  • হাওড়া-বারুইপাড়া: 36011
  • শিয়ালদা-বারুইপাড়া: 32411 ও 32413

ডাউন কর্ড লাইন -

  • বর্ধমান- হাওড়া: 36812, 36814, 36818, 36838, 36852 ও 36856
  • চন্দনপুর-হাওড়া: 36032, 36034, 36036 ও 36038
  • গুড়াপ-হাওড়া: 36072
  • মশাগ্রাম-হাওড়া: 36082, 36084 (শুধু রবিবার বাতিল), 36086 ও 36088
  • বারুইপাড়া-হাওড়া: 36012
  • বারুইপাড়া-শিয়ালদা: 32412 ও 32414

আপ মেইন লাইন-

  • হাওড়া-ব্যান্ডেল: 37243, 37245 ও 37283
  • হাওড়া-মেমারি: 37655
  • হাওড়া-শেওড়াফুলি: 37059

ডাউন মেইন লাইন -

  • ব্যান্ডেল-হাওড়া: 37216, 37222 ও 37240
  • মেমারি-হাওড়া: 37656
  • শেওড়াফুলি-হাওড়া: 37060

16 ডিসেম্বর (সোমবার):

আপ কর্ড লাইন -

  • হাওড়া-বর্ধমান: 36811
  • হাওড়া-মশাগ্রাম: 36081
  • হাওড়া-গুড়াপ: 36071

ডাউন কর্ড লাইন -

  • বর্ধমান-হাওড়া: 36821
  • মশাগ্রাম-হাওড়া: 36082
  • গুড়াপ-হাওড়া: 36072

জারি করা একটি নির্দেশিকাতে পূর্ব রেল জানিয়েছে, ওই উল্লেখিত তিনদিন একাধিক ট্রেনকে অন্য পথে চালানো হবে ।

14 ডিসেম্বর যে ট্রেনগুলি আপ লাইনে নৈহাটি হয়ে ব্যান্ডেল-বর্ধমান পথে চালানো হবে, সেগুলি হল -

  • 12363 কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
  • 12357 কলকাতা-অমৃৎসর দুর্গিয়ানা এক্সপ্রেস
  • 19414 কলকাতা-আমেদাবাদ জংশন এক্সপ্রেস
  • 12359 কলকাতা-পাটনা জংশন গরিব রথ এক্সপ্রেস
  • 13165 কলকাতা-সিতামারহি জংশন এক্সপ্রেস

15 ডিসেম্বর যে ট্রেনগুলি আপ লাইনে নৈহাটি হয়ে ব্যান্ডেল-বর্ধমান পথে চালানো হবে, সেগুলি হল -

  • 13161 কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
  • 13121 কলকাতা-গাজীপুর সিটি এক্সপ্রেস

14 ও 15 ডিসেম্বর 12377 শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ও 12987 শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস নৈহাটি হয়ে ব্যান্ডেল-বর্ধমান পথে চালানো হবে ৷ 14 ডিসেম্বর ব্যান্ডেল-বর্ধমান রুট হয়ে চলবে 12311 হাওড়া-জম্মু তাওয়াই এক্সপ্রেস ৷

ব্যান্ডেল-বর্ধমান রুট হয়ে শনিবার ও রবিবার চলবে 12369 হাওড়া-দেরদুন কুম্ভ এক্সপ্রেস, 12339 হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, 12341 হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, 12333 হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, 11448 হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, 12311 হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ও 12321 হাওড়া-মুম্বই মেল ৷

14 ডিসেম্বর ডাউন লাইনে 13162 বালুরঘাট-কলকাতা এক্সপ্রেস ও 15 ডিসেম্বর 13168 আগ্রা ক্যান্টনমেন্ট-কলকাতা এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-নৈহাটি হয়ে চলবে ৷ ওই একই রুট দিয়ে 12988 আজমের-শিয়ালদহ এক্সপ্রেস শনি ও রবিবার চলবে ৷

16 ডিসেম্বর (সোমবার) 12360 পটনা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস, 15-16 ডিসেম্বর 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস বর্ধমান-ব্যান্ডেল-নৈহাটি রুট হয়ে চলবে ৷

বর্ধমান-ব্যান্ডেল হয়ে যে ট্রেনগুলি চলবে, সেগুলি হল -

14 ডিসেম্বর (শনিবার)

  • 12332 জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস ৷

15 ডিসেম্বর (রবিবার)

  • 12370 দেরদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
  • 12342 আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস
  • 12334 প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি
  • 12312 কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস
  • 12342 আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস
  • 12334 প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস
  • 12312 কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস

14-15 ডিসেম্বর (শনি ও রবিবার)

  • 12322 মুম্বই-হাওড়া মেল
  • 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস
  • 11447 জব্বলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস

16 ডিসেম্বর (সোমবার)

  • 12328 দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস

এছাড়া 14 ও 15 ডিসেম্বর 13023 হাওড়া-গয়া এক্সপ্রেস হাওড়া থেকে 10 মিনিট দেরিতে ছাড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.