ETV Bharat / state

নিম্নচাপের বৃষ্টিতে দফারফা আম চাষ, বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কায় চাষিরা - Malda Mango Cultivation - MALDA MANGO CULTIVATION

Malda Mango Cultivation: একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদার আমচাষ ৷ এই বছর এমনিতেই মুকুল দেরিতে এসেছে ৷ তার উপর হচ্ছে বৃষ্টিও ৷ ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষিদের ৷ যদিও আমচাষিদের এখনই হতাশ হতে বারণ করছেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা ৷

Malda Mango Cultivation
বৃষ্টিতে দফারফা আম চাষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 10:16 PM IST

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদার আমচাষ

মালদা, 22 মার্চ: অকাল নিম্নচাপ ৷ টানা 36 ঘণ্টা ধরে অঝোরে বৃষ্টি ৷ মরশুমে দফারফা মালদার আম চাষের ৷ এখনও আকাশ পুরোপুরি মেঘমুক্ত নয় ৷ দিনের বেশিরভাগ সময় সূর্যের মুখ ঢাকা ৷ এই আবহাওয়ায় মুকুলের সর্বনাশের আশঙ্কা করছেন আমচাষিরা ৷ আাশঙ্কা, অকাল বৃষ্টিতে এবার আমের মরশুমে ভালো ফলন হবে না ৷ প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হবে চাষিদের ৷ যদিও এখনই তাঁদের হতাশ হতে বারণ করছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা ৷ তাঁদের বক্তব্য, এই বৃষ্টিতে অপকার নয়, বরং আম আর লিচু চাষের উপকারই হয়েছে ৷

মালদা জেলার অর্থনীতি মূলত ভিত্তি করে আমের উপর ৷ এবার জেলায় 31 হাজার 600 হেক্টর জমিতে আম চাষ হয়েছে ৷ এখনও সব প্রজাতির গাছে একসঙ্গে মুকুল আসেনি ৷ মাত্র 20 শতাংশ গাছে আগাম মুকুল এলেও, বাকি 80 শতাংশ গাছে ফাল্গুনের তৃতীয় সপ্তাহে মুকুল দেখা দিয়েছিল ৷ গত বছর জেলায় আমের রেকর্ড উৎপাদন হয়েছিল ৷ উৎপাদিত হয়েছিল তিন লাখ 75 হাজার মেট্রিক টন আম ৷ চৈত্রের অকাল বৃষ্টিতে এবার দেরিতে আসা মুকুলেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে চাষিদের দাবি ৷

যদিও আমচাষিদের এখনই হতাশ হতে বারণ করছেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যানপালন বিজ্ঞানী ড. শুদ্ধশুচি দাস ৷ চাষিদের আাশ্বস্ত করে তিনি বলেন, " দিনভর বৃষ্টিতে আমচাষিরা ক্ষতির আশঙ্কা করছেন ৷ কিন্তু এই সময় আমগাছের গোড়ায় যেমন জল দিতে হয়, তেমনই গাছে জল স্প্রে করতে হয় ৷ এতে গুটির স্থায়িত্ব বাড়ে ৷ বোঁটা শক্ত হয় ৷ এবার কিছু গাছে মুকুল আগে আসলেও অনেক গাছে দেরিতে এসেছে ৷ ফলে কিছু গাছে ফল ধরে গিয়েছে ৷ সেই গাছের ক্ষেত্রে এই বৃষ্টি উপকার হবে ৷ মুকুল কালো হয়ে যেতে পারে ৷ এতে হতাশার কিছু নেই ৷ যে মুকুলে খুব ছোট ফল ধরেছে, বৃষ্টিতে সেগুলির উপকার হবে ৷ তাছাড়া সব মুকুলে ফল ধরে না ৷ এই অবস্থায় মুকুলে কোনও ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে ৷ ফলে বৃষ্টির পর ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকবে না ৷"

অনেকটা একই সুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিজ্ঞানী ড. পারমিতা ভৌমিকের গলাতেও ৷ তাঁর কথায়, "এখন আমগাছে কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই ৷ শুধু ছত্রাকনাশক স্প্রে করলেই হবে ৷ তবে চাষিরা যেন নতুন মলিকুলের ছত্রাকনাশক ব্যবহার করেন ৷ লিচুর ক্ষেত্রে ছত্রাকনাশক এবং কীটনাশক, দুটোই স্প্রে করতে হবে ৷ কারণ, লিচুগাছে এই সময় ছোট ফল ধরে যাওয়ার কথা ৷ এই সময় তাতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণের সম্ভাবনা থাকে ৷"

আরও পড়ুন:

  1. কনকনে শীতের দোসর ঘন কুয়াশা, আম গাছে মুকুল ধরতে দেরি; সমস্যায় কৃষকরা
  2. কালবৈশাখী ঝড়ে পড়ে যাচ্ছে আম, সিদুঁরে মেঘ দেখছেন আমচাষিরা

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদার আমচাষ

মালদা, 22 মার্চ: অকাল নিম্নচাপ ৷ টানা 36 ঘণ্টা ধরে অঝোরে বৃষ্টি ৷ মরশুমে দফারফা মালদার আম চাষের ৷ এখনও আকাশ পুরোপুরি মেঘমুক্ত নয় ৷ দিনের বেশিরভাগ সময় সূর্যের মুখ ঢাকা ৷ এই আবহাওয়ায় মুকুলের সর্বনাশের আশঙ্কা করছেন আমচাষিরা ৷ আাশঙ্কা, অকাল বৃষ্টিতে এবার আমের মরশুমে ভালো ফলন হবে না ৷ প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হবে চাষিদের ৷ যদিও এখনই তাঁদের হতাশ হতে বারণ করছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা ৷ তাঁদের বক্তব্য, এই বৃষ্টিতে অপকার নয়, বরং আম আর লিচু চাষের উপকারই হয়েছে ৷

মালদা জেলার অর্থনীতি মূলত ভিত্তি করে আমের উপর ৷ এবার জেলায় 31 হাজার 600 হেক্টর জমিতে আম চাষ হয়েছে ৷ এখনও সব প্রজাতির গাছে একসঙ্গে মুকুল আসেনি ৷ মাত্র 20 শতাংশ গাছে আগাম মুকুল এলেও, বাকি 80 শতাংশ গাছে ফাল্গুনের তৃতীয় সপ্তাহে মুকুল দেখা দিয়েছিল ৷ গত বছর জেলায় আমের রেকর্ড উৎপাদন হয়েছিল ৷ উৎপাদিত হয়েছিল তিন লাখ 75 হাজার মেট্রিক টন আম ৷ চৈত্রের অকাল বৃষ্টিতে এবার দেরিতে আসা মুকুলেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে চাষিদের দাবি ৷

যদিও আমচাষিদের এখনই হতাশ হতে বারণ করছেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যানপালন বিজ্ঞানী ড. শুদ্ধশুচি দাস ৷ চাষিদের আাশ্বস্ত করে তিনি বলেন, " দিনভর বৃষ্টিতে আমচাষিরা ক্ষতির আশঙ্কা করছেন ৷ কিন্তু এই সময় আমগাছের গোড়ায় যেমন জল দিতে হয়, তেমনই গাছে জল স্প্রে করতে হয় ৷ এতে গুটির স্থায়িত্ব বাড়ে ৷ বোঁটা শক্ত হয় ৷ এবার কিছু গাছে মুকুল আগে আসলেও অনেক গাছে দেরিতে এসেছে ৷ ফলে কিছু গাছে ফল ধরে গিয়েছে ৷ সেই গাছের ক্ষেত্রে এই বৃষ্টি উপকার হবে ৷ মুকুল কালো হয়ে যেতে পারে ৷ এতে হতাশার কিছু নেই ৷ যে মুকুলে খুব ছোট ফল ধরেছে, বৃষ্টিতে সেগুলির উপকার হবে ৷ তাছাড়া সব মুকুলে ফল ধরে না ৷ এই অবস্থায় মুকুলে কোনও ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে ৷ ফলে বৃষ্টির পর ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকবে না ৷"

অনেকটা একই সুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিজ্ঞানী ড. পারমিতা ভৌমিকের গলাতেও ৷ তাঁর কথায়, "এখন আমগাছে কীটনাশক প্রয়োগের প্রয়োজন নেই ৷ শুধু ছত্রাকনাশক স্প্রে করলেই হবে ৷ তবে চাষিরা যেন নতুন মলিকুলের ছত্রাকনাশক ব্যবহার করেন ৷ লিচুর ক্ষেত্রে ছত্রাকনাশক এবং কীটনাশক, দুটোই স্প্রে করতে হবে ৷ কারণ, লিচুগাছে এই সময় ছোট ফল ধরে যাওয়ার কথা ৷ এই সময় তাতে ফল ছিদ্রকারী পোকার আক্রমণের সম্ভাবনা থাকে ৷"

আরও পড়ুন:

  1. কনকনে শীতের দোসর ঘন কুয়াশা, আম গাছে মুকুল ধরতে দেরি; সমস্যায় কৃষকরা
  2. কালবৈশাখী ঝড়ে পড়ে যাচ্ছে আম, সিদুঁরে মেঘ দেখছেন আমচাষিরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.