কলকাতা, 8 ফেব্রুয়ারি: শহরকে পরিষ্কার রাখার আবেদন করে বাংলা ভাষায় কলকাতা জুড়ে লাগানো হল হোর্ডিং ৷ পরে হিন্দি ও ইংরেজি ভাষাতেও হোর্ডিং লাগানো হবে কলকাতা পুরনিগমের তরফে ৷
সম্প্রতি বিশ্ব বাণিজ্য সম্মেলনে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যথেচ্ছ পান ও গুটখার পিক ফেলা নিয়ে বিধানসভায় কঠোর আইন আনা হবে । সেই পথে হেঁটেই এবার নাগরিক সচেতনতায় শহর জুড়ে বাংলায় লেখা হোর্ডিং লাগালো কলকাতা পুরনিগম । তাতে, যথেচ্ছ থুথু বা পিক ফেলা থেকে বিরত থাকতে আবেদন করেছে কর্তৃপক্ষ । পাশাপাশি গাড়ি থেকে পিক ফেললে ওই গাড়ির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা বা জরিমানা যাতে করা যায়, সেই লক্ষ্যেও আইন সংশোধন নিয়ে পরিকল্পনা শুরু করল কলকাতা পুরনিগম ।
![caution on spitting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-kol-kmc-spitting-notice-7210726_08022025174417_0802f_1739016857_442.jpg)
থুথু বা পান, গুটখার পিক যথেচ্ছ ফেললে জরিমানা করার আইন রয়েছে ৷ অভিযোগ, জরিমানা করার মতো পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে দেখা যায় না । ফলে বেপরোয়াভাবেই যথেচ্ছ থুথু ও পিক ফেলছেন লোকজন । শুধু তাই নয়, অনেক জায়গাতে প্রকাশ্যেই পথ ঘাটের ধারে প্রস্রাব করতেও দেখা যায় । যার ফলে দুর্গন্ধ বা অপরিষ্কার হয় রাস্তা থেকে প্রতিষ্ঠান বা ফুটপাথ চত্বর । সেই পরিস্থিতির বদল চেয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তাঁর মন্ত্রিসভার সদস্য ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও এবার শহর পরিষ্কার রাখতে করলেন পদক্ষেপ । শহরজুড়ে শুরু হল সাধারণ জনতাকে সচেতন করার কর্মকাণ্ড । এদিন শহরের বিভিন্ন রাস্তায় বাতিস্তম্ভ থেকে সেতুর পিলারে কলকাতা পুরনিগমের তরফে বাংলা ভাষায় লেখা হোর্ডিং লাগানো হয় । তাতে লেখা, 'কলকাতা আমাদের গর্বের শহর । যত্রতত্র থুথু ফেলবেন না । এই শহরকে পরিষ্কার রাখুন ।'
![caution on spitting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-kol-kmc-spitting-notice-7210726_08022025174417_0802f_1739016857_978.jpg)
পুরনিগম সূত্রে খবর, বাংলা ভাষায় এই হোর্ডিং গোটা কলকাতার ছোট বড় রাস্তা, অফিস পাড়া, বড় প্রতিষ্ঠান, বাজার এলাকা, ধর্মীয় স্থানে কাছাকাছি লাগানো হবে ৷ যেখানে বেশি মানুষজনের চোখে পড়বে ।
![caution on spitting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-kol-kmc-spitting-notice-7210726_08022025174417_0802f_1739016857_334.jpg)
এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ বলেন, "মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন, আমাদের আগে আইন ছিল, সেই আইন আরও কঠোর হবে সংশোধন হয়ে । আগে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলছে । এতদিন কেউ প্রকাশ্যে প্রস্রাব করলে বা থুথু, পিক ফেললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত । কিন্তু দেখা যায় গাড়ি থেকে যথেচ্ছ ভাবে পিক ফেলা হয় । আমরা আইন সংশোধন করব যাতে সেই অভিযুক্ত গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা জরিমানা করা যায় । এখন বাংলা ভাষায় হোর্ডিং লাগানো হচ্ছে এরপর হিন্দি ও ইংরেজি আরও দুই ভাষায় হোর্ডিং লাগানো হবে শহর জুড়ে ।"
![caution on spitting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-02-2025/wb-kol-kmc-spitting-notice-7210726_08022025174417_0802f_1739016857_723.jpg)