ETV Bharat / state

মমতার তৈরি করা ভস্মাসুরই তাঁকে জ্বালিয়ে গিলে খাবে, সন্দেশখালি নিয়ে কটাক্ষ দিলীপের - সন্দেশখালি

Dilip Ghosh slams Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ভস্মাসুরই তাঁকে পুড়িয়ে গিলে খাবে ৷ সন্দেশখালির ঘটনা নিয়ে এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 5:18 PM IST

মেদিনীপুর, 12 ফেব্রুয়ারি: মেদিনীপুরে এক দলীয় কর্মসূচিতে গিয়ে সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । শেখ শাহজাহান ও তাঁর দুই সাগরেদ কেন এখনও গ্রেফতার হয়নি এই প্রশ্ন তোলার পাশাপাশি দিলীপ বলেন, তৃণমূল নেত্রীর তৈরি করা ভস্মাসুরই একদিন তাঁকে জ্বালিয়ে গিলে খাবে ৷ এ দিন দেব প্রসঙ্গেও শাসকদলকে কটাক্ষ করেন দিলীপ ৷

মেদিনীপুরে একটি কর্মসূচিতে গিয়ে সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "গোটা রাজ্যজুড়েই ছোট ছোট সন্দেশখালি তৈরি হয়ে গিয়েছে । আর এখানে মহিলাদের কোনও সম্মান নেই, সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই । যাঁদের বিরুদ্ধে অভিযোগ হয়, তাঁরা গ্রেফতার হন না বরং অন্যেরা অ্যারেস্ট হয়ে যায় । পুলিশ রাত্রিবেলায় গুন্ডাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় সাধারণ মানুষকে । চুনোপটিকে গ্রেফতার করেছে পুলিশ । শাহাজাহান কোথায় ! শিবুই বা কোথায় ! মমতা বন্দ্যোপাধ্যায় যে ভস্মাসুরকে তৈরি করেছেন, এই ভস্মাসুর একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্বালিয়ে গিলে খাবে । সেইদিন তাঁর রাজনীতি শেষ হবে ৷ তাঁর সর্বনাশের দিন শুরু হয়ে গিয়েছে ।"

এ দিন সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভেরও নিন্দা করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এ রকম ঘটনায় রাজ্যপালকেও ছাড়া হয় না । তাঁকেও বাধা দেওয়া হয় । এর আগেও ভোটের পরবর্তীকালে আমরা দেখেছি রাজ্যপাল গেলে সেখানে তাঁর পা ধরে আক্রান্ত মহিলাদের কান্নাকাটি করার ছবি । আজকে তার চেয়েও ভয়ংকর অবস্থা ।" এই ইস্যুতে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড হওয়া নিয়েও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ ৷

এ দিন আরামবাগের সভায় সাংসদ দেবকে নিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন দিলীপ ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেবদেবীকে হাতছাড়া করতে চাইছেন না । আর এক দেবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । তিনি হলেন বসিরহাটের এমপি । যিনি চকোলেট ডে, ভ্যালেন্টাইনস ডে পালন করছেন, ডগ ডে করছেন । ভোটের আগে যিনি বলেছিলেন, আমি আপনাদের লোক, আপনাদের সঙ্গেই থাকব, তারপর আর খুঁজে পাওয়া যায়নি । কেবলমাত্র তিনি তাঁর নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সামান্য সেনসিটিভিটি নেই ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পথে বাসন্তী হাইওয়ের কাছে বিজেপি বিধায়কদের বাস আটকাল পুলিশ
  2. অভিযুক্তরা সকলেই সম্ভবত গ্রেফতার হয়েছে, সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
  3. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড

মেদিনীপুর, 12 ফেব্রুয়ারি: মেদিনীপুরে এক দলীয় কর্মসূচিতে গিয়ে সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । শেখ শাহজাহান ও তাঁর দুই সাগরেদ কেন এখনও গ্রেফতার হয়নি এই প্রশ্ন তোলার পাশাপাশি দিলীপ বলেন, তৃণমূল নেত্রীর তৈরি করা ভস্মাসুরই একদিন তাঁকে জ্বালিয়ে গিলে খাবে ৷ এ দিন দেব প্রসঙ্গেও শাসকদলকে কটাক্ষ করেন দিলীপ ৷

মেদিনীপুরে একটি কর্মসূচিতে গিয়ে সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, "গোটা রাজ্যজুড়েই ছোট ছোট সন্দেশখালি তৈরি হয়ে গিয়েছে । আর এখানে মহিলাদের কোনও সম্মান নেই, সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই । যাঁদের বিরুদ্ধে অভিযোগ হয়, তাঁরা গ্রেফতার হন না বরং অন্যেরা অ্যারেস্ট হয়ে যায় । পুলিশ রাত্রিবেলায় গুন্ডাদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় সাধারণ মানুষকে । চুনোপটিকে গ্রেফতার করেছে পুলিশ । শাহাজাহান কোথায় ! শিবুই বা কোথায় ! মমতা বন্দ্যোপাধ্যায় যে ভস্মাসুরকে তৈরি করেছেন, এই ভস্মাসুর একদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্বালিয়ে গিলে খাবে । সেইদিন তাঁর রাজনীতি শেষ হবে ৷ তাঁর সর্বনাশের দিন শুরু হয়ে গিয়েছে ।"

এ দিন সন্দেশখালি যাওয়ার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ঘিরে বিক্ষোভেরও নিন্দা করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এ রকম ঘটনায় রাজ্যপালকেও ছাড়া হয় না । তাঁকেও বাধা দেওয়া হয় । এর আগেও ভোটের পরবর্তীকালে আমরা দেখেছি রাজ্যপাল গেলে সেখানে তাঁর পা ধরে আক্রান্ত মহিলাদের কান্নাকাটি করার ছবি । আজকে তার চেয়েও ভয়ংকর অবস্থা ।" এই ইস্যুতে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের সাসপেন্ড হওয়া নিয়েও শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি সাংসদ ৷

এ দিন আরামবাগের সভায় সাংসদ দেবকে নিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন দিলীপ ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেবদেবীকে হাতছাড়া করতে চাইছেন না । আর এক দেবীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না । তিনি হলেন বসিরহাটের এমপি । যিনি চকোলেট ডে, ভ্যালেন্টাইনস ডে পালন করছেন, ডগ ডে করছেন । ভোটের আগে যিনি বলেছিলেন, আমি আপনাদের লোক, আপনাদের সঙ্গেই থাকব, তারপর আর খুঁজে পাওয়া যায়নি । কেবলমাত্র তিনি তাঁর নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সামান্য সেনসিটিভিটি নেই ।"

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পথে বাসন্তী হাইওয়ের কাছে বিজেপি বিধায়কদের বাস আটকাল পুলিশ
  2. অভিযুক্তরা সকলেই সম্ভবত গ্রেফতার হয়েছে, সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
  3. সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু-সহ 6 বিজেপি বিধায়ক সাসপেন্ড
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.