ETV Bharat / state

প্রচারে গিয়ে মাছ ধরলেন দিলীপ, শিয়ালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিশানা তৃণমূলকে - ASSEMBLY BYE ELECTIONS 2024

তালডাংরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে ছিপ হাতে মাছ ধরতে নামলেন দিলীপ ঘোষ ৷ সেখান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া অভিযোগ করলেন তিনি ৷

ASSEMBLY BYE ELECTIONS 2024
তালডাংরায় উপনির্বাচনের প্রচারে গিয়ে মাছ ধরলেন দিলীপ ঘোষ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 2:04 PM IST

বাঁকুড়া, 10 নভেম্বর: তালডাংরা উপনির্বাচনের প্রচারে বাঁকুড়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ সাতসকালে প্রচারে জনসংযোগে নেমে মাছ ধরলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ৷ সেখানেই শিয়ালদার বৈঠকখানা রোডে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে বিঁধলেন দিলীপ ৷ অভিযোগ করলেন, পশ্চিমবঙ্গে সরকার ও দুষ্কৃতীদের বন্ধুত্বের সম্পর্ক ৷

শনিবার রাতে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে শিয়ালদা বৈঠকখানা বাজারের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও 90 রাউন্ড কার্তুজ-সহ 1 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ৷ যে ঘটনায় পুরোপুরি রাজ্য পুলিশ প্রশাসন এবং শাসকদলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ ৷

শিয়ালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের ৷ (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, "পশ্চিমবঙ্গে সরকারের নয়, দুষ্কৃতীদের শাসন চলছে ৷ তৃণমূলের মদতে দুষ্কৃতীরা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে ৷ এখানে সমাজবিরোধীরা সরকারকে ভয় পায় না ৷ সরকার ও দুষ্কৃতীদের মধ্যে বন্ধুত্ব রয়েছে ৷ তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে শাসকদল ৷

দিলীপের দাবি, উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে সরকার কঠোর হতেই, সেখানকার দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গ সরকারের নিরাপদ আশ্রয়ে আস্তানা নিয়েছে ৷ আর তৃণমূল তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য, পুরোপুরি সাহায্য করছে বলেও অভিযোগ দিলীপের ৷ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপাল থেকে বেআইনি অনুপ্রবেশের বিষয়টিও তুলে ধরেন তিনি ৷

সম্প্রতি একাধিক রাজ্য সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে না-গিয়ে, ভুয়ো অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ সামনে এসেছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "কোনদিকে তাকাবেন ? সরকারের যে কোনও দফতরে যান দুর্নীতি পাবেন ৷ সিবিআই রাজ্যে একাধিক দুর্নীতির মামলার তদন্ত করছে ৷ কিন্তু, তারাও ক্লান্ত ৷ এটাও সরকারের সেই দুর্নীতির একটা অংশ ৷ এই সবের সুরাহা একদিন মানুষ ঠিক করবে ৷"

বাঁকুড়া, 10 নভেম্বর: তালডাংরা উপনির্বাচনের প্রচারে বাঁকুড়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ ৷ সাতসকালে প্রচারে জনসংযোগে নেমে মাছ ধরলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ৷ সেখানেই শিয়ালদার বৈঠকখানা রোডে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে বিঁধলেন দিলীপ ৷ অভিযোগ করলেন, পশ্চিমবঙ্গে সরকার ও দুষ্কৃতীদের বন্ধুত্বের সম্পর্ক ৷

শনিবার রাতে কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে শিয়ালদা বৈঠকখানা বাজারের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও 90 রাউন্ড কার্তুজ-সহ 1 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ৷ যে ঘটনায় পুরোপুরি রাজ্য পুলিশ প্রশাসন এবং শাসকদলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ ৷

শিয়ালদায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের ৷ (ইটিভি ভারত)

তাঁর অভিযোগ, "পশ্চিমবঙ্গে সরকারের নয়, দুষ্কৃতীদের শাসন চলছে ৷ তৃণমূলের মদতে দুষ্কৃতীরা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে ৷ এখানে সমাজবিরোধীরা সরকারকে ভয় পায় না ৷ সরকার ও দুষ্কৃতীদের মধ্যে বন্ধুত্ব রয়েছে ৷ তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে শাসকদল ৷

দিলীপের দাবি, উত্তরপ্রদেশ ও বিহারের মতো রাজ্যে সরকার কঠোর হতেই, সেখানকার দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গ সরকারের নিরাপদ আশ্রয়ে আস্তানা নিয়েছে ৷ আর তৃণমূল তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য, পুরোপুরি সাহায্য করছে বলেও অভিযোগ দিলীপের ৷ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপাল থেকে বেআইনি অনুপ্রবেশের বিষয়টিও তুলে ধরেন তিনি ৷

সম্প্রতি একাধিক রাজ্য সরকারি প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে না-গিয়ে, ভুয়ো অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ সামনে এসেছে ৷ যা নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, "কোনদিকে তাকাবেন ? সরকারের যে কোনও দফতরে যান দুর্নীতি পাবেন ৷ সিবিআই রাজ্যে একাধিক দুর্নীতির মামলার তদন্ত করছে ৷ কিন্তু, তারাও ক্লান্ত ৷ এটাও সরকারের সেই দুর্নীতির একটা অংশ ৷ এই সবের সুরাহা একদিন মানুষ ঠিক করবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.