ETV Bharat / state

একাধিক অন্যায়ের সঙ্গে যুক্ত সঞ্জয়কে কেন পুলিশ ভলান্টিয়ার করা হল ? আরজি কর-কাণ্ডে প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 8:21 AM IST

Union Education Minister Dharmendra Pradhan on RG Kar Issue: কলকাতায় এসে আরজি কর ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ মুখ্যমন্ত্রী ও সিপির পদত্যাগ চাইলেন সুকান্ত মজুমদার ৷

Sukanta Majumdar
সুকান্ত মজুমদার ও ধর্মেন্দ্র প্রধান (ইটিভি ভারত)

কলকাতা, 21 অগস্ট: আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা ও ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন তিনি ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

সুকান্ত মজুমদার ও ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য (ইটিভি ভারত)
আরজি কর প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন,"যে সঞ্জয় রায়কে আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় কলকাতা পুলিশের ভলান্টিয়ার ছিল । যেমনটা জানা যাচ্ছে যে, সে এর আগেও একাধিক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল । তা সত্ত্বেও তাঁকে পুলিশের ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছিল । মানুষকে সুরক্ষা দেওয়ার কাজে কী করে এই সঞ্জয় রায়কে ভলান্টিয়ার করা হল ? এর থেকেই রাজ্যে সরকারের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে । এই ঘটনায় রাজ্যের অল্পবয়সিদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে । তাই এই প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছে । এই ঘটনাকে যেভাবে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট । এই ঘটনায় রাজ্যের চূড়ান্ত অকর্মণ্যতা ও ব্যর্থতার পরিচয় পাওয়া যা ।" অন্যদিকে, আরজি কর হাসপাতালে সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নিয়ে মোতায়েনের নির্দেশ নিয়ে সুকান্ত মজুমদার জানান, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের যে রাজ্যের উপর কোনও ভরসা যেই সেটাই প্রমাণিত হল এই নির্দেশে । পুলিশের উপরেও কোনও ভরসা নেই সুপ্রিম কোর্টের । তাই বিজেপি বারবার রাজ্যের পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছে । এছাড়াও নগরপাল বিনীত গোয়েলের অপসারণেরও দাবি জানায় গেরুয়া শিবির । কমপক্ষে তাঁকে কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত ।"

কলকাতা, 21 অগস্ট: আরজি কর কাণ্ডের তীব্র নিন্দা ও ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য সরকারের সমালোচনায় সরব হলেন তিনি ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

সুকান্ত মজুমদার ও ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য (ইটিভি ভারত)
আরজি কর প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন,"যে সঞ্জয় রায়কে আরজি কর কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় কলকাতা পুলিশের ভলান্টিয়ার ছিল । যেমনটা জানা যাচ্ছে যে, সে এর আগেও একাধিক অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল । তা সত্ত্বেও তাঁকে পুলিশের ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত করা হয়েছিল । মানুষকে সুরক্ষা দেওয়ার কাজে কী করে এই সঞ্জয় রায়কে ভলান্টিয়ার করা হল ? এর থেকেই রাজ্যে সরকারের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে । এই ঘটনায় রাজ্যের অল্পবয়সিদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে । তাই এই প্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্ট একাধিক কড়া পর্যবেক্ষণ দিয়েছে । এই ঘটনাকে যেভাবে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট । এই ঘটনায় রাজ্যের চূড়ান্ত অকর্মণ্যতা ও ব্যর্থতার পরিচয় পাওয়া যা ।" অন্যদিকে, আরজি কর হাসপাতালে সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নিয়ে মোতায়েনের নির্দেশ নিয়ে সুকান্ত মজুমদার জানান, ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের যে রাজ্যের উপর কোনও ভরসা যেই সেটাই প্রমাণিত হল এই নির্দেশে । পুলিশের উপরেও কোনও ভরসা নেই সুপ্রিম কোর্টের । তাই বিজেপি বারবার রাজ্যের পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছে । এছাড়াও নগরপাল বিনীত গোয়েলের অপসারণেরও দাবি জানায় গেরুয়া শিবির । কমপক্ষে তাঁকে কমপালসারি ওয়েটিংয়ে পাঠানো উচিত ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.