ETV Bharat / state

পুলিশি অভিযানে উদ্ধার 2 হাজার লিটার মদ - COPS SEIZE LIQUOR - COPS SEIZE LIQUOR

Police Seized Illegal Liquor: ধনিয়াখালি থানার পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি মদ ৷ অভিযোগ, দেশি- বিদেশি কোম্পানির মদ বেআইনিভাবে বিক্রি হয় ৷ ঘটনায় 2 ব্যবসয়ীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Police Seized Illegal Liquor
2 হাজার লিটারের বেশি নামী-দামি কোম্পানির মদ উদ্ধার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 2:01 PM IST

ধনেখালি, 3 অগস্ট: বিপুল বেআইনি মদ উদ্ধার ধনেখালি থানার পুলিশের ৷ উদ্ধার হওয়া মদের মূল্য প্রায় 11 টাকার কাছাকাছি ৷ শুক্রবার রাতে হুগলি গ্রামীণ পুলিশ অভিযান চালায় ধনেখালির গোপীনগর এলাকায়। সেখানেই বিপুল পরিমাণের দেশি- বিদেশি বেআইনি মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার 2 ৷

পুলিশ সূত্রে খবর, এদিন ধনিয়াখালি এলাকার দু’টি হোটেল অভিযান চালায় পুলিশ ৷ সেই অভিযানে 2228 লিটার পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে ৷ এই ঘটনায় 2 জন ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ। এই বেআইনি ব্যবসায় আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল, গোপিনগর এলাকার দু‘টি খাবারের হোটেলে বেআইনি মদ বিক্রির অভিযোগ আসছিল ৷ সেইমতোই এদিন ওই দুই হোটেলে হানা দেয় ধনিয়াখালি থানার পুলিশ ৷ দোকানের ভিতরে বিপুল পরিমাণে অবৈধ মদ মজুত ছিল ৷ দোকান দু’টির কাছে মদ বিক্রির কোনও বৈধ কোনও অনুমতিপত্র ছিল না। প্রায় দু বছর বেআইনিভাবে মদ বিক্রি করত। । দুটি দোকান থেকে 1 হাজার 50 লিটার দেশী মদ এবং 1 হাজার 178 লিটার বিভিন্ন নামীদামী কোম্পানীর মদ উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া মদের বাজার মূল্য 10 লক্ষ 28 হাজার 840 টাকা ৷

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাস্তায় দিয়ে যাতায়াতকারী বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীদের মদ বিক্রি করত তারা । অনেক সময় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়ে চালকদের মদ্যপানের ঘটনাও সামনে আসছিল ৷ এই পুলিশি অভিযানের পর এই রাস্তায় দুর্ঘটনার প্রবনতা অনেকটা কমবে বলে পুলিশের দাবি।

ধনেখালি, 3 অগস্ট: বিপুল বেআইনি মদ উদ্ধার ধনেখালি থানার পুলিশের ৷ উদ্ধার হওয়া মদের মূল্য প্রায় 11 টাকার কাছাকাছি ৷ শুক্রবার রাতে হুগলি গ্রামীণ পুলিশ অভিযান চালায় ধনেখালির গোপীনগর এলাকায়। সেখানেই বিপুল পরিমাণের দেশি- বিদেশি বেআইনি মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ ঘটনায় গ্রেফতার 2 ৷

পুলিশ সূত্রে খবর, এদিন ধনিয়াখালি এলাকার দু’টি হোটেল অভিযান চালায় পুলিশ ৷ সেই অভিযানে 2228 লিটার পরিমাণ বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে ৷ এই ঘটনায় 2 জন ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে পুলিশ। এই বেআইনি ব্যবসায় আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল, গোপিনগর এলাকার দু‘টি খাবারের হোটেলে বেআইনি মদ বিক্রির অভিযোগ আসছিল ৷ সেইমতোই এদিন ওই দুই হোটেলে হানা দেয় ধনিয়াখালি থানার পুলিশ ৷ দোকানের ভিতরে বিপুল পরিমাণে অবৈধ মদ মজুত ছিল ৷ দোকান দু’টির কাছে মদ বিক্রির কোনও বৈধ কোনও অনুমতিপত্র ছিল না। প্রায় দু বছর বেআইনিভাবে মদ বিক্রি করত। । দুটি দোকান থেকে 1 হাজার 50 লিটার দেশী মদ এবং 1 হাজার 178 লিটার বিভিন্ন নামীদামী কোম্পানীর মদ উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া মদের বাজার মূল্য 10 লক্ষ 28 হাজার 840 টাকা ৷

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাস্তায় দিয়ে যাতায়াতকারী বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীদের মদ বিক্রি করত তারা । অনেক সময় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়ে চালকদের মদ্যপানের ঘটনাও সামনে আসছিল ৷ এই পুলিশি অভিযানের পর এই রাস্তায় দুর্ঘটনার প্রবনতা অনেকটা কমবে বলে পুলিশের দাবি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.