ঘাটাল, 14 মার্চ: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তবে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূলের তরফে। 2024 লোকসভা নির্বাচনে ঘাটালে প্রার্থী আগের দু'বারের (2014, 2019) জেতা সাংসদ অভিনেতা দেব। এবার প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার তিনি প্রথম এলেন রোড-শো করতে। বিপুল মানুষের জনসমগমে তিনি হেঁটে রোড-শো করলেন ঘাটাল এলাকায়। যদিও রোড-শো'র আগে তিনি সাংবাদিক বৈঠক করেন। ওই বৈঠকে তাঁর বিরুদ্ধে গেরুয়া শিবির থেকে দাঁড়ানো হিরণকে নিয়ে মন্তব্য করেন সাংসদ ৷ তিনি বলেন, "ওঁর একটু পড়াশোনা করা উচিত ৷"
এদিন তিনি কয়েক হাজার মানুষের সমাগমে পুরো ঘাটাল পরিক্রমা করেন। অভিনেতার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়াঁ, জেলা সভাপতি আশিস হুদাইত, মন্ত্রী শিউলি সাহা-সহ নেতৃত্বরা। এদিন রোড-শো' করার আগে সাংবাদিকদের অভিনেতা হিরণ সম্পর্কে দু-চার কথা বলেন অভিনেতা ৷ বলেন, "ঘাটালে মাস্টার প্ল্যান হয়েছে কি না আরটিআই করা উচিত। এর সঙ্গে রাজনীতিতে অনেকেই এরকম উলটো-পালটা কথা বলে। না-বুঝেশুনে চোর অভিযোগ করে তাই বলব আগে একটু পড়াশোনা করে নিক।"
প্রসঙ্গত, 2014 সালে প্রথম ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেতা দেব । সেবারে বড় সাফল্য পায় তৃণমূল। কারণ সিপিএম প্রার্থীকে হারিয়ে দেব ওরফে দীপক অধিকারী বিপুল ভোটে জয়ী হন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। 2019 সালেও দেব এই ঘাটাল থেকেই জয়ী হন, কিন্তু তাঁর সঙ্গে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এরপর আবার 2024-এর লোকসভা নির্বাচন। যদিও এবারের সমীকরণটা আলাদা। এবারে ঘাটালের সাংসদ দেবের সঙ্গে লড়াই হবে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের।
উল্লেখ্য, হিরণ এর আগে খড়গপুর থেকে বিধায়ক হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন । খড়গপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় ৷ লোকসভা ভোটে প্রার্থী হওয়ার পর, হিরণ চট্টোপাধ্যায় বলেছিলেন, "ঘাটালের দুর্নীতিমুক্ত সাংসদ প্রয়োজন। তাই চোর সাংসদের বিরুদ্ধে আমাদের লড়াই।"
আরও পড়ুন: