কলকাতা, 4 মার্চ: সূচি মেনে রাজ্যের সবক'টি রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমের সকালে বৈঠক শুরু করলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা ৷ যার নেতৃত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ শহরের একটি পাঁচতারা হোটেলে হচ্ছে এই বৈঠক ৷ বৈঠকে উপস্থিত রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ৷ বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব-সহ কমিশনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত রয়েছেন । সমস্ত রাজনৈতিক দলের সর্বাধিক তিন জন করে প্রতিনিধিকে এই বৈঠকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে ৷ এক একটি দলের সঙ্গে 15 মিনিট করে বৈঠক করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, সোমবার সকাল 9টা 30 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত আম আদমি পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ৷ 9টা 45 মিনিট থেকে 10টা পর্যন্ত বহুজন সমাজ পার্টি, 10টা থেকে 10টা 15 মিনিট পর্যন্ত ভারতীয় জনতা পার্টি, 10টা 15 মিনিট থেকে সাড়ে 10টা পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), সাড়ে 10টা থেকে 10টা 45 মিনিট পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস, 10টা 45 মিনিট থেকে 11টা পর্যন্ত ন্যাশনাল পিপলস পার্টি, 11টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, 11টা 15 মিনিট থেকে সাড়ে 11টা পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৷
জানা গিয়েছে, এরপর সোমবার বেলা সাড়ে 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সমস্ত জেলার ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনার এবং আইজিদের সঙ্গেও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ । পরে রাজ্যের প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন ফুল বেঞ্চের সদস্যরা । মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । নির্বাচনকে ঘিরে বেশকিছু নির্দেশও দিতে পারেন বেঞ্চের সদস্যরা বলে সূত্রের খবর ।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । তার আগেই রবিবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ এই দলের নেতৃত্বে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ মোট 15 জনের দল এসেছে কলকাতায় ।
আরও পড়ুন: