ETV Bharat / state

মেলেনি কোনও রেডিয়ো অ্যাকটিভ পদার্থ, প্রতারণাই লক্ষ্য ছিল তৃণমূল নেত্রীর স্বামীর ! - RADIOACTIVE MATERIAL

দার্জিলিংয়ের পুলিশ সুপার জানান, প্রতারণা করাই লক্ষ্য ছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী ফ্রান্সিস এক্কার ৷ রেডিয়ো অ্যাকটিভ সামগ্রীর প্রতীকী বানিয়েছিলেন তিনি ৷

radioactive material
(বাঁদিকে) দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ, (ডানদিকে) ফ্রান্সিস এক্কা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 2:14 PM IST

দার্জিলিং, 1 ডিসেম্বর: পুলিশ ও সেনার অভিযানে মেলেনি কোনও রেডিয়ো অ্যাকটিভ পদার্থ । গোটা ঘটনাটি আসলে প্রতারণার । তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা বনবিভাগের কর্মী ফ্রান্সিস এক্কার ঘটনাটি তদন্ত করে এমনটাই দাবি করলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ । শনিবার পানিঘাটা পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার ব্যাখ্যা দেন তিনি ।

প্রসঙ্গত, সম্প্রতি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়ান্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পস ও দার্জিলিং জেলা পুলিশ । পেশায় ফ্রান্সিস এক্কা আবার কার্শিয়াং বনবিভাগের চুক্তিভিত্তিক কর্মী । তাঁর বাড়ি নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান এলাকায় ।

radioactive material
কোনও রেডিয়ো অ্যাকটিভ পদার্থ মেলেনি বলে দাবি পুলিশ সুপারের (নিজস্ব ছবি)

মঙ্গলবার মাঝরাতে সুকনা ত্রিশক্তি কর্পস, মিলিটারি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ও দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে । বৃহস্পতিবার ধৃতকে কার্শিয়াং আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা । ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয় । ঘটনার আঁচ পড়ে বিধানসভাতেও । প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ।

এরপরই শনিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের পুলিশ সুপার । তিনি বলেন, "পানিঘাটায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল নিয়ে অভিযান চালানো হয়েছিল । গ্রেফতার হওয়া ফ্রান্সিস এক্কা আদতে একজন প্রতারক । এর আগেও তাঁর বিরুদ্ধে একইভাবে মিরিক থানায় প্রতারণার অভিযোগ ছিল । সেই ঘটনায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল । এবারও একইভাবে স্থানীয় এলাকা থেকে বাক্স বানিয়ে রেডিয়ো অ্যাকটিভ সামগ্রীর প্রতীকী বানিয়ে প্রতারণার ছক করেছিল সে ।"

radioactive material
তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী (নিজস্ব ছবি)

পুলিশ সুপার জানান, ফ্রান্সিসের সঙ্গে আরও বেশ কয়েকজন এই প্রতারণার চক্রে জড়িত রয়েছেন । তাঁদের খোঁজ পাওয়ার জন্য তল্লাশি চলছে । তবে তদন্তে ও পরীক্ষা করে দেখা গিয়েছে, কোনও রেডিয়ো অ্যাকটিভ সামগ্রী তাঁর বাড়ি থেকে মেলেনি ৷ তবে ঘটনার তদন্ত চলছে ।

দার্জিলিং, 1 ডিসেম্বর: পুলিশ ও সেনার অভিযানে মেলেনি কোনও রেডিয়ো অ্যাকটিভ পদার্থ । গোটা ঘটনাটি আসলে প্রতারণার । তৃণমূল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী তথা বনবিভাগের কর্মী ফ্রান্সিস এক্কার ঘটনাটি তদন্ত করে এমনটাই দাবি করলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ । শনিবার পানিঘাটা পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার ব্যাখ্যা দেন তিনি ।

প্রসঙ্গত, সম্প্রতি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়ান্দা বিভাগের সুকনা ত্রিশক্তি কর্পস ও দার্জিলিং জেলা পুলিশ । পেশায় ফ্রান্সিস এক্কা আবার কার্শিয়াং বনবিভাগের চুক্তিভিত্তিক কর্মী । তাঁর বাড়ি নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা বাগান এলাকায় ।

radioactive material
কোনও রেডিয়ো অ্যাকটিভ পদার্থ মেলেনি বলে দাবি পুলিশ সুপারের (নিজস্ব ছবি)

মঙ্গলবার মাঝরাতে সুকনা ত্রিশক্তি কর্পস, মিলিটারি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল ও দার্জিলিং জেলা পুলিশের পানিঘাটা ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে । বৃহস্পতিবার ধৃতকে কার্শিয়াং আদালতে তুলে পাঁচদিনের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা । ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয় । ঘটনার আঁচ পড়ে বিধানসভাতেও । প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ।

এরপরই শনিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিংয়ের পুলিশ সুপার । তিনি বলেন, "পানিঘাটায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল নিয়ে অভিযান চালানো হয়েছিল । গ্রেফতার হওয়া ফ্রান্সিস এক্কা আদতে একজন প্রতারক । এর আগেও তাঁর বিরুদ্ধে একইভাবে মিরিক থানায় প্রতারণার অভিযোগ ছিল । সেই ঘটনায় তাঁকে গ্রেফতারও করা হয়েছিল । এবারও একইভাবে স্থানীয় এলাকা থেকে বাক্স বানিয়ে রেডিয়ো অ্যাকটিভ সামগ্রীর প্রতীকী বানিয়ে প্রতারণার ছক করেছিল সে ।"

radioactive material
তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী (নিজস্ব ছবি)

পুলিশ সুপার জানান, ফ্রান্সিসের সঙ্গে আরও বেশ কয়েকজন এই প্রতারণার চক্রে জড়িত রয়েছেন । তাঁদের খোঁজ পাওয়ার জন্য তল্লাশি চলছে । তবে তদন্তে ও পরীক্ষা করে দেখা গিয়েছে, কোনও রেডিয়ো অ্যাকটিভ সামগ্রী তাঁর বাড়ি থেকে মেলেনি ৷ তবে ঘটনার তদন্ত চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.