ETV Bharat / state

কোটি টাকার লাল চন্দন কাঠ পাচারে ধৃতের 7 দিনের পুলিশি হেফাজত - RED SANDALWOOD SMUGGLING

লাল চন্দন কাঠ ভুটানে পাচারের চেষ্টায় ধৃত সেদেশের এক নাগরিক ৷ 90 পিস লাল চন্দন কাঠ পাচারের পরিকল্পনা ব্যর্থ করল পুলিশ ৷

RED SANDALWOOD SMUGGLING
কোটি টাকার লাল চন্দন কাঠ পাচারের ঘটনায় ধৃতের 7 দিনের পুলিশ হেফাজত ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 5:51 PM IST

আলিপুরদুয়ার, 12 অক্টোবর: দিল্লি থেকে ভুটানে লাল চন্দন কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করেছিল সীমান্তবর্তী জয়গাঁও পুলিশ ৷ সেই ঘটনায় এবার ধৃত ভুটানের নাগরিক তাশি দর্জিকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুরদুয়ার আদালত ৷ উল্লেখ্য, উদ্ধার হওয়া লাল চন্দন কাঠগুলির বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি ৷

আলিপুরদুয়ার পুলিশের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি থেকে কুরিয়ার মারফত একটি বিশাল বড় কনসাইনমেন্ট আসে জয়গাঁওয়ের বাসিন্দা বিজয় কুমার আগরওয়ালের কাছে ৷ কিন্তু বিজয় কুমার আগরওয়াল সাম্প্রতিককালে তেমন কিছু অর্ডার করেননি বা তাঁর নামে কেউ কুরিয়ার পাঠায়নি ৷ ফলে সন্দেহ হওয়ায় তিনি ট্রাক ভর্তি কনসাইনমেন্ট জয়গাঁও থানায় নিয়ে যান ৷ সেখানে পুলিশ প্যাকিং কেটে দেখে লাল চন্দন কাঠের ছোট ছোট গুড়ি রয়েছে ৷ সেরকম 90 পিস চন্দন কাঠ ছিল সেখানে ৷ যার ওজন প্রায় 1 হাজার কেজি ৷

Red Sandalwood Smuggling
উদ্ধার হওয়া লাল চন্দগন কাঠ ৷ (নিজস্ব চিত্র)

এরপরেই তদন্তে নামে পুলিশ ৷ কুরিয়ার সংস্থার মাধ্যমে তদন্ত শুরু হয় ৷ তদন্তে নেমে পুলিশের সমানে আসল সত্যিটা আসে ৷ তদন্তকারীরা জানতে পারেন, এই চন্দন কাঠগুলি ভুটানের পারোতে পাচারের চেষ্টা করা হচ্ছিল ৷ আর এর মাস্টার মাইন্ড হলেন ভুটানের নাগরিক তাশি দর্জি ৷ ভুটান পুলিশের সাহায্য নিয়ে তাশি দর্জিকে গ্রেফতার করে ভারতে নিয়ে আসা হয় শুক্রবার ৷ তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ ৷ সেই মতো সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করে তাশি দর্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয় ৷ তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল ৷ সাতদিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত ৷

আলিপুরদুয়ার, 12 অক্টোবর: দিল্লি থেকে ভুটানে লাল চন্দন কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ করেছিল সীমান্তবর্তী জয়গাঁও পুলিশ ৷ সেই ঘটনায় এবার ধৃত ভুটানের নাগরিক তাশি দর্জিকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠাল আলিপুরদুয়ার আদালত ৷ উল্লেখ্য, উদ্ধার হওয়া লাল চন্দন কাঠগুলির বাজারমূল্য কোটি টাকার কাছাকাছি ৷

আলিপুরদুয়ার পুলিশের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি থেকে কুরিয়ার মারফত একটি বিশাল বড় কনসাইনমেন্ট আসে জয়গাঁওয়ের বাসিন্দা বিজয় কুমার আগরওয়ালের কাছে ৷ কিন্তু বিজয় কুমার আগরওয়াল সাম্প্রতিককালে তেমন কিছু অর্ডার করেননি বা তাঁর নামে কেউ কুরিয়ার পাঠায়নি ৷ ফলে সন্দেহ হওয়ায় তিনি ট্রাক ভর্তি কনসাইনমেন্ট জয়গাঁও থানায় নিয়ে যান ৷ সেখানে পুলিশ প্যাকিং কেটে দেখে লাল চন্দন কাঠের ছোট ছোট গুড়ি রয়েছে ৷ সেরকম 90 পিস চন্দন কাঠ ছিল সেখানে ৷ যার ওজন প্রায় 1 হাজার কেজি ৷

Red Sandalwood Smuggling
উদ্ধার হওয়া লাল চন্দগন কাঠ ৷ (নিজস্ব চিত্র)

এরপরেই তদন্তে নামে পুলিশ ৷ কুরিয়ার সংস্থার মাধ্যমে তদন্ত শুরু হয় ৷ তদন্তে নেমে পুলিশের সমানে আসল সত্যিটা আসে ৷ তদন্তকারীরা জানতে পারেন, এই চন্দন কাঠগুলি ভুটানের পারোতে পাচারের চেষ্টা করা হচ্ছিল ৷ আর এর মাস্টার মাইন্ড হলেন ভুটানের নাগরিক তাশি দর্জি ৷ ভুটান পুলিশের সাহায্য নিয়ে তাশি দর্জিকে গ্রেফতার করে ভারতে নিয়ে আসা হয় শুক্রবার ৷ তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ ৷ সেই মতো সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র দাস জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করে তাশি দর্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয় ৷ তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল ৷ সাতদিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.