ETV Bharat / state

তদন্তের নামে তঞ্চকতা ! কলতানের গ্রেফতারিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আলিমুদ্দিনের - Shatarup Ghosh

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2024, 5:44 PM IST

CPM on Kalatan Dasgupta Arrest: জুনিয়ার ডাক্তারদের ধরনা মঞ্চে হামলার পরিকল্পনার অভিযোগ ৷ অডিয়ো-কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত ৷ তাঁর গ্রেফতারিতে বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল সিপিএম ৷

Shatarup Ghosh
কলতানের গ্রেফতারিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সিপিএম (নিজস্ব ছবি)

কলকাতা, 15 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারির ঘটনায় বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা । ভাইরাল অডিয়োর স্বতঃপ্রণোদিত জিডির তথ্য তুলে ধরে বিধাননগর পুলিশ ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আঁতাত এবং রাজনৈতিক যোগসাজসের অভিযোগ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ ।

সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য (ইটিভি ভারত)

রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "কুণাল ঘোষের প্রকাশ করা অডিয়োর পর বিধাননগর কমিশনারেট থেকে মামলা রুজু হয় । তার ভিত্তিতে থানা সুয়োমোটো করে । এর আগেও কুণাল ঘোষ অনেক কথা বলেছেন । কিন্তু পুলিশ কোনও তদন্ত করেনি । কিন্তু এ বিষয় পুলিশ কেন অ্যাকশন নিল ?"

জিডি'র কপি তুলে তাঁর বক্তব্য, "জিডি হয়েছে 13 তারিখ দুপুর 2টো 15 মিনিটে । কুণাল বাবু দাবি করছেন, ওঁরা সত্যিটা সামনে এনেছেন । নাকি পুলিশ আগেই শুরু করেছে তাদের কাজ । তাই থানা থেকে কোনও কিছু না জানিয়ে তৃণমূল থেকে জানানো হয়েছে । তদন্তের নামে কত বড় তঞ্চকতা হচ্ছে । পুলিশ তৃণমূলকে চালায় নাকি তৃণমূল পুলিশকে চালায় । এর জবাব দিতে হবে ।"

শতরূপের প্রশ্ন, "আপনারা (পুলিশ) অডিয়ো টেপ যে এসেছিল সেটি কীভাবে মেলালেন ? অডিয়ো মেলানোর পর গ্রেফতার করেছেন কি না সেটা আদালতে উত্তর দেবেন । তৃণমূল আপনাদের থানা চালায় ? কেন এটা হল । এর জবাব আমরা চাইছি । একই প্রহসন চলছে । পুলিশকে বলছি, আপনারা যে কাজ করছেন এর ফল আপনাদের ভুগতে হচ্ছে । তখন কেউ এসে পাশে দাঁড়াচ্ছে না ।"

এই অডিয়ো টেপ-কাণ্ডে ধৃত সঞ্জীব দাসকে নিয়েও প্রশ্ন তুললেন শতরূপ ঘোষ । তিনি বলেন, "সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয় । তাঁর পরিচয় দেওয়া হয়েছে তিনি নাকি অতিবাম নেতা । কিন্তু সঞ্জীবের পোস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, মাই গডফাদার । কেন সে পার্থর সঙ্গে ছবি পোস্ট করে মাই গডফাদার লেখে ? এসব মিডিয়ার সামনে আনা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নয় । তৃণমূলের পক্ষ থেকে ।"

টালা থানার ওসিকে গ্রেফতার প্রসঙ্গে পুলিশকে সতর্ক করে শতরূপের বক্তব্য, "কলকাতার ওসিকে গ্রেফতার করা হল । এটাকে স্বাগত জানাচ্ছি । কিন্তু রাজীব কুমারের জন্য মমতা ধরনা দিতে পারেন । তাহলে এনার ক্ষেত্রে তা দেখা যায়নি । তাহলে ভেবে দেখুন পুলিশ কর্মীদের বলছি । লজ্জাজনক ভূমিকা আগে থেকেই পালন করেছে । এটাই পরিণতি । যখন বিপদে পড়লেন তখন দেখুন কেউ বাঁচাতে এল না । কমিশনার স্বয়ং ছিলেন । আইপিএস অফিসার ছিলেন সিটে । এফআইআর করতে দেরি হওয়া এগুলোর দায় শুধু থানার ওসির ! আর কমিশনার ও আইপিএস অফিসারদের দায় নেই ?"

কলকাতা, 15 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারির ঘটনায় বিধাননগর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা । ভাইরাল অডিয়োর স্বতঃপ্রণোদিত জিডির তথ্য তুলে ধরে বিধাননগর পুলিশ ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আঁতাত এবং রাজনৈতিক যোগসাজসের অভিযোগ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ ।

সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য (ইটিভি ভারত)

রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "কুণাল ঘোষের প্রকাশ করা অডিয়োর পর বিধাননগর কমিশনারেট থেকে মামলা রুজু হয় । তার ভিত্তিতে থানা সুয়োমোটো করে । এর আগেও কুণাল ঘোষ অনেক কথা বলেছেন । কিন্তু পুলিশ কোনও তদন্ত করেনি । কিন্তু এ বিষয় পুলিশ কেন অ্যাকশন নিল ?"

জিডি'র কপি তুলে তাঁর বক্তব্য, "জিডি হয়েছে 13 তারিখ দুপুর 2টো 15 মিনিটে । কুণাল বাবু দাবি করছেন, ওঁরা সত্যিটা সামনে এনেছেন । নাকি পুলিশ আগেই শুরু করেছে তাদের কাজ । তাই থানা থেকে কোনও কিছু না জানিয়ে তৃণমূল থেকে জানানো হয়েছে । তদন্তের নামে কত বড় তঞ্চকতা হচ্ছে । পুলিশ তৃণমূলকে চালায় নাকি তৃণমূল পুলিশকে চালায় । এর জবাব দিতে হবে ।"

শতরূপের প্রশ্ন, "আপনারা (পুলিশ) অডিয়ো টেপ যে এসেছিল সেটি কীভাবে মেলালেন ? অডিয়ো মেলানোর পর গ্রেফতার করেছেন কি না সেটা আদালতে উত্তর দেবেন । তৃণমূল আপনাদের থানা চালায় ? কেন এটা হল । এর জবাব আমরা চাইছি । একই প্রহসন চলছে । পুলিশকে বলছি, আপনারা যে কাজ করছেন এর ফল আপনাদের ভুগতে হচ্ছে । তখন কেউ এসে পাশে দাঁড়াচ্ছে না ।"

এই অডিয়ো টেপ-কাণ্ডে ধৃত সঞ্জীব দাসকে নিয়েও প্রশ্ন তুললেন শতরূপ ঘোষ । তিনি বলেন, "সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয় । তাঁর পরিচয় দেওয়া হয়েছে তিনি নাকি অতিবাম নেতা । কিন্তু সঞ্জীবের পোস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, মাই গডফাদার । কেন সে পার্থর সঙ্গে ছবি পোস্ট করে মাই গডফাদার লেখে ? এসব মিডিয়ার সামনে আনা হচ্ছে পুলিশের পক্ষ থেকে নয় । তৃণমূলের পক্ষ থেকে ।"

টালা থানার ওসিকে গ্রেফতার প্রসঙ্গে পুলিশকে সতর্ক করে শতরূপের বক্তব্য, "কলকাতার ওসিকে গ্রেফতার করা হল । এটাকে স্বাগত জানাচ্ছি । কিন্তু রাজীব কুমারের জন্য মমতা ধরনা দিতে পারেন । তাহলে এনার ক্ষেত্রে তা দেখা যায়নি । তাহলে ভেবে দেখুন পুলিশ কর্মীদের বলছি । লজ্জাজনক ভূমিকা আগে থেকেই পালন করেছে । এটাই পরিণতি । যখন বিপদে পড়লেন তখন দেখুন কেউ বাঁচাতে এল না । কমিশনার স্বয়ং ছিলেন । আইপিএস অফিসার ছিলেন সিটে । এফআইআর করতে দেরি হওয়া এগুলোর দায় শুধু থানার ওসির ! আর কমিশনার ও আইপিএস অফিসারদের দায় নেই ?"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.