ETV Bharat / state

সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে: বাম প্রার্থী জাহানারা খান

CPM candidate Jahanara Khan Exclusive interview: লোকসভা ভোটের মুখে আসানসোলের বাম প্রার্থী জাহানারা খান একান্ত আলাপে ইটিভি ভারতকে বললেন, সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 10:57 PM IST

জাহানারা খানের মুখোমুখি

আসানসোল, 18 মার্চ: আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন জাহানারা খান । রাজ্যে পরিবর্তনের সময়, এমনকি তার পরের বিধানসভাতেও সারারাজ্যে যখন সবুজ ঝড়, তখনও বামদূর্গ বলে খ্যাত জামুড়িয়া বিধানসভায় সিপিএমের আসন ধরে রেখে গোটা রাজ্যের নজরে এসেছিলেন জাহানারা খান । 2011 এবং 2016 সালের বিধানসভা ভোটে পরপর দু'বার জিতে টানা 10 বছরের বিধায়ক । বিরোধী শিবিরে থেকেও বারবার বিধানসভায় জোরগলায় মানুষের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি । বামেদের সেই সভানেত্রী জাহানারা খানকেই আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করল সিপিআইএম । ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি ৷ তাঁর দাবি, সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে আসন্ন লোকসভা নির্বাচনে ৷

সংক্ষিপ্ত পরিচয় : জামুড়িয়ায় কেন্দা এলাকায় বামপন্থী পরিবারেই জন্ম জাহানারা খানের । বাবা রমজান খান ছিলেন ইসিএলের কর্মী ও সিপিএমের শ্রমিক সংগঠনে যুক্ত। তাঁর ঠাকুমা কুলসুম বিবি ছিলেন সিপিএম নেত্রী । ছোট্ট ইসিএল আবাসনে আজও ভাইবোনদের নিয়ে থাকেন 57 বছর বয়সি জাহানারা । একটি বেসরকারি ছোট স্কুলে চাকরি করেন জাহানারা খান। নিজে সাইকেল চালিয়ে স্কুলে যান । দু'বারের বিধায়ক হলেও আজও জীবনে কোনও বিলাসিতা নেই জাহানারা খানের ।

যুব সংগঠন দিয়ে বামপন্থী রাজনীতিতে আসা । পরে পার্টি মেম্বার । 2011 সালে জামুড়িয়া বিধানসভায় সিপিএম প্রার্থী করে জাহানারা খানকে । রাজ্য জুড়ে তখন পরিবর্তনের হাওয়া । আসানসোল লোকসভা কেন্দ্রে বাকি সব বিধানসভায় বামেরা ধরাশায়ী হলেও তৃণমূলের প্রভাত চট্টোপাধ্যায়কে পরাজিত ক'রে জয়ী হন জাহানারা খান । বামদূর্গ জামুড়িয়া অটুট থাকে । তবে শুধু 2011 সালেই নয়, এরপর 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রভাবশালী নেতা ভি শিবদাশন দাশুকে পরাজিত করে জামুড়িয়া আসনে ফের বিধায়ক হন জাহানারা । 2021 সালে তাঁকে ফের তৃতীয়বারের জন্য প্রার্থী করেনি সিপিএম । তা নিয়ে দলের অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল । আর সেবারই তৃণমূল প্রথম জয় পায় জামুড়িয়ায় । 2022 সালে সিপিএমের মহিলা সংগঠনের নতুন রাজ্য সভানেত্রী করা হয় পশ্চিম বর্ধমানের জাহানারা খানকে । 2009 সালের পর জামুরিয়া পঞ্চায়েতের সভাপতির পদেও ছিলেন । চিরকাল জামুড়িয়ার ডাকাবুকো নেত্রী হিসেবেই পরিচিত জাহানারা ।

ইটিভি ভারতের মুখোমুখি জাহানারা:

ইটিভি ভারত: কী ভাবে দেখছেন এই নির্বাচনকে ?

জাহানারা: দেখুন, যে কোনও নির্বাচনই হচ্ছে নীতি আদর্শের লড়াই । আমরা সেই নীতি আদর্শ নিয়েই মাঠে নেমেছি । বিগত 10 বছর আমি বিধায়ক ছিলাম । তখন নানা প্রলোভন দেওয়া হয়েছিল । বিরোধীদের পক্ষ থেকে । এখন যেরকম দেখছেন ও.রা এই গাছ ওই গাছে বাঁদরের মত লাফালাফি করছে। নীতি আদর্শকে সঙ্গে নিয়েই আমরা আজও লাল-ঝান্ডার সঙ্গে আছি। কখনও বিক্রি হইনি এবং আগামী দিনেও হব না।

ইটিভি ভারত: আসানসোল আসনে সেলিব্রিটিরা প্রার্থী । আপনি জামুড়িয়ায় খেটে খাওয়া, সাধারণ মানুষের প্রতিনিধি । কীভাবে এই সেলিব্রিটিদের সঙ্গে লড়বেন ?

জাহানারা: ওঁদের দলের কোনও যোগ্য মানুষ নেই বলে সেলিব্রিটিদের প্রার্থী করতে হয় । বাইরে থেকে সেলিব্রেটি নিয়ে এসে বেশিদিন চালানো যায় না । সেটা খাওয়া মানুষ, সাধারণ মানুষ সব সময় যাকে পাশে পাবে তাঁরা তাঁকেই নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন ।

ইটিভি ভারত: তৃণমূল সম্প্রতি বামনদের কটাক্ষ করছে রামবাম বলে । গেরুয়া শিবির ও বামের মধ্যে অশুভ আঘাত হয়েছে ।

জাহানারা: আমরা নীতি আদর্শ নিয়ে চলি । আমাদের কাছে কোথাও রাম নেই আমাদের সবটাই বাম, বাম, বাম।

ইটিভি ভারত: শিল্পাঞ্চলে নতুন শিল্প নেই । একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে । বাম সাংসদ হারাধন রায় একদা ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে আসতে লড়াই করেছিলেন । আজও সেই প্রকল্প বাস্তবায়িত হল না । আপনি জিতলে এই বিষয়গুলি নিয়ে লড়াই করবেন ?

জাহানারা: নিশ্চয়ই সংসদে ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে । যে হারাধন প্রায় লড়াই করে এই প্রকল্প নিয়ে এসেছিলেন তা আজ কিছুই হয়নি । কয়েকটা মাত্র বিল্ডিং হয়েছে । মানুষ আজও ধস, গ্যাস থেকে পরিত্রাণা পায় নি । তাই আমাদের লড়াই থাকবেই।
ইটিভি ভারত: মানুষ আর আপনাদের গ্রহণ করবেন বলে আশা রাখেন ?

জাহানারা: নিশ্চয়ই গরিব খেটে খাওয়া মানুষের কাছে আমরা আমাদের কথা নিয়ে যেতে পারলে মানুষ অবশ্যই আমাদের গ্রহণ করবে । মানুষ যদি সুযোগ পায়, ভোট লুট যদি না হয়, তবে মানুষ আমাদেরকেই ভোট দেবে ।

আরও পড়ুন:

  1. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
  2. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  3. প্রচারে এসে সায়নীর চমক, মোমো তৈরি করলেন অভিনেত্রী

জাহানারা খানের মুখোমুখি

আসানসোল, 18 মার্চ: আসানসোল লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হয়েছেন জাহানারা খান । রাজ্যে পরিবর্তনের সময়, এমনকি তার পরের বিধানসভাতেও সারারাজ্যে যখন সবুজ ঝড়, তখনও বামদূর্গ বলে খ্যাত জামুড়িয়া বিধানসভায় সিপিএমের আসন ধরে রেখে গোটা রাজ্যের নজরে এসেছিলেন জাহানারা খান । 2011 এবং 2016 সালের বিধানসভা ভোটে পরপর দু'বার জিতে টানা 10 বছরের বিধায়ক । বিরোধী শিবিরে থেকেও বারবার বিধানসভায় জোরগলায় মানুষের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি । বামেদের সেই সভানেত্রী জাহানারা খানকেই আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করল সিপিআইএম । ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি ৷ তাঁর দাবি, সেলিব্রিটি নয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিদেরই জয় হবে আসন্ন লোকসভা নির্বাচনে ৷

সংক্ষিপ্ত পরিচয় : জামুড়িয়ায় কেন্দা এলাকায় বামপন্থী পরিবারেই জন্ম জাহানারা খানের । বাবা রমজান খান ছিলেন ইসিএলের কর্মী ও সিপিএমের শ্রমিক সংগঠনে যুক্ত। তাঁর ঠাকুমা কুলসুম বিবি ছিলেন সিপিএম নেত্রী । ছোট্ট ইসিএল আবাসনে আজও ভাইবোনদের নিয়ে থাকেন 57 বছর বয়সি জাহানারা । একটি বেসরকারি ছোট স্কুলে চাকরি করেন জাহানারা খান। নিজে সাইকেল চালিয়ে স্কুলে যান । দু'বারের বিধায়ক হলেও আজও জীবনে কোনও বিলাসিতা নেই জাহানারা খানের ।

যুব সংগঠন দিয়ে বামপন্থী রাজনীতিতে আসা । পরে পার্টি মেম্বার । 2011 সালে জামুড়িয়া বিধানসভায় সিপিএম প্রার্থী করে জাহানারা খানকে । রাজ্য জুড়ে তখন পরিবর্তনের হাওয়া । আসানসোল লোকসভা কেন্দ্রে বাকি সব বিধানসভায় বামেরা ধরাশায়ী হলেও তৃণমূলের প্রভাত চট্টোপাধ্যায়কে পরাজিত ক'রে জয়ী হন জাহানারা খান । বামদূর্গ জামুড়িয়া অটুট থাকে । তবে শুধু 2011 সালেই নয়, এরপর 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রভাবশালী নেতা ভি শিবদাশন দাশুকে পরাজিত করে জামুড়িয়া আসনে ফের বিধায়ক হন জাহানারা । 2021 সালে তাঁকে ফের তৃতীয়বারের জন্য প্রার্থী করেনি সিপিএম । তা নিয়ে দলের অন্দরেই ক্ষোভের সৃষ্টি হয়েছিল । আর সেবারই তৃণমূল প্রথম জয় পায় জামুড়িয়ায় । 2022 সালে সিপিএমের মহিলা সংগঠনের নতুন রাজ্য সভানেত্রী করা হয় পশ্চিম বর্ধমানের জাহানারা খানকে । 2009 সালের পর জামুরিয়া পঞ্চায়েতের সভাপতির পদেও ছিলেন । চিরকাল জামুড়িয়ার ডাকাবুকো নেত্রী হিসেবেই পরিচিত জাহানারা ।

ইটিভি ভারতের মুখোমুখি জাহানারা:

ইটিভি ভারত: কী ভাবে দেখছেন এই নির্বাচনকে ?

জাহানারা: দেখুন, যে কোনও নির্বাচনই হচ্ছে নীতি আদর্শের লড়াই । আমরা সেই নীতি আদর্শ নিয়েই মাঠে নেমেছি । বিগত 10 বছর আমি বিধায়ক ছিলাম । তখন নানা প্রলোভন দেওয়া হয়েছিল । বিরোধীদের পক্ষ থেকে । এখন যেরকম দেখছেন ও.রা এই গাছ ওই গাছে বাঁদরের মত লাফালাফি করছে। নীতি আদর্শকে সঙ্গে নিয়েই আমরা আজও লাল-ঝান্ডার সঙ্গে আছি। কখনও বিক্রি হইনি এবং আগামী দিনেও হব না।

ইটিভি ভারত: আসানসোল আসনে সেলিব্রিটিরা প্রার্থী । আপনি জামুড়িয়ায় খেটে খাওয়া, সাধারণ মানুষের প্রতিনিধি । কীভাবে এই সেলিব্রিটিদের সঙ্গে লড়বেন ?

জাহানারা: ওঁদের দলের কোনও যোগ্য মানুষ নেই বলে সেলিব্রিটিদের প্রার্থী করতে হয় । বাইরে থেকে সেলিব্রেটি নিয়ে এসে বেশিদিন চালানো যায় না । সেটা খাওয়া মানুষ, সাধারণ মানুষ সব সময় যাকে পাশে পাবে তাঁরা তাঁকেই নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন ।

ইটিভি ভারত: তৃণমূল সম্প্রতি বামনদের কটাক্ষ করছে রামবাম বলে । গেরুয়া শিবির ও বামের মধ্যে অশুভ আঘাত হয়েছে ।

জাহানারা: আমরা নীতি আদর্শ নিয়ে চলি । আমাদের কাছে কোথাও রাম নেই আমাদের সবটাই বাম, বাম, বাম।

ইটিভি ভারত: শিল্পাঞ্চলে নতুন শিল্প নেই । একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে । বাম সাংসদ হারাধন রায় একদা ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে আসতে লড়াই করেছিলেন । আজও সেই প্রকল্প বাস্তবায়িত হল না । আপনি জিতলে এই বিষয়গুলি নিয়ে লড়াই করবেন ?

জাহানারা: নিশ্চয়ই সংসদে ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে । যে হারাধন প্রায় লড়াই করে এই প্রকল্প নিয়ে এসেছিলেন তা আজ কিছুই হয়নি । কয়েকটা মাত্র বিল্ডিং হয়েছে । মানুষ আজও ধস, গ্যাস থেকে পরিত্রাণা পায় নি । তাই আমাদের লড়াই থাকবেই।
ইটিভি ভারত: মানুষ আর আপনাদের গ্রহণ করবেন বলে আশা রাখেন ?

জাহানারা: নিশ্চয়ই গরিব খেটে খাওয়া মানুষের কাছে আমরা আমাদের কথা নিয়ে যেতে পারলে মানুষ অবশ্যই আমাদের গ্রহণ করবে । মানুষ যদি সুযোগ পায়, ভোট লুট যদি না হয়, তবে মানুষ আমাদেরকেই ভোট দেবে ।

আরও পড়ুন:

  1. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
  2. তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
  3. প্রচারে এসে সায়নীর চমক, মোমো তৈরি করলেন অভিনেত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.