ETV Bharat / state

এআই-ষড়যন্ত্র করে আন্দোলনের কলতান থামানো যাবে না, যুবনেতার গ্রেফতারিতে সরব বামেরা - CPIM Leaders Slam Mamata Banerjee - CPIM LEADERS SLAM MAMATA BANERJEE

CPIM Leaders Slam Mamata Banerjee: জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হামলার ষড়যন্ত্র করার অভিযোগে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ৷ এই নিয়ে সরব হয়েছেন সিপিএম নেতারা ৷

CPIM Leaders Slam Mamata Banerjee
এআই-ষড়যন্ত্র করে আন্দোলনের কলতান থামানো যাবে না, যুবনেতার গ্রেফতারিতে সরব বামেরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 5:50 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে পুলিশ গ্রেফতার করেছে । এর বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও ডিওয়াইএফআইয়ের নেতারা ৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, পুরোটাই সাজানো ৷ অন্যদিকে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, আন্দোলন ভাঙার জন্য এসব করা হচ্ছে ৷ আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী অডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর আরও দাবি, পুরোটাই এআই নির্ভর ষড়যন্ত্র ৷

এআই-ষড়যন্ত্র করে আন্দোলনের কলতান থামানো যাবে না, যুবনেতার গ্রেফতারিতে সরব বামেরা (ইটিভি ভারত)

উল্লেখ্য, আরজি কর ইস্যুতে স্বাস্থ্য ভবনের সামনে গত কয়েকদিন ধরে অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা । এই অবস্থানে হামলা চালানোর ছক কষা হচ্ছে বলে শুক্রবার ভাইরাল অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । তিনি একই সঙ্গে দাবি করেছিলেন, ভাইরাল অডিয়োতে বিজেপি ও বাম যুব সংগঠনের নেতাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ৷ তারাই এই হামলার ছক কষেছে । রাজ্য সরকারকে কলুষিত করতেই বা কালিমালিপ্ত করতেই এই হামলার ছক কষা হয়েছে ।

এরপরই দেখা যায় হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । তাঁকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । ধৃত সঞ্জীব দাস অডিয়ো ক্লিপে তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন, এমনটাই দাবি বিধাননগর পুলিশের । ইতিমধ্যে শনিবার সকালে গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে ৷

কলতান সিপিএমের প্রথমসারির যুব নেতা ৷ মিটিং-মিছিল তো বটেই টিভি ডিবেটেও তাঁকে নিয়মিত দেখা যায় ৷ ফলে কলতান গ্রেফতার হতেই হইচই পড়ে যায় সর্বত্র ৷ সরব হন সিপিএম নেতারা৷ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "কুণাল ঘোষ বলেছেন সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় । চিটফান্ডের টাকার হদিশ তো ও জানে ! আর ফোন ট্যাপ করলে সেটা কুণালের কাছে কী করে গেল ? এই প্লট পুরো সাজানো ।"

অন্যদিকে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "এসব হচ্ছে আন্দোলন ভাঙার জন্যই । সমস্ত বাম কর্মীদের জেলে পুরে দিলেও এ লড়াই থামবে না । কলতানকে গ্রেফতার করে বিনীত গোয়েলের অপসারণের দাবী থেকে আমাদেরকে সরাতে পারবে না । মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ওঁর চেয়ার না চলে যায় । লড়াই হচ্ছে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে । তাতে যদি দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতীদের চেয়ার চলে যায়, চলে যাবে । মোহন ভাগবতের কাছ থেকে নিঃশর্ত সমর্থন পাওয়ার পর বামপন্থীদের উপর আক্রমণ বেড়েছে ৷"

সিপিএমের আরেক নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘ভাইরাল অডিয়োর বিষয়ে গ্রেফতার করা হয়েছে । সেই অডিয়োর সত্যতা কী যাচাই করা হয়েছে ? ষড়যন্ত্র ! এআই নির্ভর ষড়যন্ত্র । এই বিষয়টিও সিবিআই নজরে আনা হোক ৷ সঠিক তদন্ত হোক ।" তাঁর আরও দাবি, ‘‘আরজি করের মূল ইস্যু থেকে নজর ঘোরাতেই তাঁকে (কলতান) গ্রেফতার করা হয়েছে । তবে গ্রেফতারের সময় কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি ।"

শ্যামবাজারে গত কয়েকদিন ধরেই ধরনা দিচ্ছে এসএফআই, ডিওয়াএফআই ও এআইডিডাব্লউএ৷ শনিবার শ্যামবাজার অবস্থান মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করে তিন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতারা বলেন, "জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ এই লড়াইয়ে রয়েছেন । আমরা তাঁদের সঙ্গে আছি । জুনিয়র ডাক্তারদের আহ্বানে আজ রাতের 'রাত দখল'-এর কর্মসূচি ঐতিহাসিক করে তুলুন । কলতান দাশগুপ্তের গ্রেফতারের বিরুদ্ধে রাজ্যজুড়ে সমস্ত থানা অভিযান হবে । আমরা সকল আন্দোলনকারীদের এই প্রতিবাদ আন্দোলনে রাস্তায় থাকতে অনুরোধ জানাচ্ছি । এই লড়াই মানুষের। এই লড়াই চলবে ।"

বক্তাদের আরও দাবি, "আরজি কর হাসপাতালের ভেতর অন-ডিউটি মহিলা ডাক্তারকে নারকীয় অত্যাচার করে খুন করা হয়েছে । এর প্রতিবাদে হাসপাতালের ভেতরে চিকিৎসকদের বিশেষত জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । এই নারকীয় ঘটনার বিরুদ্ধে রাজ্য-সহ সারা দেশের মানুষ আজ রাস্তায় । লড়াইটা সর্বস্তরে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে ।’’

কলকাতা, 14 সেপ্টেম্বর: ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে পুলিশ গ্রেফতার করেছে । এর বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও ডিওয়াইএফআইয়ের নেতারা ৷ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, পুরোটাই সাজানো ৷ অন্যদিকে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, আন্দোলন ভাঙার জন্য এসব করা হচ্ছে ৷ আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী অডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর আরও দাবি, পুরোটাই এআই নির্ভর ষড়যন্ত্র ৷

এআই-ষড়যন্ত্র করে আন্দোলনের কলতান থামানো যাবে না, যুবনেতার গ্রেফতারিতে সরব বামেরা (ইটিভি ভারত)

উল্লেখ্য, আরজি কর ইস্যুতে স্বাস্থ্য ভবনের সামনে গত কয়েকদিন ধরে অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র ডাক্তাররা । এই অবস্থানে হামলা চালানোর ছক কষা হচ্ছে বলে শুক্রবার ভাইরাল অডিয়ো ক্লিপ প্রকাশ করে দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । তিনি একই সঙ্গে দাবি করেছিলেন, ভাইরাল অডিয়োতে বিজেপি ও বাম যুব সংগঠনের নেতাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ৷ তারাই এই হামলার ছক কষেছে । রাজ্য সরকারকে কলুষিত করতেই বা কালিমালিপ্ত করতেই এই হামলার ছক কষা হয়েছে ।

এরপরই দেখা যায় হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ । তাঁকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । ধৃত সঞ্জীব দাস অডিয়ো ক্লিপে তাঁর কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন, এমনটাই দাবি বিধাননগর পুলিশের । ইতিমধ্যে শনিবার সকালে গ্রেফতার করা হয় ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে ৷

কলতান সিপিএমের প্রথমসারির যুব নেতা ৷ মিটিং-মিছিল তো বটেই টিভি ডিবেটেও তাঁকে নিয়মিত দেখা যায় ৷ ফলে কলতান গ্রেফতার হতেই হইচই পড়ে যায় সর্বত্র ৷ সরব হন সিপিএম নেতারা৷ সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "কুণাল ঘোষ বলেছেন সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় । চিটফান্ডের টাকার হদিশ তো ও জানে ! আর ফোন ট্যাপ করলে সেটা কুণালের কাছে কী করে গেল ? এই প্লট পুরো সাজানো ।"

অন্যদিকে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "এসব হচ্ছে আন্দোলন ভাঙার জন্যই । সমস্ত বাম কর্মীদের জেলে পুরে দিলেও এ লড়াই থামবে না । কলতানকে গ্রেফতার করে বিনীত গোয়েলের অপসারণের দাবী থেকে আমাদেরকে সরাতে পারবে না । মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ওঁর চেয়ার না চলে যায় । লড়াই হচ্ছে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে । তাতে যদি দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতীদের চেয়ার চলে যায়, চলে যাবে । মোহন ভাগবতের কাছ থেকে নিঃশর্ত সমর্থন পাওয়ার পর বামপন্থীদের উপর আক্রমণ বেড়েছে ৷"

সিপিএমের আরেক নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘ভাইরাল অডিয়োর বিষয়ে গ্রেফতার করা হয়েছে । সেই অডিয়োর সত্যতা কী যাচাই করা হয়েছে ? ষড়যন্ত্র ! এআই নির্ভর ষড়যন্ত্র । এই বিষয়টিও সিবিআই নজরে আনা হোক ৷ সঠিক তদন্ত হোক ।" তাঁর আরও দাবি, ‘‘আরজি করের মূল ইস্যু থেকে নজর ঘোরাতেই তাঁকে (কলতান) গ্রেফতার করা হয়েছে । তবে গ্রেফতারের সময় কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা জানানো হয়নি ।"

শ্যামবাজারে গত কয়েকদিন ধরেই ধরনা দিচ্ছে এসএফআই, ডিওয়াএফআই ও এআইডিডাব্লউএ৷ শনিবার শ্যামবাজার অবস্থান মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করে তিন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতারা বলেন, "জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, রাজ্যের মানুষ এই লড়াইয়ে রয়েছেন । আমরা তাঁদের সঙ্গে আছি । জুনিয়র ডাক্তারদের আহ্বানে আজ রাতের 'রাত দখল'-এর কর্মসূচি ঐতিহাসিক করে তুলুন । কলতান দাশগুপ্তের গ্রেফতারের বিরুদ্ধে রাজ্যজুড়ে সমস্ত থানা অভিযান হবে । আমরা সকল আন্দোলনকারীদের এই প্রতিবাদ আন্দোলনে রাস্তায় থাকতে অনুরোধ জানাচ্ছি । এই লড়াই মানুষের। এই লড়াই চলবে ।"

বক্তাদের আরও দাবি, "আরজি কর হাসপাতালের ভেতর অন-ডিউটি মহিলা ডাক্তারকে নারকীয় অত্যাচার করে খুন করা হয়েছে । এর প্রতিবাদে হাসপাতালের ভেতরে চিকিৎসকদের বিশেষত জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে । এই নারকীয় ঘটনার বিরুদ্ধে রাজ্য-সহ সারা দেশের মানুষ আজ রাস্তায় । লড়াইটা সর্বস্তরে দুর্নীতি ও দুষ্কৃতীরাজের বিরুদ্ধে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.