ETV Bharat / state

বিধবা শ্যালিকাকে বিয়ের প্রতিশ্রুতি, সহবাস, আর্থিক প্রতারণা ! গ্রেফতার বাম কৃষক নেতা - CPIM Farmers Leader Arrested - CPIM FARMERS LEADER ARRESTED

CPIM Farmers Leader Arrested: বিয়ের করবেন এই প্রতিশ্রুতি দিয়ে প্রথমে সহবাসের অভিযোগ ৷ পরে বিয়ের জন্য বাড়ি মেরামতি করতে হবে, এই বলে সোনার গয়না নেওয়ার অভিযোগ উঠেছে সিপিআইএম-এর কৃষক সভার নেতার বিরুদ্ধে ৷ যে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মতলব আলি নামে ওই বাম নেতাকে গ্রেফতার করেছে ৷

CPIM Farmers Leader
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগে গ্রেফতার বাম কৃষক নেতা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 10:15 PM IST

দুর্গাপুর, 29 জুলাই: শ্যালিকাকে বিয়ের প্রতিশ্রুতি, সহবাসের অভিযোগ সিপিআইএম-এর কৃষক সভার নেতার বিরুদ্ধে ৷ এমনকি বাড়ি মেরামতির নামে শ্যালিকার কাছ থেকে সোনার গয়নাও নিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, এত কিছুর পরেও শ্যালিকাকে বিয়ে করেননি অভিযুক্ত কৃষক নেতা মতলব আলি ৷ দুর্গাপুরের এই ঘটনায় কোকওভেন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, মতলব আলি দুর্গাপুর পূর্ব 2-এর সিপিআইএম এরিয়া কমিটি ও কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ৷ সেখানেই অভিযুক্তর শ্বশুর বাড়িও ৷ তাঁর শ্যালিকার শ্বশুরবাড়ি বীরভূমের দুবরাজপুরে ৷ 2015 সালে তাঁর স্বামী মারা যান ৷ অভিযোগ তারপর থেকেই শ্যালিকার বাড়ি যাতায়াত শুরু করেন মতলব ৷ এমনকি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেছিলেন মতলব আলি ৷

কিছুদিন পর সগড়ভাঙা এলাকায় তাঁর বাড়ি মেরামতির জন্য মহিলার কাছ থেকে আট ভরি সোনার গয়না চেয়ে নেন সিপিআইএম কৃষক সভার নেতা ৷ যার বর্তমান বাজারমূল্য প্রায় 6 লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ অভিযোগ গয়না নেওয়ার পর 7 বছর পেরিয়ে গিয়েছে ৷ এতগুলি দিনে মহিলাকে বিয়ে করা দূর, অভিযোগ মতলব আলি তাঁর আট ভরি গয়না ফেরত দেননি ৷ সম্প্রতি মহিলা তাঁর সব গয়না ফেরত চান ৷ মতলব আলি তাঁর শ্যালিকাকে রবিবার দূর্গাপুরের বাড়িতে গয়না ফেরত নেওয়ার জন্য ডাকেন ৷

অভিযোগ বাড়িতে গয়না নিতে গেলে, মহিলার সঙ্গে ফের একবার শারীরিক সম্পর্কের জন্য জোর করেন মতলব ৷ এবার বাধা দেন মহিলা ৷ তিনি কোনও রকমে সেখান থেকে পালিয়ে সোজা দুর্গাপুর কোকওভেন থানায় চলে যান ৷ সেখানে মতলবের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সোনার গয়না চুরি-সহ একাধিক অভিযোগ দায়ের করেন ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পুলিশ অভিযুক্ত সিপিআইএম কৃষক নেতাকে গ্রেফতার করেছে ৷

যদিও, অভিযুক্ত মতলব আলির দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ৷ সিপিআইএম-এর এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ বসুও একই অভিযোগ করেন ৷ অন্যদিকে, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "সিপিআইএম নেতাদের সব হারানোর পর, এখন তাঁদের চারিত্রিক অধঃপতন হয়েছে ৷ এদের শ্যালিকা অভিযোগ করলেও, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ৷ এরা আবার মুখে বড় বড় কথা বলেন ৷"

দুর্গাপুর, 29 জুলাই: শ্যালিকাকে বিয়ের প্রতিশ্রুতি, সহবাসের অভিযোগ সিপিআইএম-এর কৃষক সভার নেতার বিরুদ্ধে ৷ এমনকি বাড়ি মেরামতির নামে শ্যালিকার কাছ থেকে সোনার গয়নাও নিয়েছিলেন তিনি ৷ অভিযোগ, এত কিছুর পরেও শ্যালিকাকে বিয়ে করেননি অভিযুক্ত কৃষক নেতা মতলব আলি ৷ দুর্গাপুরের এই ঘটনায় কোকওভেন থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

পুলিশ সূত্রে খবর, মতলব আলি দুর্গাপুর পূর্ব 2-এর সিপিআইএম এরিয়া কমিটি ও কৃষক সভার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ৷ সেখানেই অভিযুক্তর শ্বশুর বাড়িও ৷ তাঁর শ্যালিকার শ্বশুরবাড়ি বীরভূমের দুবরাজপুরে ৷ 2015 সালে তাঁর স্বামী মারা যান ৷ অভিযোগ তারপর থেকেই শ্যালিকার বাড়ি যাতায়াত শুরু করেন মতলব ৷ এমনকি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেছিলেন মতলব আলি ৷

কিছুদিন পর সগড়ভাঙা এলাকায় তাঁর বাড়ি মেরামতির জন্য মহিলার কাছ থেকে আট ভরি সোনার গয়না চেয়ে নেন সিপিআইএম কৃষক সভার নেতা ৷ যার বর্তমান বাজারমূল্য প্রায় 6 লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷ অভিযোগ গয়না নেওয়ার পর 7 বছর পেরিয়ে গিয়েছে ৷ এতগুলি দিনে মহিলাকে বিয়ে করা দূর, অভিযোগ মতলব আলি তাঁর আট ভরি গয়না ফেরত দেননি ৷ সম্প্রতি মহিলা তাঁর সব গয়না ফেরত চান ৷ মতলব আলি তাঁর শ্যালিকাকে রবিবার দূর্গাপুরের বাড়িতে গয়না ফেরত নেওয়ার জন্য ডাকেন ৷

অভিযোগ বাড়িতে গয়না নিতে গেলে, মহিলার সঙ্গে ফের একবার শারীরিক সম্পর্কের জন্য জোর করেন মতলব ৷ এবার বাধা দেন মহিলা ৷ তিনি কোনও রকমে সেখান থেকে পালিয়ে সোজা দুর্গাপুর কোকওভেন থানায় চলে যান ৷ সেখানে মতলবের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সোনার গয়না চুরি-সহ একাধিক অভিযোগ দায়ের করেন ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে ওই রাতেই পুলিশ অভিযুক্ত সিপিআইএম কৃষক নেতাকে গ্রেফতার করেছে ৷

যদিও, অভিযুক্ত মতলব আলির দাবি, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে ৷ সিপিআইএম-এর এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ বসুও একই অভিযোগ করেন ৷ অন্যদিকে, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "সিপিআইএম নেতাদের সব হারানোর পর, এখন তাঁদের চারিত্রিক অধঃপতন হয়েছে ৷ এদের শ্যালিকা অভিযোগ করলেও, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ৷ এরা আবার মুখে বড় বড় কথা বলেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.