ETV Bharat / state

কর্পোরেটের চাকরি ছেড়ে ভোটের প্রচারে সায়রা হালিম, ঘুরলেন সাধারণের দরজায় - Vote Campaign of CPIM

Saira Shah Halim Vote Campaign: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ভোটের প্রচার ৷ শনিবার বজি বিক্রেতা, মাছ বিক্রেতা থেকে শুরু করে সাধারন মানুষের দরজায় গিয়ে ভোটর প্রচার সারলেন সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম ৷

Etv Bharat
ভোটের প্রচারে সায়রা হালিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 5:46 PM IST

Saira Shah Halim Vote Campaign

কলকাতা, 16 মার্চ: হাতে লিফলেট, গায়ে সাদা সালোয়ার, সঙ্গে লাল পতাকা হাতে কর্মী সমর্থক। শনিবার সকালে প্রচারে নামলেন দক্ষিণ কলকাতা বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। কলকাতা পুরসভার 91 নম্বর ওয়ার্ডের কসবা বোসপুকুর বাজার এলাকায় প্রচার সারলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে উষসী চক্রবর্তী।

সায়রা শাহ হালিম বলেন, "খুব ভালো প্রচার চলছে। সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। আমি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান করছি। আশা করি, তাঁরা আমাকে ভোট দেবেন। যাতে তাঁদের কথা লোকসভায় তুলে ধরতে পারি।" এদিন সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের দরজায় পৌঁছন তাঁরা। ভাঙা বাংলায় কাউকে নমস্কার, কাউকে সালাম জানিয়ে নিজেকে পরিচয় করান তিনি। সায়রাকে বারবার বলতে শোনা যায়, "মনে রাখবেন আমি সায়রা হালিম। কাস্তে হাতুড়ি তারায় সকাল সকাল ভোট দেবেন। বাড়ির সকলকে বলবেন।" একইসঙ্গে হাসিমুখে ক্রেতা-বিক্রেতাদের খোঁজ খবরও নেন। সঙ্গে উষসী চক্রবর্তীও বামেদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যান্য কর্মী-সর্মথকরা স্লোগান তোলেন, "তৃণমূল-বিজেপিকে ঠেকিয়ে ভোট দিন বাঁচতে, তারা-হাতুড়ি-কাস্তে।"

বৃহস্পতিবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পর দক্ষিণ কলকাতা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম বন্দর বিধানসভা কেন্দ্রের 133 নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। তারপর প্রার্থীকে নিয়ে 133 নং ওয়ার্ড পরিক্রমা করা হয় । তার আগে প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে পথসভা সংগঠিত হয়। কেন এই মুহূর্তে সংসদে বামপন্থীদের প্রয়োজন সেই ব্যাখ্যাও দেন তাঁরা।

কর্পোরেটের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন সায়রা শাহ হালিম। তাঁর স্বামী সিপিএমের চিকিৎসক নেতা ফুয়াদ হালিম। কাকা অভিনেতা নাসিরউদ্দিন শাহ। এসবকে পেরিয়ে বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রার্থী করেছিল দল। যদিও তিনি পরাজিত হন। কিন্তু, এবার তিনি জয়ের আশা করছেন। দক্ষিণ কলকাতায় তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী মালা রায় ৷

আরও পড়ুন:

1. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা

2. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর

3. প্রধানের প্রেমের টানে তৃণমূল ছেড়ে বিজেপিতে পঞ্চায়েত সদস্য ! স্ত্রীকে ফিরে পেতে বিক্ষোভ স্বামীর

Saira Shah Halim Vote Campaign

কলকাতা, 16 মার্চ: হাতে লিফলেট, গায়ে সাদা সালোয়ার, সঙ্গে লাল পতাকা হাতে কর্মী সমর্থক। শনিবার সকালে প্রচারে নামলেন দক্ষিণ কলকাতা বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। কলকাতা পুরসভার 91 নম্বর ওয়ার্ডের কসবা বোসপুকুর বাজার এলাকায় প্রচার সারলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেত্রী তথা প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে উষসী চক্রবর্তী।

সায়রা শাহ হালিম বলেন, "খুব ভালো প্রচার চলছে। সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছি। আমি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান করছি। আশা করি, তাঁরা আমাকে ভোট দেবেন। যাতে তাঁদের কথা লোকসভায় তুলে ধরতে পারি।" এদিন সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের দরজায় পৌঁছন তাঁরা। ভাঙা বাংলায় কাউকে নমস্কার, কাউকে সালাম জানিয়ে নিজেকে পরিচয় করান তিনি। সায়রাকে বারবার বলতে শোনা যায়, "মনে রাখবেন আমি সায়রা হালিম। কাস্তে হাতুড়ি তারায় সকাল সকাল ভোট দেবেন। বাড়ির সকলকে বলবেন।" একইসঙ্গে হাসিমুখে ক্রেতা-বিক্রেতাদের খোঁজ খবরও নেন। সঙ্গে উষসী চক্রবর্তীও বামেদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যান্য কর্মী-সর্মথকরা স্লোগান তোলেন, "তৃণমূল-বিজেপিকে ঠেকিয়ে ভোট দিন বাঁচতে, তারা-হাতুড়ি-কাস্তে।"

বৃহস্পতিবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পর দক্ষিণ কলকাতা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম বন্দর বিধানসভা কেন্দ্রের 133 নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। তারপর প্রার্থীকে নিয়ে 133 নং ওয়ার্ড পরিক্রমা করা হয় । তার আগে প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে পথসভা সংগঠিত হয়। কেন এই মুহূর্তে সংসদে বামপন্থীদের প্রয়োজন সেই ব্যাখ্যাও দেন তাঁরা।

কর্পোরেটের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন সায়রা শাহ হালিম। তাঁর স্বামী সিপিএমের চিকিৎসক নেতা ফুয়াদ হালিম। কাকা অভিনেতা নাসিরউদ্দিন শাহ। এসবকে পেরিয়ে বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রার্থী করেছিল দল। যদিও তিনি পরাজিত হন। কিন্তু, এবার তিনি জয়ের আশা করছেন। দক্ষিণ কলকাতায় তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী মালা রায় ৷

আরও পড়ুন:

1. আইএসএফ ও কংগ্রেসের হাত ধরেই ভোটের ময়দানে বামেরা

2. ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর

3. প্রধানের প্রেমের টানে তৃণমূল ছেড়ে বিজেপিতে পঞ্চায়েত সদস্য ! স্ত্রীকে ফিরে পেতে বিক্ষোভ স্বামীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.