ETV Bharat / state

প্রায় 2 মাস পর শহরে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু - NRS

Corona Death: জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ব্যক্তি। পরবর্তীতে কোভিড পজিটিভ রিপোর্ট আসে। গতকাল রাতে ব্যক্তির মৃত্যু হয়।

Etv Bharat
Corona Death
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 10:54 PM IST

কলকাতা, 26 ফেব্রয়ারি: শহরে প্রায় দুই মাসের মাথা ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। রিজেন্ট পার্কের বাসিন্দা বছর চব্বিশের আশিস হালদারের মৃত্য়ু হয় রবিবার সন্ধ্যায় । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি হন আশিস । পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর ।

জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত মঙ্গলবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। পরবর্তীতে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে । তখন বেলেঘাটা আইডি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। গতকাল রাত দশটা কুড়িতে মৃত্যু হয় আশিসের । গতকাল মৃত্যু হলেও তাঁর শেষকৃত্য হয় সোমবার সন্ধ্যায় । কারণ মৃত্যুর পর দেহ নিয়ে টানাপোড়েন চলে । পরিবার তাঁর দেহ নিজেদের তত্ত্বাবধানে চায় । কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ থাকায় হাসপাতাল পরিবারের হাতে দেহ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ।

শেষমেশ 16 ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পৌরনিগমের গাড়িতে দেহ পাঠানো হয় । হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যাক্তি টিবি এবং মেনিনজাইটিস রোগেও আক্রান্ত ছিলেন। এমনকি তাঁর টিবি পুরো ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাই মৃত্যুর কারণ হিসাবে প্রথমেই রয়েছে টিবি এবং মেনিনজাইটিসের উল্লেখ।

গতবছর ডিসেম্বরে শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ে। সেই সময়ই হাসপাতালে ভর্তি এক বৃদ্ধের হৃদরোগে মৃত্যু হয় । পরে জানা যায় তিনি কোভিড পজিটিভ ছিলেন । দুই দিন আগে মুর্শিদাবাদে একজন করোনা পজিটিভ ব্যক্তির হদিশ মেলে । জিয়াগঞ্জের বাসিন্দা তিনি । করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । জানা যায়, হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তির করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে উদ্বেগের কিছু নেই। সমস্ত সাবধানতা মেনেই গোটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা চলছে। ।

আরও পড়ুন :

  1. আড়াই মাস পর বেলেঘাটা আইডি'তে করোনা রোগী, ভাইরাস আক্রান্ত 3 জন ভর্তি হাসপাতালে
  2. ভারতে করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে বাংলা, কলকাতা নিয়ে সতর্কতা
  3. করোনা আতঙ্কের মাঝে শহরে ডেঙ্গিতে মৃত্যু, কী পরামর্শ চিকিৎসকের?

কলকাতা, 26 ফেব্রয়ারি: শহরে প্রায় দুই মাসের মাথা ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। রিজেন্ট পার্কের বাসিন্দা বছর চব্বিশের আশিস হালদারের মৃত্য়ু হয় রবিবার সন্ধ্যায় । জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে প্রথমে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি হন আশিস । পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর মৃত্যু হয় বলে খবর ।

জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত মঙ্গলবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। পরবর্তীতে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে । তখন বেলেঘাটা আইডি হাসপাতালের স্থানান্তরিত করা হয়। গতকাল রাত দশটা কুড়িতে মৃত্যু হয় আশিসের । গতকাল মৃত্যু হলেও তাঁর শেষকৃত্য হয় সোমবার সন্ধ্যায় । কারণ মৃত্যুর পর দেহ নিয়ে টানাপোড়েন চলে । পরিবার তাঁর দেহ নিজেদের তত্ত্বাবধানে চায় । কিন্তু করোনা রিপোর্ট পজিটিভ থাকায় হাসপাতাল পরিবারের হাতে দেহ না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ।

শেষমেশ 16 ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পৌরনিগমের গাড়িতে দেহ পাঠানো হয় । হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যাক্তি টিবি এবং মেনিনজাইটিস রোগেও আক্রান্ত ছিলেন। এমনকি তাঁর টিবি পুরো ফুসফুসে ছড়িয়ে গিয়েছিল বলেই হাসপাতাল সূত্রে খবর। তাই মৃত্যুর কারণ হিসাবে প্রথমেই রয়েছে টিবি এবং মেনিনজাইটিসের উল্লেখ।

গতবছর ডিসেম্বরে শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ে। সেই সময়ই হাসপাতালে ভর্তি এক বৃদ্ধের হৃদরোগে মৃত্যু হয় । পরে জানা যায় তিনি কোভিড পজিটিভ ছিলেন । দুই দিন আগে মুর্শিদাবাদে একজন করোনা পজিটিভ ব্যক্তির হদিশ মেলে । জিয়াগঞ্জের বাসিন্দা তিনি । করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । জানা যায়, হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তির করোনা পরীক্ষা হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে উদ্বেগের কিছু নেই। সমস্ত সাবধানতা মেনেই গোটা হাসপাতালে চিকিৎসা পরিষেবা চলছে। ।

আরও পড়ুন :

  1. আড়াই মাস পর বেলেঘাটা আইডি'তে করোনা রোগী, ভাইরাস আক্রান্ত 3 জন ভর্তি হাসপাতালে
  2. ভারতে করোনা আক্রান্তের তালিকায় তৃতীয় স্থানে বাংলা, কলকাতা নিয়ে সতর্কতা
  3. করোনা আতঙ্কের মাঝে শহরে ডেঙ্গিতে মৃত্যু, কী পরামর্শ চিকিৎসকের?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.