ETV Bharat / state

পানিহাটিতে পিটিয়ে খুনে তৃণমূল কাউন্সিলর-সহ 5 জনের যাবজ্জীবন - PANIHATI MURDER CASE

2014 সালের 25 সেপ্টেম্বরের ঘটনা ৷ সাড়ে 10 বছর পর রায় বের হল ৷ পাঁচজনের যাবজ্জীবন, তিনজন বেকসুর খালাস, দু’জন এখনও পলাতক ৷

PANIHATI MURDER CASE
পানিহাটিতে পিটিয়ে খুনে তৃণমূল কাউন্সিলর-সহ 5 জনের যাবজ্জীবন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2025, 7:43 PM IST

ব্যারাকপুর, 25 ফেব্রুয়ারি: চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের ৷ পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর-সহ পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ গণপিটুনির ঘটনাটি ঘটে 2014 সালের সেপ্টেম্বরে ৷ প্রায় সাড়ে দশ বছর পর মামলার রায় বের হল ৷ দোষীদের শাস্তি হওয়ায় শান্তি মিলল বলে জানিয়েছেন নিহতের স্ত্রী ৷ তবে রায়ের কপি হাতে পেলে এই নিয়ে উচ্চ আদালতে আবেদনের বিষয়টি তৃণমূলের তরফে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় এক নেতা ৷

উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গান্ধিনগর এলাকায় রয়েছে জনকল্যাণ সমিতির কার্যালয় ৷ সেখানেই 2014 সালের 25 সেপ্টেম্বর পিটিয়ে মারা হয় শম্ভু চক্রবর্তীকে ৷ শম্ভুও স্থানীয় বাসিন্দা ৷ তাঁর স্ত্রী জোৎস্না চক্রবর্তীর দাবি, তাঁরা ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন ৷ কিন্তু তারক গুহ-সহ সেখানে উপস্থিত অন্যরা কেউই তাঁদের কথায় কর্ণপাত করেনি ৷ সেদিনই মৃত্যু হয় শম্ভুর ৷

PANIHATI MURDER CASE
পানিহাটিতে পিটিয়ে খুনে তৃণমূল কাউন্সিলর-সহ 5 জনের যাবজ্জীবন (নিজস্ব ছবি)

তারক গুহ স্থানীয় তৃণমূল নেতা ও ওই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ তাঁর বিরুদ্ধে এবং আরও 9 জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ তদন্তে নামে ৷ আটজনকে গ্রেফতার করে ৷ দু’জন পলাতক ৷ গত দশ বছরে তাঁদের গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ আটজনের বিরুদ্ধেই মামলা চলে ৷

গত শুক্রবার এই মামলায় রায় দেন ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়ন বন্দ্যোপাধ্য়ায় ৷ আটজনের মধ্যে তিনজনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷ বাকিদের দোষী সাব্যস্ত করা হয় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ৷

PANIHATI MURDER CASE
পানিহাটিতে পিটিয়ে খুনে তৃণমূল কাউন্সিলর-সহ 5 জনের যাবজ্জীবন (নিজস্ব ছবি)

মঙ্গলবার দোষীদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ সাজাপ্রাপ্তরা হল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার ৷ এই রায়ে খুশি নিহত শম্ভু চক্রবর্তীর স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘আমার স্বামী চোর নয় ৷ সেই কলঙ্ক যে মুছল, সেটাই অনেক ৷’’ তবে তিনি প্রশ্ন তুলেছেন, মানুষকে খুন করার পরও কী করে কাউন্সিলর হন ?

পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান, আইন আইনের পথেই চলেছে ৷ আদালতের রায় দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে ৷

ব্যারাকপুর, 25 ফেব্রুয়ারি: চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের ৷ পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর-সহ পাঁচজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ গণপিটুনির ঘটনাটি ঘটে 2014 সালের সেপ্টেম্বরে ৷ প্রায় সাড়ে দশ বছর পর মামলার রায় বের হল ৷ দোষীদের শাস্তি হওয়ায় শান্তি মিলল বলে জানিয়েছেন নিহতের স্ত্রী ৷ তবে রায়ের কপি হাতে পেলে এই নিয়ে উচ্চ আদালতে আবেদনের বিষয়টি তৃণমূলের তরফে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় এক নেতা ৷

উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের গান্ধিনগর এলাকায় রয়েছে জনকল্যাণ সমিতির কার্যালয় ৷ সেখানেই 2014 সালের 25 সেপ্টেম্বর পিটিয়ে মারা হয় শম্ভু চক্রবর্তীকে ৷ শম্ভুও স্থানীয় বাসিন্দা ৷ তাঁর স্ত্রী জোৎস্না চক্রবর্তীর দাবি, তাঁরা ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন ৷ কিন্তু তারক গুহ-সহ সেখানে উপস্থিত অন্যরা কেউই তাঁদের কথায় কর্ণপাত করেনি ৷ সেদিনই মৃত্যু হয় শম্ভুর ৷

PANIHATI MURDER CASE
পানিহাটিতে পিটিয়ে খুনে তৃণমূল কাউন্সিলর-সহ 5 জনের যাবজ্জীবন (নিজস্ব ছবি)

তারক গুহ স্থানীয় তৃণমূল নেতা ও ওই 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৷ তাঁর বিরুদ্ধে এবং আরও 9 জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ তদন্তে নামে ৷ আটজনকে গ্রেফতার করে ৷ দু’জন পলাতক ৷ গত দশ বছরে তাঁদের গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ আটজনের বিরুদ্ধেই মামলা চলে ৷

গত শুক্রবার এই মামলায় রায় দেন ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়ন বন্দ্যোপাধ্য়ায় ৷ আটজনের মধ্যে তিনজনকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত ৷ বাকিদের দোষী সাব্যস্ত করা হয় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ৷

PANIHATI MURDER CASE
পানিহাটিতে পিটিয়ে খুনে তৃণমূল কাউন্সিলর-সহ 5 জনের যাবজ্জীবন (নিজস্ব ছবি)

মঙ্গলবার দোষীদের সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ সাজাপ্রাপ্তরা হল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস ও হরিপদ সরকার ৷ এই রায়ে খুশি নিহত শম্ভু চক্রবর্তীর স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘আমার স্বামী চোর নয় ৷ সেই কলঙ্ক যে মুছল, সেটাই অনেক ৷’’ তবে তিনি প্রশ্ন তুলেছেন, মানুষকে খুন করার পরও কী করে কাউন্সিলর হন ?

পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান, আইন আইনের পথেই চলেছে ৷ আদালতের রায় দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.