বর্ধমান, 24 ফেব্রুয়ারি: স্কুলের গেটের সামনে শুয়ে আছেন এক ব্যক্তি ৷ তাঁর নড়াচড়া করার ক্ষমতা নেই ৷ পরনে ভালো জামা, পায়ে দামি জুতো ৷ তিনি একজন শিক্ষক ৷ মদ খেয়ে স্কুলে আসায় প্রধান শিক্ষক প্রবেশ করতে না-দেওয়ায় দরজার সামনেই শুয়ে কাটালেন মদ্যপ শিক্ষক ৷ ঘটনাটি বর্ধমান হরিজন প্রাথমিক স্কুলের । পরে অবশ্য ওই শিক্ষক উঠে বসেন ৷ কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পরে তাঁর হুঁশ ফেরে ৷ যদিও তাঁর দাবি, তিনি নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে আসেননি ৷ স্কুলের গেট বন্ধ থাকায় তিনি স্কুলের গেটে শুয়ে ঘুমাচ্ছিলেন ৷
স্কুল সূত্রের খবর, ওই শিক্ষকের নাম জয়রাম কুমার সিং ৷ তিনি হিন্দি বিভাগের শিক্ষক ৷ 25 বছর ধরে শিক্ষকতা করছেন ৷ হরিজন স্কুলের গেটের কয়েক ফুট দূরে প্রাথমিক শিক্ষা সংসদের অফিস ৷ আর কয়েক পা গেলে মাধ্যমিক পরিদর্শকের অফিস ৷ অথচ শিক্ষককে শনিবার স্কুলের গেটে শুয়ে থাকতে দেখে চমকে যায় ছাত্র-শিক্ষক থেকে অভিভাবকরাও ৷ স্কুল শিক্ষকদের অভিযোগ, এর আগেও তিনি মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন, যা নিয়ে বিতর্কও হয় ৷ সেবার তিনি ক্ষমা চেয়ে ছাড় পান ৷ আগামী মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ৷
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার মালিক বলেন, "ওই শিক্ষক এর আগেও একাধিকবার মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন ৷ তাঁর বিরুদ্ধে স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছিল ৷ তিনি ক্ষমা চেয়ে নেওয়ায় কোনও শাস্তি হয়নি ৷ এবার তিনি যে ঘটনা ঘটিয়েছেন, সেটা খুবই লজ্জার ৷ এদিন গেট বন্ধ রাখা হয়, যাতে ওই শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকতে না পারেন ৷ মঙ্গলবার স্কুল খুললে ফের স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানানো হবে ৷" এই ঘটনা প্রসঙ্গে সহ-শিক্ষক দেবলীনা চট্টোপাধ্যায় বলেন, "আমাদের কাছে এটা লজ্জার বিষয় ৷ অফিসে জানিয়েছি ৷ এখন তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে ৷ একজন শিক্ষকের কাছ থেকে এটা কাম্য নয় ৷ প্রধান শিক্ষক যা করণীয়, সেই ব্যবস্থা নিচ্ছেন ৷"
তবে জয়রাম সিং নামে ওই শিক্ষকের দাবি, তিনি মদ খেয়ে স্কুলে আসেননি ৷ স্কুলের গেট না-খোলায় তিনি ইচ্ছাকৃত স্কুলের গেটের সামনে শুয়ে ঘুমাচ্ছিলেন ৷ এদিকে অভিভাবক আরতি মণ্ডল বলেন, "একজন শিক্ষক স্কুল গেটে মদ খেয়ে বেহুঁশ অবস্থায় পড়ে আছেন ৷ এর থেকে লজ্জার আর কী হতে পারে ৷ ছাত্রছাত্রীরা কী শিখবে ৷ স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত ৷" বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, "কী ঘটেছে, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে ৷"
আরও পড়ুন: